Basic English Grammar

Future Indefinite Tense কাকে বলে ও এর গঠন?

Future Indefinite Tense কি?

কোন কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে এরূপ বুঝালে, তাকে Future Indefinite Tense বলে।

 

  • গঠন : Subject+shall/ will+verb এর Present form+ Extension.

চেনার উপায় : বাংলা বাক্যের ক্রিয়া যদি পড়বে, খেলবে ঘুমাবে ইত্যাদি বুঝায় তাহলে সেটা Future Indefinit Tense হয়।

 

➡️Future Indefinite Tense এর গঠন Structure:

  • Affirmative: Subject + shall/will + Verb এর Present form Extension.

 

  • Negative: Subject + shall will not + Verb এর Present form+Extension.

 

  • Interrogative:  Shall/ will + subject + Verb এর Present form Extension?

 

  • Neg- Int:  Shan’t/won’t + subject + Verb এর Present form Extension?

 

Examples:

  • I will go to London.

আমি লন্ডন যাব।

 

  • I will not go to London.

আমি লন্ডন যাব না।

 

  • Will I go to London?

আমি কি লন্ডন যাব?

 

আমি কি লন্ডন যাব না?

 

👉Note: যেখানে shall/ will বসবে। 1st person অর্থাৎ I এবং we এর পরে shall বসে এবং বাকি সব person এর পরে will বসে।

See also  Present Perfect Tense কাকে বলে ও কত প্রকার?

কিন্তু Modern English এ সব person এর পরে will বসানো যায়।

 

Related Articles

Back to top button