Basic English Grammar

Gerund কাকে বলে ও এর ব্যবহার?

Gerund কাকে বলে?

Verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে যদি তা একই সাথে Noun ও Verb এর কাজ করে তাকে gerund বলে

-Ashik Khan Notun

 

A Gerund is a double part of speech-a noun and verb combined.

-J.C. Nesfield

 

A Gerund is that form of the verb which ends in-ing and has the force.

– Wren & Martin

 

A Gerund is a verbal word added with ing indicating noun and verb at the same time.

-Dr. Sazzad Hossain

 

 

যেমনঃ

    • Walking is a good exercise.

 

এ বাক্যে walking হল একটি verb কারণ এর সাথে ing যুক্ত হয়েছে আবার এটি একটি noun কারণ এটি noun এর ম subject হিসেবে বসেছে।

এখন যেহেতু walking শব্দটি verb ও noun উভয় কে নির্দেশ করছে সেহেতু এটি একটি gerund এর কাজ করছে।

 

[su_box title=”নিচের Verb গুলোর পরে যে verb বসে সেই verb এর সাথে ing যোগ করতে হয়।” style=”glass” title_color=”#cca4a4″]Admit, appreciate, avoid, burst out, contemplate, complete, consider, delay, deny, detest, dislike discuss, endure, escape, excuse, enjoy, face, fancy, feel, like, finish, forgive, give up. (can’t) he imagine, involve, keep (on), leave off, mention, mind, miss, postpone, practice, put off,  recall, resent, resist, recommend, regret, risk, stop, suggest, (can’t) stand, tolerate, understand.[/su_box]
See also  Person কাকে বলে ও কত প্রকার?

Reference: Michael 

Some examples in sentences:

  • He enjoys watching television.

সে টিভি দেখা উপভোগ করে

 

  • It started raining.

বৃষ্টি পড়তে শুরু করল

 

  • I like fishing.

আমি মাছ ধরা পছন্দ করি

 

  • I enjoy boating.

আমি নৌকা বেয়ে আনন্দ পাই

 

  • I finished writing.

আমি লেখা শেষ করলাম

 

  • They have given ap smoking.

তারা ধূমপান ত্যাগ করেছে

 

  •  He suggested to make a plan.

সে একটি পরিকল্পনা তৈরি করতে পরামর্শ দিয়েছিল

 

  • The man recommends to complete the work.

লোকটি কাজটি শেষ করতে সুপারিশ করে

 

  • The teacher stopped to teach the subject.

শিক্ষক বিষয়টি পড়ানো বন্ধ করলেন

 

  • The boy practices English to learn.

ছেলেটি ইংরেজি শিখতে চর্চা করে

 

 

➡️Gerund এর ব্যবহার

✔️Verb এর subject হিসাবে gerund বসে।

যেমন:

    • Fishing is my favorite hobby.
    • Swimming is good for health.

 

✔️Transitive verb এর object হিসাবে gerund বসে।

যেমন:

    • I enjoyed boating.
    • I enjoyed walking.
See also  Pronoun কাকে বলে ও কত প্রকার এবং Pronoun এর ব্যবহার?

 

✔️Preposition এর object হিসাবে gerund বসে।

যেমন:

    • I am fond of fishing.
    • He is fond of sleeping.

 

✔️Intransitive verb-এর complement হিসাবে gerund বসে।

যেমন:

    • My favorite hobby is fishing.
    • Seeing is believing.

 

✔️Possessive case (my, our, your, her, his, their) -এর পর gerund বসে।

যেমন:

    • I disagreed to his coming here.
    • We don’t support her working here.

 

✔️Gerund দ্বারা কোন কোন সময় compound noun গঠন করা হয়।

যেমনঃ

    • It is my reading room.

 

✔️Negative ও Interrogative বাক্যে mind-এর পর verbing বসে। 

যেমন:

    • Would you mind opening the door.

 

✔️Apposition হিসেবে gerund বসে।

যেমন:

    • The boy, being tall, got the job.

 

 

ব্যাখা: কোন noun এর অতিরিক্ত পরিচয় দেওয়ার জন্য যখন কোন শব্দ ব্যবহৃত হয় তখন উক্ত শব্দ সমূহকে apposition বলা হয় ।

যথা উপরের বাক্যে the boy হল subject. এর পর being tall শব্দগুলো boy-এর অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই being ball হলো Apposition.

See also  Future Continuous Tense কাকে বলে ও এর গঠন?

 

✍️Note : যদি Gerund এর পূর্বে The এবং পরে of বসে, তাকে Verbal Noun বলে।

যেমন:

    • The eating of a balanced diet is good for health.

 

✍️Note: মনে রাখতে হবে Verbal Noun শুধু Noun-এর কাজ করে।

 

 

“A verbal noun is noun and nothing more.”

-J.C. Nesfield

✍️Note: নিচের verb গুলোর পরে ing form অথবা infinitive হতে পারে।

 

advise, forbid, hear, prefer, allow, forget, intend, propose, can’t bear, go, like, regret begin, go on, love, remember, continue, hate, permit, start, stop, try, watch.

 

Related Articles

Back to top button