Basic English Grammar

Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

Verb কাকে বলে কত প্রকার ও কি কি?

যা দ্বারা হওয়া যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা অর্থাৎ কোনো কিছু করা বুঝায়, তাকে Verb বলে।

 

 

More Definition of Verb

A Verb is a word for saying something about a person or thing.

 

-J.C. Nesfield

 

A Verb is a word that tells or asserts something about a person or thing.

-Wren & Martin

 

A verb is such a word which indicates doing something.

-Dr. Sazzad Hossain

 

A verb is nothing but the work of a person.

– Fardeen Islam Saagar

Verb কত প্রকার কি কি?

Verb কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।

যথাঃ

  1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) এবং
  2. Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)

 

Finite Verb কাকে বলে?

Verb কোন Sentence এর বক্তব্য সমাপ্ত করে, এবং Subject এর Person Number অনুযায়ী যার রূপের পরিবর্তন হয়, তাকে Finite Verb বলে।

যেমন:

  • We learn English everyday.

 

ব্যাখ্যাঃ উপরের Sentence এ learn এর Subject we এবং উক্ত Subject এর Number Person অনুযায়ী Verb টি রূপ নির্ধারিত হয়েছে।

উপরন্ত learn Verb ft Sentence টির বক্তব্য সমাপ্ত করেছে। তাই “learn” এ Finite Verb.

 

 

Non-Finite Verb কাকে বলে?

যে Verb কোন Sentence এর বক্তব্য শেষ করতে পারে না এবং Subject ও Tense অনুসারে যার রূপের কোন পরিবর্তন হয় না তাকে Non-Finite Verb বলে।

যেমনঃ

  • Jerin Khan wants to learn English.

 

ব্যাখ্যাঃ  Jerin Khan wants Verb-এর Subject “to learn” Verb টি নয়। “to learn এই Verb টির খারা “শিখতে” এ অসমাপিকা ক্রিয়াকে বুঝায়। তা দ্বারা বক্তব্য শেষ হয় না এবং অর্থও সম্পূর্ণ করে না।

See also  Mood কাকে বলে কত প্রকার ও Mood এর ব্যবহার

উপরস্থ Subject এর Number ও Person অনুযায়ী এর রূপও পরিবর্তিত হয় না। তাই to learn Non-Finite Verb বা Verbal.

 

 

Principal Verb কাকে বলে?

যে Verb অন্য Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে বালের অর্থ সম্পূর্ণ করতে পারে, তাকে Principal Verb বলে।

যেমন:

  • We swim in the pond.
  • I work in the garden morning.

 

ব্যাখ্যা: উপরের Sentence দু’টিতে swim এবং work এ Verb দুটি অন্য কোন Verb এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তাই swim. work এ Verb দুটি Principal Verb.

 

Principal Verb কত প্রকার?

Principal Verb কে দুই ভাগে ভাগ করা হয়

যথাঃ

  1. Transitive Verb (সকর্মক ক্রিয়া 
  2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া)

 

 

Transitive Verb কাকে বলে?

যে Verb অন্য word এর সাহায্য ব্যতীত বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না তাকে Transitive Verb বলে।

  • যেমন: We drink. He eats.

 

ব্যাখ্যাঃ উপরের Sentence দু’টিতে drink এবং eats-এ Verb দু’টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। প্রশ্ন ওঠে “আমরা কি পান করি” এবং “সে কি খায়”। তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য Word-এর সাহায্য প্রয়োজন।

যেমনঃ

    • I drink water.
    • He cats apple.

 

এখানে drink ও eats-এ Verb দু’টি water ও apple শব্দ দু’টি গ্রহণ করার পর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তাই drink seats Transitive Verb এবং water ও apple যথাক্রমে উক্ত Verb দু’টির object.

 

Note: যে শব্দের সাহায্য নিয়ে Transitive Verb সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সে শব্দকে object বলে। উল্লেখ্য অধিকাংশ Transitive Verb এর object থাকে।

 

 

Intransitive Verb কাকে বলে?

যে Verb কোন Object ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে Intransitive Verb বলে।

  • যেমন The girl sings. Birds fly.
See also  Participle কাকে বলে,কত প্রকার ও এর ব্যবহার?

 

ব্যাখ্যাঃ উপরের Sentence দু’টিতে sings এবং fly-Verb দু’টি Sentence এর কার্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাদের অর্থ কে সম্পূর্ণ করতে কোন object এর সাহায্য গ্রহণ করতে হয় না। তাই তারা Intransitive Verb.

 

[su_box title=”নিচে কিছু গুরুত্বপূর্ণ Intransitive Verb এর উদাহরণ দেওয়া হল” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Allude, apologize, appear, awake, brag. care, classify, coincide, consent, crawl, creep, dawn, decay, depend, dive, erupt, fence. flame, flare, flow, hobnob. jut, last, muse, occur, quarrel, remain, rise, seem, tally, waver, yowl, etc.[/su_box]

 

 

Factitive verb কাকে বলে?

যে Transitive Verb অতিরিক্ত Object ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, তাকে Factitive Verb বলে।

 

[su_box title=”নিচে কিছু Factitive Verbs দেখানো হল” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Appoint, name, call, find, think. entitle, elect, consider, select, regard, nominate. choose, crown.[/su_box]

For Examples:

  • We make him captain.
  • We select him chairman.

 

 

Quasi-passive Verb কাকে বলে?

Intransitive Verb গঠনে Active কিন্তু Passive অর্থ, প্রকাশ করে, তাকে  Quasi-passive Verb বলে।

যেমন:

  • Rice sells cheap.
  • The road is repairing.

 

 

Reflexive Verb কাকে বলে?

Verb-এর Subject ও Object একই ব্যক্তি বা বস্তুকে বুঝানো হয়ে থাকে, তাকে Reflexive Verb বলে।

যেমন:

  • You help yourself ( একবচন),
  • You help yourselves (বহুবচন)

 

 

Reciprocal Verb কাকে বলে?

যে Verb দ্বারা Subject ও Object এর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, তাকে Reciprocal Verb বলে।

যেমন:

  • Hasan and Kamal help each other.
  • The teachers help one another.

 

 

Copulative Verb কাকে বলে?

যখন কোন Intransitive Verb অতিরিক্ত Word-এর সাহায্য ছাড়া Sentence-এর অর্থ সম্পন্ন করতে পারে না, তখন তাকে Copulative Verb বলে।

যেমনঃ

  • He is.
  • He looks.
  • He is smart.
  • He looks handsome.
See also  Past Indefinite Tense কাকে বলে ও এর গঠন?

 

উপরের বামদিকের Sentence দু’টিতে is এবং looks-এ Intransitive Verb দু’টো থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি। তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত শব্দের (smart handsome) প্রয়োজন হয়েছে। তাই is এবং looks Copulative Verb.

 

 

Cognate Verb কাকে বলে?

যখন কোন Intransitive Verb তার সমজাতীয় Noun-কে Object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Cognate Verb বলে।

যেমন:

  • He slept a sound sleep.
  • He has mistaken a great mistake.

 

 

Group Verb কাকে বলে?

Intransitive Verb এর সাথে Proposition যুক্ত হয়ে Transitive Verb হলে , তাকে Group Verb বা  Prepositional Verb বলে।

যেমন:

  • Don’t laugh at the poor.
  • The cow lives on grass.

 

 

 

Auxiliary Verb কাকে বলে?

যে Verb, Principal Verb কে বাক্যে অর্থ সম্পন্ন করতে কেবল সাহায্য করে, তাকে Auxiliary Verb বলে।

যেমন:

  • We are playing cricket.
  • You should learn English.
  • He is reading a book,

 

ব্যাখ্যাঃ উপরের Sentence গুলিতে are should এবং is এ Verb গুলি যথাক্রমে playing, learn এবং reading এই Verb গুলির অর্থকে যথাযথভাবে প্রকাশ করতে সাহায্য করে। এদের নিজেদের কোন অর্থ নেই। অন্য Verb এর অর্থ প্রকাশের সাহায্য করাই এদের কাজ। সুতরাং are,  should এবং is- Auxiliary Verb.

 

Auxiliary Verb কত প্রকার?

Auxiliary Verb-কে দুই ভাগে ভাগ করা হয়েছে।

যথা :

  1. Primary Auxiliary.
  2. Modal Auxiliary.

 

✔️Primary Auxiliary- কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।

যথাঃ

  • “To be’ Verb: am, is, are, was, were, be, being, been.
  • “To do Verb: do, does, did..
  • “To have Verb: have, has, had.

✔️Modal Auxiliary Verb এর সংখ্যা ১৩ টি।

  • shall, should, will, would, can, could, may, might, must, need, dare, had better, would rather.

Related Articles

Back to top button