এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি | NSI Circular 2022
প্রিয় পাঠক, ইতিমধ্যেই National Security Intelligence (NSI) এটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো যারা আসলে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ খুঁজে থাকেন। তারা এই NSI job circular এ এপ্লাই করতে পারবেন। আর এই এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি তে কতটি শূন্য পদ আছে এবং কোন পদের জন্য কি রকম বেতন গ্রেড ধরা হবে। সেই বিষয় গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আজকের NSI job circular 2022 এর মধ্যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সে সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলমান সময়ের এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এর মধ্যে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৬ টি। এবং এই পদে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা প্রদান করতে হবে।
পদের নাম: গাড়ি চালক
- বেতন গ্রেড: ১৬
- বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০/-
- শূন্য পদের সংখ্যা: ৪৬ টি
শিক্ষাগত যোগ্যতা (এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি)
- কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- হালকা অথবা ভারি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- অভিজ্ঞতা সম্পন্ন গাড়ির চালকগন অগ্রাধিকার পাবেন।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
(ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, যশোর, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ)
>> যারা এতিম কোথায় উপযুক্ত তারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর শর্তাবলী
- বয়স এর সময়সীমা (৩১-০৮-২০২২) হতে
- সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ- গুষ্টি এবং অনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ বছর ( জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০৯/১৯৯২ পর্যন্ত)।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার জন্য সর্বোচ্চ ৩২ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০৯/১৯৯০ পর্যন্ত)।
অনলাইনে আবেদন ফরম পূরণ (NSI Circular 2022)
- প্রার্থীকে টেলিটক এর (http://enp.teletalk.com.bd) এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
- অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশাবলী উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে।
- পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা।
পরীক্ষার ফি প্রদান পদ্ধতি (এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি)
- Online-এ আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ পূর্বক নির্দেশ মতে ছবি এবং Signature Upload করে প্রার্থী কর্তৃক অবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
- নির্ভুল ভাবে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী কে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে।
- Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে। এবং এই User ID নম্বর ব্যবহার করে। প্রার্থী নিম্নোক্ত পদ্ধতি তে যে কোন Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন।
এসএমএস পাঠানোর পদ্ধতি (এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি)
- প্রথম মেসেজ: CNP <space>User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: CNP NCRPQBCR send to 16222.
- রিপ্লে: Applicant’s Name, Tk-000 will be charged as application fee. Your PIN is ( 8 digit number). To pay fee type CNP<space>YES<space> PIN and send to 16222.
- দ্বিতীয় মেসেজ: CNP <space>YES<space>pin লিখে send করুন 6222 নম্বরে। Example: CNP YES ( 8 digit number) send to 16222.
- রিপ্লে : Congratulations Applicant’s Name, payment completed successfully for examination fee. User ID is (xxxxxxxx) and Password (xxXXXXXX).
অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান এর সময়সীমা (তারিখ ও সময়)
অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়:
- উল্লেখ্য যে, প্রার্থীদের কে আবেদন পত্র দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ফি জমাদান সম্পন্ন করতে হবে।
- ফি জমা দেয়ার তারিখ: ২৭/০৯/২০২২ খ্রিষ্টাব্দ, দুপুর ১২:০০ ঘটিকা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়:
- উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ১৩/১০/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬:০০ টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- ফি জমা দেয়ার শেষ তারিখ: ১০/১০/২০২২ খ্রিঃ, সন্ধ্যা ০৬:০০ ঘটিকা।
বিশেষ দ্রষ্টব্য: NSI Job Circular 2022
- কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।
- শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্ত ভাবে আবেদন পত্র জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
NSI Job Circular 2022 Pdf Download
এনএসআই (NSI) কি?
আমাদের বাংলাদেশ এর মধ্যে স্বাধীন গোয়েন্দা সংস্থার নাম হল, এনএসআই। আর এই বাংলাদেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মধ্যে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে। যেমন, প্রতিরক্ষা গোয়েন্দা, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা, সেনা গোয়েন্দা, নৌ গোয়েন্দা এবং মহাপরিদপ্তর গোয়েন্দা। তবে এই এনএসআই হলো অন্যান্য সব গোয়েন্দার থেকে অন্যতম। এবং এই এনএসআই নামক গোয়েন্দা সংস্থা কে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত করা হয়ে থাকে। আর শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয়। বরং আমাদের দেশ বাদেও বিশ্বের অন্যান্য দেশে এই এনএসআই নামক গোয়েন্দা সংস্থার দপ্তর রয়েছে।
NSI এর পূর্নরুপ কি?
NSI এর পূর্নরুপ হলো, Directorate General Of National Security Intelligence.
এনএসআই চাকরির সুযোগ সুবিধা কেমন?
অন্যান্য সব ডিফেন্স এর চাকরির মত আপনি এনএসআই চাকরি তে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখতে পারবেন। কেননা যখন আপনি এই চাকরি তে নিজেকে যুক্ত করবেন। তখন আপনার ট্রেনিং এর সময় থেকে আপনি আপনার প্রাপ্য বেতন পাবেন। আর এই চাকরি তে একজন ব্যক্তি ট্রেনিং এর শুরু থেকে ২৩,১০০ টাকা অনুযায়ী বেতন স্কেলে। চাকরির শুরু থেকেই মোট 40 হাজার টাকার অধিক বেতন পাওয়া যায়। আর এই মূল বেতনের পাশাপাশি আপনি একজন এনএসআই কর্মী হিসেবে রেশন পাবেন। এর পাশাপাশি আপনার চাকরি সংক্রান্ত যে টিএ এবং ডিএ রয়েছে। তা আপনার চাকরির পোস্টিং অনুযায়ী পাবেন। এছাড়াও একজন এনএসআই কর্মচারী আবাসন সুবিধা পেয়ে থাকে। সেই সাথে আপনি যদি ভাল পারফর্ম করতে পারেন। তাহলে আপনি বিদেশে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন।
এনএসআই গোয়েন্দাদের হাতে অস্ত্র থাকে?
না! যখন আপনি এনএসআই এর মধ্যে চাকরি পাবেন। তখন আপনার নিকট কোন ধরনের অস্ত্র থাকবে না। তবে যখন প্রয়োজন পড়বে তখন আপনাকে অস্ত্র প্রদান করা হবে। অন্যথায় একজন এন এস আই গোয়েন্দা কর্মকর্তা অস্ত্র ব্যবহার করতে পারে না।
এনএসআই এর পোশাক কেমন হয়?
এনএসআই এ কর্মরত কর্মকর্তাদের কোন ধরনের ইউনিফর্ম হয় না। যখন আপনি এন এস আই এর মধ্যে চাকরি পাবেন। তখন আপনাকে ফরমাল ড্রেস এর মাধ্যমে অফিসে যেতে হবে। কারণ এনএসআই এর কোন প্রকার এর ইউনিফর্ম প্রদান করা হয়নি।
এনএসআই থেকে পদোন্নতি পাওয়ার উপায়
এনএসআই এর পদোন্নতি মূলত দুইটি নীতিমালা অনুযায়ী হয়ে থাকে। প্রথমটি হল ২০১৪ এবং এর পরবর্তীতে সংশোধিত নীতিমালা ২০২০ অনুযায়ী পদোন্নতি হয়। সেক্ষেত্রে একজন সহকারী পরিচালক থেকে যখন উপ-পরিচালক পদে উন্নীত হতে চাইবে। তখন তার ছয় বছর সময় লাগবে। এবং উপ পরিচালক থেকে যখন যুগ্ম পরিচালক হতে চাইবে। তখন পাঁচ বছর সময় লাগবে। আর যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক হওয়ার জন্য তিন বছর পর্যন্ত সময় লাগে। সবশেষে অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক হতে তিন বছর পর্যন্ত সময় লাগে।