চাকরির বিজ্ঞপ্তি

সহকারী ম্যানেজার পদে জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৫৯ পদে জীবন বীমা কর্পোরেশনে সহকারী ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সহকারী ম্যানেজার পদের কাজ সম্পর্কে

সহকারী ম্যানেজার জীবন বীমা কর্পোরেশনের প্রথম শ্রেনীর ৯ম গ্রেডের একটি চাকরী। সহকারী ম্যানেজারগন শাখায় অনেক ধরনের কাজ করে থাকে, নিম্নে তাদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল।

০১। দৈনিক হাজিরা খাতা, মুভমেন্ট রেজিঃ ও আদায়যোগ্য তথ্য হালনাগাদ করা। সকালে ফিল্ডে যাবার পুর্বে সকল কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত মিটিং করা ও মোটিভেশন দেয়া ।

০২। মাসিক পরিকল্পনা অনুযায়ী সমিতি পরিদর্শন করা। এক এক দিন এক এক কর্মীর সমিতিতে যাবেন আকস্মিক এবং দুর্বল কর্মীদের সমিতির দিকে অগ্রাধিকার দিবেন ।

০৩। সমিতি পরিদর্শন এর ক্ষেত্রে নতুন সদস্য ভর্তি ও বাতিল। ঋণ প্রকল্প, ঋণ প্রস্তাব। এক হাতে একাধিক ঋণ। সঞ্চয় জমা/ফেরত/ক্ষুদ্রঝুকি, সমিতির বসার সু-ব্যবস্থা, রেজুঃ খাতায় সদস্যদের নিয়মিত উপস্তিতি স্বাক্ষর, সদস্যদের সময় মত উপস্তিতি, সমিতি পরিচালনায় কর্মীর দক্ষতা। বিসয়বিত্তিক ও গঠনমুলক আলোচনা এবং কোন কর্মীর কোন আর্থিক অনিয়ম আছে কিনা তা ভালভাবে যাচাই করবেন।

০৪। দৈনিক, ঋণ বিতরন, ঋণ আদায়, সঞ্চয় ফেরত(আংশিক/পুর্ন) তা পরিকল্পনা করে বাস্তবায়ন করবেন ।

০৫। প্রতিদিন একজন সহকর্মীর সাথে নিয়মমাফিক ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করবেন অথবা তার তত্তবাধানে ও নির্দেশ এ হিসাবরক্ষক ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করবেন। এর জন্যে শাখা ব্যবস্থাপক সংস্থার নিকট দায়বদ্ধ থাকবেন।

০৬। প্রতিদিন লেনদেন সম্পন্ন শেষে সমস্থ কাগজ যাচাই করে স্বাক্ষর করবে। স্বাক্ষর প্রদান এর পর কোন ভুল ত্রুটি পাওয়া গেলে তিনি এ দায়বদ্ধ থাকবেন ।

০৭। প্রতিদিন অটোমেশন ( ডাটাসফট) কাজ হালনাগাদ করার ব্যবস্থা গ্রহন করবেন

০৮। প্রতিদিন যাবতীয় কাজ হালনাগাদ করে ডে-ক্লোসিং করবেন ।

০৯। ব্রাঞ্চ এর সকল কর্মীদের মধ্যে কাজের সমন্বয় করবেন এবং দিন শেষে কাজ বুঝে নিবেন ।

১০। ব্রাঞ্চ এর ফান্ড এর ব্যবস্থাপনা ঠিকমত ও সুস্টহ ভাবে সম্পন্ন করবেন ।

১১। সকল কর্মীদের কাজ ম্যানুয়াল ও সার্কুলার অনুযায়ী হচ্ছে কিনা তা তদাকরি করবেন এবং ফলোয়াপ দিবেন ।

১২। কর্মীদের ও ব্রাঞ্চ এর সাপ্তাহিক প্রতিবেদন যাচাই করে লেজার এর সাথে মিলকরন করবেন ।

১৩। কর্মীদের কালেশনশীট দৈনিক যাচাই করে স্বাক্ষর প্রদান করবেন ।

১৪। ১০০% ঋণ প্রস্তাবনা যাচাই করবেন ।

১৫। অফিস ও আবাসিক এরিয়া পরিস্কার পরিচ্ছনার ব্যবস্থা গ্রহন করবেন ।

১৬। দৈনিক ই-মেইল চেক করবেন ।

১৭। ব্রাঞ্চের বকেয়া আদায় এ অবশ্যই অগ্রনী ভুমিকা পালন করবেন ।

১৮। নতুন যোগদানকৃত কর্মীদের সকল কাজ শিখানোর বেপারে সকল সহায়তা কবেন ।

See also  BIWTA Job Circular 2022। বিআইডব্লিউটিএ (BIWTA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১৯। উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং ব্রাঞ্চের সকল কাজের জবাবদিহিতা দিবেন ।

জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) সম্পর্কে

বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানি, যা ১৯৭৩ সালের ১৪ মে ইন্সুরেন্স অ্যাক্ট ১৯৩৮ ও ইন্সুরেন্স রুলস ১৯৫৮ এবং বাংলাদেশ কর্পোরেশন অ্যাক্ট ১৯৭৩ এর অধীন ১৫ লক্ষ ৭০ কোটি টাকার ঘাটতি দায় নিয়ে প্রতিষ্ঠিত হয়।

জীবন বীমা কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম সাবেক সিনিয়র সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়

ইতিহাস

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ৭৫টি বীমা কোম্পানি ছিল, তারমধ্যে ১০টি স্থানীয়ভাবে নিবন্ধিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের সকল জীবন ও সাধারণ বীমা কোম্পানি জাতীয়করণ করে।

এই জাতীয়করণের দ্বারা অধিকৃত কোম্পানিগুলি বিলুপ্ত করে ৫টি কোম্পানি গঠন করে; বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন, তিস্তা বীমা কর্পোরেশন, কর্ণফুলি বীমা কর্পোরেশন, সুরমা জীবন বীমা কর্পোরেশন এবং রূপসা জীবন বীমা কর্পোরেশন। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে সুরমা ও রূপসা জীবন বীমা কর্পোরেশনকে একত্রিত করে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করে।

 

বীমা পলিসি

জেবিসি পনেরো ধরনের জীবন বীমা স্কিমের মাধ্যমে বীমাসেবা বিক্রয় করে আসছে। এগুলো হল:-

  • আমৃত্যু জীবন বীমা,
  • পলিসির মূল্য পরিশোধ ভিত্তিতে বীমা,
  • শিশু প্রতিরক্ষা বীমা,
  • শিশুদের পলিসির মূল্য পরিশোধভিত্তিক বীমা,
  • পলিসির অনুমিত মূল্য পরিশোধভিত্তিক বীমা,
  • পেনশন স্কিম বীমা,
  • এক দফায় প্রিমিয়াম বীমা,
  • বন্ধক প্রতিরক্ষা বীমা,
  • মেয়াদি গোষ্ঠী বীমা,
  • পলিসির মূল পরিশোধভিত্তিক গোষ্ঠী বীমা,
  • পরিবর্তনশীল হিসাবে পলিসির মূল্য পরিশোধভিত্তিক গোষ্ঠী বীমা,
  • দলগত পেনশন বীমা,
  • গ্রামীণ বীমা,
  • যুগ্ম জীবন বীমা এবং
  • বর্ধিষ্ণু হারে প্রিমিয়াম পরিশোধভিত্তিক বীমা।

 

জীবন বীমা সম্পর্কে আরো বিস্তারিত জানুন।

 

জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জীবন বীমা কর্পোরেশনে সহকারী ম্যানেজার পদে নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জীবন বীমা কর্পোরেশনের জন্য স্থায়ী ভিত্তিতে ৫৯ জন সহকারী ম্যানেজার পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।

জীবন বীমা কর্পোরেশন নিয়োগকৃত পদ সম্পর্কে

[su_table responsive=”yes”]
সংস্থা জীবন বীমা কর্পোরেশন
চাকরির ধরন সরকারী/স্বায়ত্তশাসিত
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী
পদের নাম সহকারী ম্যানেজার
পদ সংখ্যা ৫৯ টি
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনের শেষ তারিখ ০৮/০৫/২০২২
[/su_table]

 

পদঃ- সহকারি ম্যানেজার

পদ সংখ্যাঃ ৫৯ টি

বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা

গ্রেডঃ ৯ম

যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রীপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।

 

 

 

জীবন বীমা কর্পোরেশনে সহকারী ম্যানেজার পদে আবেদনের শর্ত

নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে।

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

See also  সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি । বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি/আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ০২ (দুই) কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।

  1.  সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
  2. চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) জাতীয়তা সনদপত্রের মূল/সত্যায়িত কপি।
  3. প্রথম শ্রেণির গেজেডেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  4. বীর মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে পৌর মেয়র/সিটি কর্পোরেশেনের ওয়ার্ড কাউন্সিলর/ইউ.পি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে।
  5. ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

 

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়ত ভাতা প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

 

জীবন বীমা কর্পোরেশনে আবেদনের সময়সীমা

  • Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮/০৫/২০২২ খ্রি. ইং সকাল ১০.০০ টা হতে।

 

  • Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/০৫/২০২২ খ্রি. ইং বিকাল ৫:০০ টা পর্যন্ত।

 

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদন Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

 

জীবন বীমা কর্পোরেশনে আবেদনের ছবি এবং সাক্ষর

online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে হতে হবে।

Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

 

জীবন বীমা কর্পোরেশনে সহকারী ম্যানেজার পদে আবেদনের শর্ত ও নিয়মাবলী

ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী পদ প্রার্থীগণকে http://jbl.teletalk.com.bd এ ওয়েবসাইটে Online -এ আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

See also  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের বিভিন্ন পদের কাজ সম্পর্কে

অথবা, Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

[su_button url=”http://jbc.teletalk.com.bd/” target=”blank” style=”3d” size=”6″ center=”yes”]Apply Now[/su_button]

জীবন বীমা কর্পোরেশনে SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান

Online-এ আবেদন পত্র (Application Form) যথাযথ ভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant’s Copy পাবেন।

উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা (অফেরতযোগ্য) মোট ১১২/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online -এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online -এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”।

 

কিভাবে SMS প্রেরন করবেন?

প্রথম SMS

JBC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: JBC ABCDEF

Reply: Applicant’s Name, Tk-………. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type JBC<Space>Yes<space> PIN and send to 16222.

 

দ্বিতীয় SMS

JBC<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: JBC YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed succeessfully for JBC Application for XXXXXXXXXXXXxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

 

জীবন বীমা কর্পোরেশনে সহকারী ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জীবন বীমা কর্পোরেশনে সহকারী ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জীবন বীমা কর্পোরেশনের প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://jbc.teletalk.com.bd অথবা www.jbc.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

 

বিঃ দ্রঃ শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

 

Related Articles

Back to top button