Exam Based Grammar

Phrases কাকে বলে কত প্রকার ও কি কি? Phrase এর গঠন

Phrase কি বা কাকে বলে, কত প্রকার ও Phrase এর গঠন

যে শব্দগুচ্ছের মধ্যে কোন Subject বা Finite verb থাকে না এবং এই শব্দগুচ্ছটি Sentence এর মধ্যে একটি Parts of speech এর ন্যায় কাজ করে তাকে Phrase বলে। 

Phrase হচ্ছে একাধিক শব্দের সমষ্টি যাতে কখনো কোন finite verb থাকেনা। এরা আলাদাভাবে কোন পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে সাহায্য করে।

 

 

More definition of Phrase

Phrase reflects some meaningful words with the top help of Parts of speech.

Or, Phrase indicates some words reflecting Parts of speech.

 

Example: 

  • My brother earn a lot of money.

উপরের Sentence টিতে a lot of একটি Noun Phrase । Phrase টিতে কোন Subject ও finite verb নেই । এটি earns  verb এর Object হিসাবে বসেছে।

Phrase কত প্রকার?

Phrase প্রধানত ৯ প্রকার।

যথা:

  • Noun Phrases
  • Adjective Phrase
  • Verbal Phrase
  • Adverbial Phrase
  • Prepositional Phrase
  • Conjunctional Phrase 
  • Interjectional Phrase
  • Infinite Phrase
  • Participle Phrase

 

Noun Phrases কাকে বলে?

যে Phrase  Noun এর হয়ে কাজ করে, তাকে Noun Phrase বলে। 

যেমন:

  • To tell a lie is a great sin.

 

Noun Phrase এর ব্যবহার

✔️Noun Phrase, verb এর Subject হিসাবে কাজ করে।

যেমন:

  • Playing football is a good for health.
  • To learn English is the demand of the present age.
See also  Modifier কাকে বলে, কত প্রকার ও এর ব্যবহার?

 

✔️Noun Phrase, Transitive verb এর Object হিসাবে ব্যবহৃত হয়।

যেমন:

  • I like to be entertained.
  • The boy came to learn a new rule of grammar.

 

✔️Noun Phrase, subject এর Complement হিসাবে কাজ করে।

যেমন:

  • Life is one kind of struggle.
  • Dr. M. Maniruzzaman is a man of letters.

 

✔️Noun Phrases, Preposition এর Object হিসাবে ব্যবহৃত হয়।

যেমন:

  • He is a good at reading newspaper.
  • I am proud of writing this book.

 

✔️Noun Phrases, Noun Apposition হিসাবে কাজ করে।

যেমন:

  • Rahim, the teacher of this school, is an expert in English.

 

 

Noun Phrase এর গঠন

✔️Adjective + Noun দ্বারা Noun Phrase গঠিত হয়।

যেমন: 

  • It burning question of the day.

 

✔️Noun + Preposition + Object দ্বারা Noun Phrase গঠিত হয়।

যেমন:

  • Life is not bed of roses.

 

✔️Preposition + Noun দ্বারা Noun Phrase গঠিত হয়।

যেমন:

  • I am surprised at his king’s speech.

 

✔️দুটি Noun, and বা or দ্বারা যুক্ত হয়ে Noun Phrase গঠিত হয়।

যেমন:

  • There is a loss or gain in life.

 

✔️Noun + Noun দু’টি Noun পাশাপাশি বসে Noun Phrase গঠন করে।  এক্ষেত্রে পূর্বের Noun টি Adjective এর ন্যয় পরের Noun টিকে বিশেসিত করে। 

যেমন:

  • She does not like to be a jail bird.

 

✔️Noun infinitive + adverbial/ object দ্বারা Noun Phrase গঠিত হয়।

যেমন:

  • To err is human.

Adjective Phrases কাকে বলে?

যে Phrase  Adjective এর হয়ে কাজ করে, তাকে Adjective Phrase বলে। 

যেমন:

  • It is difficult to do.
See also  Clause কাকে বলে,কত প্রকার ও এর ব্যবহার

 

 

Adjective Phrase এর গঠন

✔️Adjective Phrase গঠিত হয় Preposition + adjective যোগে।

যেমন:

  • He saw a lady with red lips.

 

✔️Adjective Phrase গঠিত হয় Noun+ Present participle + preposition + object যোগে। 

যেমন:

  • Farmar working in the field are hopeful.

 

✔️Adjective Phrase গঠিত হয় Noun + past participle + preposition + object যোগে।

যেমন:

  • I saw the sky covered with clouds.

 

✔️Adjective Phrase গঠিত হয় As + adjective + as + Noun যোগে।

যেমন:

  • He is as cleaver as jackal.

 

✔️Adjective Phrase গঠিত হয় adjective + Infinitive যোগে।

যেমন:

  • I eager to learn English.

 

✔️Adjective Phrase গঠিত হয় Infinitive + object/adverb যোগে।

যেমন:

  • The boy desire to succussed in life. 

 

✔️Adjective Phrase গঠিত হয় Adjective + Preposition + Object যোগে। 

যেমন:

  • The boy is dull of hearing.

 

✔️Adjective Phrase গঠিত হয় Adjective + and + or/ but+ adjective যোগে।

যেমন:

  • I don’t like a lame or lazy man.

 

✔️Adjective Phrase গঠিত হয় Adjective + present participle/ Past participle যোগে। 

যেমন:

  • He is close fisted man.

 

Verbal Phrases কাকে বলে?

যে Phrase  verb এর হয়ে কাজ করে, তাকে Verbal Phrase বলে। 

যেমন:

  • They are going to die.

 

Adverbial Phrase কাকে বলে?

যে Phrase  adverb এর হয়ে কাজ করে, তাকে Adverbial Phrase বলে। 

যেমন:

  • He works with care.

 

Adverbial Phrase এর গঠন

✔️Adverb Phrase গঠিত হয় দুই বা ততোধিক adverb, and দ্বারা যুক্ত হয়ে।

যেমন:

  • He helps me few and far between.

 

✔️Adverb Phrase গঠিত হয়  every এর সাথে সময় জ্ঞাপক Noun যোগ হয়ে।

See also  Adjective Clause কাকে বলে ও কত প্রকার?

যেমন:

  • He comes to visit us every month.

 

✔️Adverb Phrase গঠিত হয় স্থান বাচক Phrase দ্বারা 

যেমন:

  • He came here all on sudden.

 

✔️Adverbial Phrases, manner দ্বারা গঠিত হয়।

যেমন:

  • Rahim ran a great speed.

 

✔️Adverbial Phrase দ্বারা উদ্দেশ্য/ কারন/ ফলাফল/ পরিণতি বুঝায়।

যেমন:

  • He reads more and more to make a good result.

 

✔️Nominative Absolute সহ বাক্যের অসম্পুর্ন  অংশ Adverbial Phrase.

যেমন:

  • The work having done, they went away.

Prepositional Phrases কাকে বলে?

যে Phrase  Preposition  এর হয়ে কাজ করে, তাকে Prepositional Phrase বলে। 

যেমন:

  • Go away from here.

 

Prepositional Phrase এর গঠন

✔️কোন শব্দের পূর্বে ও পরে Preposition যুক্ত হয়ে Prepositional Phrase গঠিত হয়। 

যেমন:

  • I helped him in honor of his work.

 

✔️Preposition Phrase পঠিত হয় Preposition + Noun যুক্ত হয়ে।

যেমন:

  • He is at liberty to go any where.

 

 

Conjunctional Phrase কাকে বলে?

যে Phrase  Conjunction এর হয়ে কাজ করে, তাকে Conjunctional Phrase বলে। 

যেমন:

  • He earns as much as possible.

 

 

Interjectional Phrases কাকে বলে?

যে Phrase  Interjection এর হয়ে কাজ করে, তাকে Interjectional Phrase বলে। 

যেমন:

  • What  a pity! He is undone!

 

Infinite Phrase কাকে বলে?

যে Phrase  Infinitive এর হয়ে কাজ করে, তাকে Infinitive Phrase বলে। 

যেমন:

  • I want to write a book.

 

Participle Phrases কাকে বলে?

যে Phrase  Participle এর হয়ে কাজ করে, তাকে Participle Phrase বলে। 

যেমন:

  • Being a doctor he works in London.

 

 

Related Articles

Back to top button