Basic English Grammar

Present Indefinite Tense কি, এর গঠন ও ব্যবহার?

Present Indefinite Tense কাকে বলে

কোন কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে অভ্যাস বা চির সভা বুঝায় তাকে Present indefinite Tense বলে।

 

➡️Present Indefinite Tense এর গঠন:

গঠনঃ Subject+Verb-এর Base form / Present form+ Extension (সংযোজিত অংশ, সংযোজন, বৃদ্ধি)

চেনার উপায় : যদি বাংলা ক্রিয়া যায়, খায়, ঘুমায়, পড়ে, শিখে ইত্যাদি থাকে তবে সেটা Present Indefinite Tense বলে

 

Structure:

👉Affirmative: Subject+ Verb এর Present form + Extension.

👉Negative: Subject+ do not/does not+Verb-এর Present form +Extension.

👉Interrogative: Do/ does+ subject + Verb-এর Present form + Extension?

👉Neg- Int: Don’t doesn’t+ subject + Verb-এর Present form + Extension?

 

Examples:

হাসান ফুটবল খেলে।

 

  • Hasan does not play football

হাসান ফুটবল খেলে না।

 

  • Does Hasan play football?

হাসান কি ফুটবল খেলে?

 

  • Doesn’t Hasan play football?

হাসান কি ফুটবল খেলে না?

 

👉এ ছাড়া যে সকল বাংলা বাক্যের ক্রিয়া নেই তাদেরকে Present Indefinite Tense / Simple Tense করতে হয়। তখন Verb হিসেবে Am/is/are-এর পরে not এবং Interrogative করার জন্য Am/is/are কে প্রথমে বসাতে হয়।

See also  Participle ও Gerund এর পার্থক্য

 

Examples:

    • Mr. Hasan is a leader.

হাসান সাহেব একজন নেতা।

 

    • Mr. Hasan is not a leader.

হাসান সাহেব একজন নেতা না।

 

    • Is Mr. Hasan a leader?

হাসান সাহেব কি একজন নেতা?

 

    • Isn’t Mr. Hasan a leader?

হাসান সাহেব কি একজন নেতা না?

 

👉Note: Present Indefinite Tense -এর কর্তা যদি 3rd person singular number হয় তবে verb-এর শেষে s/es যোগ করতে হয়।

 

👉Note: যে সকল verb-এর শেষে ch,o, sh, ss এবং x থাকে, তার শেষে es যোগ করতে হবে।

    • He teaches us English.

তিনি আমাদের ইংরেজি শেখান।

 

    • He goes to school.

সে স্কুলে যায় ।

 

    • He rushes to the spot.

সে দ্রুত ঘটনাস্থলে যায় ।

 

    • He misses the bus.

সে বাসটি ধরতে ব্যর্থ হয় ।

 

    • He relaxes in the room.

সে কক্ষে আরাম করে।

 

👉Note: Verb -এর শেষে ‘y’থাকলে এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর স্থানে ‘i’এবং তার পরে ‘es যোগ করতে হয় ৷

See also  Mood কাকে বলে কত প্রকার ও Mood এর ব্যবহার

 

  • Rahim carries the load 

রহিম বোঝাটি বহন করে।

 

👉কিন্তু ‘y’ এর আগে ‘vowel’ থাকলে সেক্ষেত্রে ies যোগ করতে হয় না।

যেমন :

    • say— saying
    • try— trying.

 

 

➡️Present Indefinite Tense-এর ব্যবহার

✔️চিরন্তন সত্য বুঝাতে Present Indefinite tense বসে।

যেমন : The earth moves round the sun.

 

✔️প্রতিনিয়ত ঘটছে এমন বুঝাতে Present Indefinite tens বসে।

যেমন: He goes to Dhaka every month.

 

✔️কোন লেখক বা মনীষীদের বাণী বুঝাতে Present Indefinite tense বসে। 

যেমন: Keats says A thing of beauty is a joy for ever”.

 

✔️অতীতের ঐতিহাসিক ঘটনা প্রকাশ করতে Present Indefinite tense বসে।

যেমনঃ Emperor Shajahan builds the Taj Mahal.  

 

✔️অভ্যাসগত বর্তমান বুঝাতে Present Indefinite tense বসে।

যেমনঃ He reads newspaper everyday.

 

✔️নিকট ভবিষ্যত বুঝাতে  Indefinite tense বসে।

যেমন: I go to Dhaka tomorrow.

 

✔️Imperative Sentence & Indefinite tense বসে।

যেমন: Do the sum

 

✔️Optative Sentence এ Indefinite tense বসে।

যেমন : May you be happy

 

✔️Exclamatory Sentence a Indefinite tense বসে।

যেমন: How beautiful the picture is!

 

✔️নিয়ম বা প্রথা বুঝাতে Indefinite tense বসে।

See also  Present Continuous Tense কি এবং এর গঠন

যেমনঃ The Muslims bury the dead body.

 

➡️Indefinite Tense-এর কিছু নিয়ম

👉Note: কোন Sentence-এ often usually sometimes always occasionally, on Fridays, daily, regularly, rarely, frequently, almost, now and then, twice, every day, every week, normally ইত্যাদি Adverb/phrase– এর সহিত  Indefinite Tense ব্যবহৃত হয়।

Example:

    • Hasan goes to school every day.

 

👉Note: Subordinate clause for Till. until. when, before, after, as soon as, conjunction শুরু হয় এবং যদি তা ভবিষ্যত কালের অর্থ প্রকাশ করে তবে principal clause-এর verb ভবিষ্যৎ কালের হলে ও Indefinite Tense-এ ব্যবহৃত হয়।

Example:

    1. Hasan will not go to Dhaka until you come back.

 

✔️Present Indefinite tense (যেখানে auxiliary verb গুলি principal verb হিসেবে ব্যবহৃত হয়েছে) এই জাতীয় বাক্যে সাধারণত কোন ব্যক্তির বা বস্তুর পরিচয়, পরিচিতি, দোষ, গুণ বা কেউ কেমন ইত্যাদি প্রকাশ পায়। এই জাতীয় বাক্যের শেষে ক্রিয়া থাকে না।

  • গঠন : Subject + am/is/are + Noun/Adjective/past participle/ Adjective + Noun

 

Examples:

    • He is a good student.
    • We are the citizens of Bangladesh.
    • He is an honest man.
    • He is a politician.

 

Related Articles

Back to top button