Basic English Grammar

Mood কাকে বলে কত প্রকার ও Mood এর ব্যবহার

Moods কাকে বলে, কত প্রকার ও কি কি?

Mood হচ্ছে একজন বক্তার অনুভূতি। Mood সাধারণত একজন বক্তা বা লেখকের চিন্তা ও অনুভূতি প্রকাশ করে। একজন লেখক বা বক্তা কিভাবে তার আচরণগুলাে বলছেন বা লিখছেন সেটা প্রকাশ করে। এটি verb এর বিভিন্ন form গুলােকে কিভাবে বাক্যে ব্যবহার করা হবে সেই সম্পর্কে ধারণা প্রদান করে।

 

Sumi writes a letter.

Sumi, write a letter.

উপরের Sentence গুলোতে একই verb “write” ভিন্ন ভিন্ন রীতিতে বা ধরনে ভাব প্রকাশ করেছে। এরুপে verb যে বিভিন্ন রীতি বা ধরনের মনের ভাব প্রকাশ করে তাকে Mood বলে।

English Definition

The mood is the feeling of the speaker. It expresses the thoughts and feelings of a writer or speaker. It shows the writer’s or speaker’s attitude toward what he/she is saying or writing.

 

Mood কত প্রকার ও কি কি?

Mood প্রধাণত ৪ প্রকার। যথা:

  • Indicative Mood
  • Imperative Mood
  • Subjunctive Mood

 

Indicative Mood কাকে বলে?

Verb এর যে form কোন কিছুর বর্ণনা দেয় বা প্রশ্ন করে বা মনের আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে Indicative Mood বলে। 

See also  Past Perfect Continuous Tense কাকে বলে ও এর গঠন?

যেমন:

  • Sumi writes a letter

 

নিম্নলিখিত ক্ষেত্রে Indicative Mood ব্যবহৃত হয়।

  • Affirmative এবং Negative sentence এ কোন গঠনার বর্ণনা দিতে।

যেমন: They play football.

  • কোন কিছু জানার জন্য প্রশ্ন করতে।

যেমন: Do they play football.

  • মনের আকস্মিক উচ্ছাস প্রকাশ করতে।

যেমন: How beautiful the garden is!

  • সত্য বা কাল্পনিক কোন অনুমান প্রকাশ করতে।

যেমন: If you were sensible, you might understand the matter.

Imperative Mood কাকে বলে?

Verb এর যে form দ্বারা আদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায় তাকে Imperative Mood বলে।

 

নিম্নলিখিত ক্ষেত্রে Imperative  Mood ব্যবহৃত হয়।

  • আদেশ বা প্রমান করতে ।

যেমন: Shut the door.

  • উপদেশ দান করতে।

যেমন: Obey your parents.

  • অনুরোধ বা প্রর্থনা বুঝাতে।

যেমন: Please, help me.

  • নিষেধ করতে।

যেমন: Do not make a noise in the class.

Note: Imperative sentence এ সব সময় Second person এবং Present Indefinite Tense ব্যবহৃত হয়। Subject (you) উহ্য থাকে।  Imperative Mood এ first person ও third person এ let দ্বারা Sentence শুরু হয়।

See also  Past Continuous Tense কাকে বলে ও এর গঠন?

যেমন: Let me do the work.

Subjunctive Mood কাকে বলে?

যে সমস্ত verb অনিশ্চয়তা বা সন্দেহ, শর্ত, ইচ্ছা, অনুমান, প্রার্থনা, উদ্দেশ্য ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Subjunctive mood বলে।

If, though, unless, lest, till, until ইত্যাদি Conjunction গুলো দ্বারা সাধারণত Subjunctive mood প্রকাশ করা হয়।

 

নিম্নলিখিত ক্ষেত্রে Subjunctive Mood ব্যবহৃত হয়।

শর্ত বুঝাতে।

যেমন:

  • If he wants, I shall help him.

Note: Imperative sentence এর মাধ্যমেও শর্ত প্রকাশ করা হয়।

যেমন:

  • Come here, I shall help you.

 

→ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করতে।

যেমন:

  • May you live long.

 

→উদ্দেশ্য বুঝাতে।

যেমন: 

  • He works hard that he may shine in life.

 

→সন্দেহ বা অনুমান প্রকাশ করতে।

যেমন:

  • Weather you like it or not I shall do it.

 

→বর্তমানে অসম্ভব বা অপ্রকৃত অতিত  (unreal past) বুঝাতে If যুক্ত clause এ Present Indefinite tense এ সকল person এর পর to be বসে এবং Past indefinite এর ক্ষেত্রে সকল person এর পর were বসে।

যেমন:

  • If I were a bird, I would fly.

 

Note: I Unreal past indefinite tense এর ক্ষেত্রে If এর ক্ষেত্রে Third person singular number verb-এর সাথে s/es না যোগ করলেও চলে। 

See also  Participle ও Gerund এর পার্থক্য

যেমন:

  • If he come (comes), I shall go.

 

→বর্তমান অসম্ভব বা অপ্রকৃত কোন কিছু বুঝাবার জন্য as if ও as though এর পরে  Subjunctive mood ব্যবহৃত হয়। 

As if  বা As though  যুক্ত sentence এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়। আর প্রথম অংশ Past Indefinite হলে পরের অংশ Past perfect হয়। 

যেমন: 

  • He tells the matter as if he knew it.
  • He told the matter as if he had known it.

 

→It is high time, It is time দ্বারা কোন Sentence শুরু হলে ‍Subject এর পরের verb টি past form হয়।

যেমন:

  • It is high time he changed his habits.

 

Infinitive Mood কাকে বলে?

verb এর পূর্বে to বসলে তাকে Infinite বলে। যদিও পূর্বে Infinite কে mood হিসাবে গণ্য করা হতো আধুনিক ইংরেজিতে তাকে Mood বলা হয় না কারন তা অনির্দিষ্টভাবে একটি কার্য বুঝায়। Verb এর কার্যটি কিভাবে সম্পন্ন হয় তা বোঝায় না।

যেমন:

  • I went to visit my friend.

Related Articles

Back to top button