Basic English Grammar

Person কাকে বলে ও কত প্রকার?

Person কাকে বলে ও কত প্রকার?

Person শব্দটির অর্থ বাক্তি বা পুরুষ, অর্থাৎ যার দ্বারা ব্যক্তি বা পুরুষ বুঝায়, তাকে Person বলে ।

Person কত প্রকার?

Person তিন প্রকার।

যথাঃ

  • 1st Person
  • 2nd Person
  • 3rd Person

 

1st Person কাকে বলে?

বক্তা নিজেকে বুঝাতে যে Person ব্যবহার করে তাকে, 1st Person বলে।

যেমন:

  • I me, my, we, us, our.

 

2nd Person কাকে বলে?

বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে, তাকে বুঝাতে যে Person ব্যবহৃত হয় তাকে, 2nd Person বলে।

যেমন:

  • you, your, thou.

 

3rd Person কাকে বলে?

যার সম্বন্ধে কিছু বলা হয়, তাকে 3rd Person বলে ।

অথবা, 1st Person এবং 2nd Person বাদে সব nounpronoun– 3rd Person.

 

3rd Person দুই প্রকার।

যথা: 

  • 3rd person singular number 
  • 3rd person plural number.
See also  Antecedent কাকে বলে ও ব্যবহারের নিয়ম?

 

নিচে Person ছকের মাধ্যমে দেখানো হলঃ

Person Singular  Plural 
1st I, me, my, mine. We, us, our, ours.
2nd You, your, yours. You, your, yours.
3rd He. him, his, she, her, hers. it, this, that, each, etc. They, them, their, theirs, these, those, etc.

 

Note: I কে সব সময় Capital letter দিয়ে লিখতে হয়।

 

Use of ‘it’

✔️ বজ্র, গুন, ঘটনা, স্থান বুঝাতে it বসে

যেমন:

  • I like fishing.
  • It pleases me much.

 

✔️ইতর প্রানী বুঝাতে it বসে

যেমন:

  • Dogs are always faithful to its master.

 

✔️কোন ব্যক্তিকে identify বুঝাতে বসে

যেমন:

  • Who is that?
  • It’s our new friend.

 

✔️শিশুর লিঙ্গ জানা না থাকলে it বসে

যেমন:

  • It is a gentle baby.

 

✔️জোর দেওয়ার জন্য it বসে

যেমন:

  • It is you who are guilty.

 

✔️যখন বাক্যে কোন subject থাকে না তখন it বসে

যেমন:

  • It is raining.
  • It is hot today.
See also  Gerund কাকে বলে ও এর ব্যবহার?

 

✔️ছোট শিশুর পরিবর্তে বসে 08) সময় বুঝাতে it বসে

যেমন:

  • The baby is crying for its mother.
  • What time is it?

 

✔️দুরত্ব বুঝাতে it বসে

যেমন:

  • Dhaka is 50 kilometers from here.

 

✔️আবহাওয়া বুঝাতে it বসে

যেমন:

  • It is raining.

 

✔️তাপমাত্রা বুঝাতে it বসে

যেমন:

  • It is hot today.

 

✔️স্রোত বুঝাতে it বসে

যেমন:

  • It is high tide.

 

✔️জড় পদার্থ বুঝাতে it বসে

যেমন:

  • It is a pen.

 

✔️অপ্রকাশিত কোন কিছু বুঝাতে object এর পরিবর্তে

যেমন:

  • We can not support it.

 

✔️পূর্ববর্তী কোন clause. phrase বা Idea কে বুঝাতে কখনো কখনো it ব্যবহৃত হয়

যেমন:

  • Honesty is the best policy and every body knows it.

Use of ‘we’

✔️মানব জাতি বুঝাতে we বসে

যেমন:

  • We all will leave this earth one day.

 

✔️প্রতিনিধি রূপে কথা বলতে we বসে

যেমন:

  • We will greet our great leader.
See also  Participle ও Gerund এর পার্থক্য

 

✔️রাজনৈতিক ব্যাক্তিত্ব বা রাজ কর্মচারীর বিবৃতি প্রদান করতে we বসে

যেমন:

  • We work for the betterment of common people.

 

 

Related Articles

Back to top button