Basic English Grammar

Past Indefinite Tense কাকে বলে ও এর গঠন?

Past Indefinite Tense কি?

অতীত কালে কোন কাজ নিষ্পন্ন বা সম্পন্ন হয়েছিল এরূপ বুঝালে তাকে Past Indefinite Tense বলে।

 

চেনার উপায় : ক্রিয়ার শেষে ল. লে. লাম. ত. তে, তাম ইত্যাদি থাকে।

গঠন : Subject+ verb এর past form + Extension.

 

➡️Past Indefinite Tense এর Structure-গঠন:

  • Affirmative: Subject + Verb এর Past form Extension.

 

  • Negative: Subject + did not + Verb এর Present form + Extension.

 

  • Interrogative: Did + subject + Verb এর Present form+ Extension?

 

  • Neg- Int: Didn’t + subject + Verb এর Present form + Extension ?

 

Examples:

  • Rahim went to school.

রহিম স্কুলে গিয়েছিল ।

 

  • Rahim did not go to school.

রহিম স্কুলে যায়নি।

 

  • Did Rahim go to school?

রহিম কি স্কুলে গিয়েছিল?

 

  • Didn’t Rahim go to school?

রহিম কি স্কুলে যায়নি?

 

👉Note : যে সকল বাংলা বাকে অতীত সময়ের উল্লেখ থাকে উহাদের বাংলা ক্রিয়ার শেষে যে কোন বিভক্তিই থাকুক না কেন ইহা Past Indefinite Tens হয়।

See also  Future Perfect Continuous Tense কাকে বলে ও এর গঠন?

যেমন:

  • He went to market

সে বাজারে গিয়েছিল।

 

  • He called me

সে আমাকে ডেকেছিল।

 

👉Note : প্রবল আকাঙ্ক্ষা বুঝালে সর্বদা Past Indefinite Tense হয়। তখন সকল Person এর সাথে were / had বসিয়ে ইংরেজি করতে হয়।

Examples :

  • If I were a king.

আমি যদি রাজা হতাম ।

 

  • If I were you. I would not do this work.

আমি যদি তুমি হতাম তাহলে এ কাজ করতাম না।

 

👉Note : প্রবল আক্ষেপ বাচক Sentence এর পরের clause সর্বদা Past Indefinite Tense হয়। তখন মূল verb এর Present form / base form এর পূর্বে would বসে।

 

Example:

  • If I were a bird, I would fly in the sky.

আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তে পারতাম।

 

👉Note: As if এবং as though এর পরে সকল Person এর সঙ্গে were বসে।

 

Example:

  • He talks as if he were a mad

সে পাগলের মত কথা বলে ।

 

👉Note: Since conjunction এর পরে সর্বদা Past Indefinite tense হয়।

See also  Future Perfect Tense কাকে বলে ও এর গঠন?

Example:

  • Ten years have passed since I did not see him 

দশ বছর গত হয়েছে আমি তাকে দেখিনি।

 

Related Articles

Back to top button