Basic English Grammar

Participle কাকে বলে,কত প্রকার ও এর ব্যবহার?

Participle কাকে বলে?

Verb এর যে রূপ একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে participle বলে।

-Ashik Khan Notun

 

A participle is a verbal word added with ‘ing’ indicating verb and adjective at the same time.

-Dr. Sazzad Hossain

 

A participle is that form of the verb which is partly a verb and partly an adjective.

-Wren and Martin

 

A participle is a double parts of speech- a verb and an adjective combined.

-J.C. Nesfield

 

Participle কত প্রকার?

ইহা তিন প্রকার।

যথা:

  1. Present participle
  2. Past participle
  3. Perfect participle

 

 

Present Participle কাকে বলে?

Present participle (V+ing): Verb এর Present form-এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective-এর কাজ করে।

  • I saw a flying bird. (v+ adj)

আমি একটি উড়ন্ত পাখি দেখলাম।

 

  • The cuckoo is a singing bird. (v+ adj)

কোকিল গায়ক পাখি।

 

  • Barking dogs seldom bite. (v + adj)

ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়।

 

  • I saw a sleeping beggar. (v+ adj)

আমি একজন ঘুমন্ত ভিক্ষুক দেখলাম।

 

  • Bangladesh is a developing country. (v+ adj)
See also  Preposition কাকে বলে কত প্রকার ও কি কি? Preposition এর ব্যবহার

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

 

  • This is my reading room. (v+ adj)

এই আমার পড়ার কক্ষ।

 

  • This is my drawing room. (v+ adj)

এই আমার বৈঠকখানা।

 

  • I like rising sun. (v + adj)

পছন্দ করি।

 

  • He likes teaching profession. (v+ adj)

তিনি শিক্ষকতা পেশা পছন্দ করেন

 

  • It is a charming scenery. (v + adj)

ইহা একটি মনোমুগ্ধকর দৃশ্য।

 

 

👉Note: Relative Pronoun এর পরিবর্তে Adjective এর ন্যায় Present participle ব্যবহৃত হতে পারে।

  • The people living in city are not always happy.
  • The teachers working here get handsome salary.

 

 

 Present participle এর ব্যবহার

✔️Continuous Tense গঠন করতে Present Participle ব্যবহৃত হয়।

যেমন:

  • He is fishing in the pond.
  • He is reading a book.

 

✔️Present participle এর আগে বসে Attributive Adjective-এর মত কাজ করে ।

যেমন:

  • A barking dog seldom bites.
  • Football is an exciting game.

 

✔️একই Subject কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়, সেটি Present participle হয়। 

যেমন:

  • Finishing the work, he came back home. 
  • Eating food, we went to market.

 

 

Past Participle কাকে বলে?

Past participle (verb এর past participle)

 

✔️Verb এর Past participle একই সাথে Verb ও Adjective-এর কাজ করে। Past participle verb হিসেবে বসে।

See also  Conjunctions কাকে বলে, কত প্রকার ও Conjunction এর ব্যবহার

যেমন:

  • I have finished the work.

আমি কাজটি শেষ করেছি

 

  • English is taught here.

এখানে ইংরেজি শিখানো হয়।

 

  • Rice is sold here.

এখানে চাল বিক্রি করা হয়।

 

  • He is known here.

তিনি এখানে পরিচিত।

 

  • Rice is cooked at seven a.m.

সকাল সাতটার সময় ভাত রান্না করা হয়।

 

 

✔️Past Participle, Adjective হিসেবে বসে।

যেমনঃ

আমেরিকা একটি উন্নত দেশ।

 

  • It is a broken chair.

ইহা একটি ভাঙা চেয়ার

 

  • He lives in a rented house.

সে একটি ভাড়া বাড়িতে বাস করে।

 

  •  It is a written report.

এটা একটি লিখিত রিপোর্ট

 

  • He is a married man.

তিনি একজন বিবাহিত ব্যক্তি।

 

 

👉Note: Feel, felt, find, found, keep, kept, hear, heard, notice, noticed, see, saw, smell, smelt, watch, watched, ইত্যাদি verb গুলোর পরে Object+ Present Participle বসে।

 

যেমন:

  • I heard her singing a song.
  • I smelt something burning.

Past participle এর ব্যবহার

 

✔️Verb এর Perfect Tense গঠন করতে Past participle বসে।

যেমন:

  • I have done the work.
  • He has written a book.

 

✔️Passive voices গঠন করতে Verb -এর Past participle form বসে।

যেমন:

  • English is taught here.
  • Mobile phone is made in China.

 

✔️Having, being, to be, has, have, had ইত্যাদির পর গঠন করতে Verb – এর Past participle form বসে।

See also  Tense বা কাল কত প্রকার ও কি কি?

যেমন:

  • Having seen the dog, he ran away.

 

✔️Adjective হিসাবে Verb-এর Past participle form বসে। 

যেমন:

  • America is a developed country.
  • It is a broken chair.

 

✔️Plural common noun হিসাবে Verb-এর Past participle form বসে।

যেমন:

  • The educated are honored everywhere.
  • The retired are asset for any country.

 

✔️Noun এর শেষে ‘ed’ যুক্ত হয়ে Adjective হয়।

যেমন:

  • He is a kind hearted man.
  • He is a noble minded man.

 

✔️Relative noun এর পরিবর্তে Verb-এর Past participle form বসে।

যেমন:

  • The car made in Japan is working well.
  • The mobile phone made in China is cheap.

 

 

➡️Perfect Participle কাকে বলে?

Perfect participle (Having +Verb এর Past participle)

👉Verb এর Past participle এর পূর্বে ‘having’ যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective-এর কাজ করে।

 

 

Perfect participle এর কিছু উদাহরন

  •  Having finished the work. I went home.

কাজটি শেষ করে আমি বাড়িতে গেলাম।

 

  • Having seen him, I became astonished.

তাকে দেখে আমি অবাক হলাম

 

  • Having gone there. I saw him.

সেখানে গিয়ে আমি তাকে দেখলাম

 

  • Having boiled water, we drank.

পানি সিদ্ধ করে আমরা পান করি।

 

  • Having written the letter. I posted.

আমি চিঠিটি লিখে পোস্ট করেছিলাম।

 

 

 

Related Articles

Back to top button