Basic English Grammar

Adverb কাকে বলে কত প্রকার ও Adverb এর ব্যবহার

Adverb কাকে বলে কত প্রকার ও কি কি এবং Adverb এর ব্যবহার

যে Word. Verb, Adjective বা অন্য কোন Adverb সম্বন্ধে আরও কিছু বলার জন্য ব্যবহৃত হয়, তাকে Adverb বলে।

 

 

More Definition of Adverb

An adverb is a word used to qualify any Parts of Speech except noun or pronoun.

-J.C. Nesfield

 

An adverb is a word which modifies the meaning of a verb, an adjective or another adverb.

– Wren & Martin

 

An adverb is a qualifying word of any parts of speech, especially adjective.

– Dr. Sazzad Hossain

 

 

 

কিন্তু আধুনিক পণ্ডিতগণের মতে Adverb সকল Parts of Speech কেই modify করতে পারে।

 

প্রিয় পাঠক, আপনারা এ বিষয়ে Oxford Guide to English Grammar by John Eastwood / Longman English Grammar by LG Alexander অথবা এ লেখকের A Short Approach to English বইটি দেখতে পারেন।

 

  • Even Hasan is absent.

(Adverb, Noun কে modify করেছে)

 

  • Only he is present.

(Adverb. Pronoun কে modify করেছে)

 

  • He walks slowly.

(Adverb, Verb কে modify করেছে )

 

  • He is very smart.

(Adverb. Adjective কে modify করেছে)

 

  • He walks very quickly.

(Adverb. Adverb কে modify করেছে)

 

  •  He drove right through the forest.

(Adverb. Preposition কে modify করেছে)

 

  • I came simply because you called me.

(Adverb, Conjunction কে modify করেছে)

 

  • Thrice, Hurrah

(Adverb, Interjection কে modify করেছে)

 

  • Certainly you are right.

(Adverb. Sentence কে modify করেছে)

 

  • He has hardly any friends.

(Adverb. Determiner কে modify করেছে)

 

  • The mail arrived just after he had left.

(Adverb. Phrase কে modify করেছে)

 

  • It was really very exciting match between India and Pakistan.

(Adverb. Participle কে modify করেছে)

 

Note: YesNo এই adverb দুইটি sentence-এর পরিবর্তে বসে বলে ইহাদিগকে sentence adverb বলে।

  • Are you ready?

Yes= (I am ready).

 

  • Shall I wait?

No-(You need not wait).

 

Adverb কত প্রকার ও কি কি?

কার্য অনুসারে Adverb কে তিন ভাগে ভাগ করা যায়।

See also  Future Continuous Tense কাকে বলে ও এর গঠন?

যথা:

  1. Simple Adverb
  2. Interrogative Adverb
  3. Relative Adverb or Conjunctive Adverb

 

Simple Adverb কাকে বলে?

যে Adverb কোন Word/ Sentence কে Modify করে তাকে Simple Adverb বলে।

যেমন:

  • He runs quickly.

 

 

Interrogative Adverb কাকে বলে?

যে Adverb দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative Adverb বলে।

যেমন:

  • When will you come here?

 

 

Relative Adverb or Conjunctive Adverb কাকে বলে?

যে Adverb কোন দ্বারা কেবল মাত্র কোন শব্দকে modify করে না বরং দুটি clause যুক্ত করে তাকে Relative Adverb or Conjunctive Adverb বলে।

যেমন:

  • I know where he lives.

 

 

✍️‘কিভাবে’ অর্থে বাক্যের যেখানেই শব্দ ব্যবহৃত হোক সেখানেই Adverb বসাতে হবে ।

যেমন:

  • He has done the work (সে কিভাবে কাজটি করেছে?)

এই প্রশ্নের হিসেবেই কোন শব্দ আনতে হচ্ছে। উত্তর হিসেবে শব্দটি আসে সুন্দরভাবে (beautifully)

 

Adverb সম্পর্কে যা মনে রাখতে হবে।

Adverb (ক্রিয়া বিশেষণ) সাধারণত- বাক্যের শুরুতে বা শেষে verb-এর আগে বা পরে এবং Adjective-এর পূর্বে বসে।

তবে বেশির ভাগ ক্ষেত্রে বাক্যের শেষে Adverb বসে।

 

 

Adverb চেনার উপায়

verb এর কাছে কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে Adverb পাওয়া যায়।

যেমনঃ

  • কোথায়- here, there, etc.
  • খন- yesterday, seldom. etc.
  • কিভাবে slowly, bravely. etc.

 

 

যেখানে Adverb বসে

✔️Subject এর পূর্বে Adverb বসে।

যেমন

  • However, I shall go to London.

 

✔️Sentence-এর শেষে Adverb বসে।

যেমন:

  • He roasted the duck very deliciously.

 

✔️Verb এর পরে Adverb বসে।

যেমন:

  • He walks slowly.

 

✔️Verb এর আগে Adverb বসে।

যেমন:

  • He often comes here.

 

More examples:

  • He leads his life honestly.

প্রশ্ন- কিভাবে জীবন চালায়?  উত্তর- সৎভাবে (honestly)

 

  • People learn their mother tongue naturally.

প্রশ্ন- মাতৃভাষা কিভাবে শিখে? উত্তর- প্রাকৃতিক ভাবে (naturally)

 

  • He wrote the answer correctly.

প্রশ্ন- কিভাবে উত্তর লিখেছিল? উত্তর- সঠিকভাবে (correctly)

 

  • He is financially weak.

প্রশ্ন- সে কিভাবে দুর্বল? উত্তর- আর্থিকভাবে (financially)

 

  • They are psychologically weak.

প্রশ্ন- সে কিভাবে দুর্বল? উত্তর- মনস্তাত্ত্বিকভাবে (psychologically)

 

  • They did the work carefully.

প্রশ্ন- তারা কিভাবে কাজটি করেছিল? উত্তর- সতর্কভাবে (carefully)

 

  • Rahim did the work differently.

প্রশ্ন- রহিম কিভাবে কাজটি করেছিল? উত্তর- ভিন্নভাবে (differently)

 

  • You should speak politely.
See also  Infinitive কাকে বলে, কত প্রকার ও এর নিয়ম?

প্রশ্ন- কিভাবে কথা বলা উচিত? উত্তর- ভদ্রভাবে (politely)

 

  • He came home safely.

প্রশ্ন- সে কিভাবে বাড়িতে আসল? উত্তর- নিরাপদে (safely)

 

  • He knows me personally.

প্রশ্ন- কিভাবে চিনে। উত্তর- ব্যক্তিগতভাবে (personally)

 

  • The Children of a broken family suffer psychologically.

প্রশ্ন- কিভাবে ভুগে? উত্তর- মনস্তাত্ত্বিকভাবে (psychologically)

 

  • The cook answered stubbornly.

প্রশ্ন- কিভাবে উত্তর দিল? উত্তর- একরোখাভাবে (stubbornly)

 

Adverb এর ব্যবহার

 

Adverb of manner কাকে বলে?

Verb-এর কাছে “কিভাবে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে adverb of manner বলে।

যেমন:

  • Beautifully, quickly, surely, attentively, carefully, sadly, slowly, easily, greatly, loudly. correctly, bravely, politely, patiently, clearly, sweetly, gently etc.

 

✍️Note: “Adverb of Manner” verb -এর পরে বসে।

যেমন:

  • He speaks politely.
  • He runs quickly.

 

যদি বাক্যের গঠন Sub + verb + preposition + object হয়, সেক্ষেত্রে Adverb টি Preposition এর আগে বা object-এর পরে বসে।

যেমন:

  • He looked suspiciously at me. 
  • He looked at me suspiciously.

 

কিন্তু object -এর পরে একাধিক শব্দ থাকলে সেক্ষেত্রে Adverb টি Preposition -এর আগে বসে।

যেমন:

  • He looked suspiciously at everyone who got off the plane.

Intransitive Verb-এর ক্ষেত্রে Adverb সাধারণত Main Verb-এর পরে এবং Transitive Verb এর ক্ষেত্রে Transitive Verb এর object এর পরে বসে।

যেমন:

  • She speaks English well.

(adverb, after the object of transitive verb)

 

  • Hasan walks slowly.

(ad verb, after the intransitive verb)

 

 

Adverb of time কাকে বলে?

Verb-এর কাছে “কখন” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে adverb of time বলে।

যেমনঃ

  • Ago, again, once, twice, now, then, today, yesterday, tomorrow, already, daily, soon, early. never, recently, finally, frequently, presently, continuously etc.

 

Note: Adverb of time সাধারণত বাক্যের শেষে বসে।

যেমন:

  • My brother came home yesterday.
  • I will go there tomorrow.

 

 

Adverb of place কাকে বলে?

Verb-এর কাছে “কোথায়” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে adverb of place বলে।

যেমন:

  • Abroad, ahead, above, below, here, there, near, down, inside. Dhaka etc.

 

Note: যদি object না থাকে, তাহলে verb-এর পরেই adverb of place বসে।

যেমন:

  • My brother lives abroad.

 

 

Adverb of degree কাকে বলে?

যে adverb ক্রিয়া সম্পন্নের পরিমাণ বা মাত্রাকে নির্দেশ করে তাকে adverb of degree বলে ।

See also  Participle ও Gerund এর পার্থক্য

যেমন:

  • Almost, absolutely, hardly, enough, more, quite, little, less, partly, greatly, badly. wholly, fairly, pretty, completely, strongly, largely, fully, totally, rather etc.

 

Note: Adverb of degree সাধারণত adjective বা adverb কে modify বা বিশেষিত করে। এটি adjective এবং adverb-এর পূর্বে বসে।

যেমন:

  • They are very strong.
  • I am quite happy.

 

 

Adverb of frequency কাকে বলে?

ইহা Verb-এর কাজ কতবার বা কতক্ষণে সম্পন্ন বা নিষ্পন্ন হয় তা নির্দেশ করে ।

যেমন:

  • Always, usually, generally, normally, sometimes, occasionally, ever, never, seldom. hardly, often, a lot, frequently etc..

Note : Verb-এর কাছে how often বা how many times দ্বারা প্রশ্ন করলে adverb of frequency পাওয়া যায়। Adverb of frequency সাধারণত Main verb-এর আগে বসে । (Auxiliary এবং modal verb ব্যতিত)।

যেমন:

  • He always comes here.
  • He often goes to the sea-shore.

Note: Adverb of frequency সাধারণত auxiliary এবং modal verb-এর পরে বসে। 

 

 

Adverb of manner, place and time কাকে বলে?

একই Sentence-এ যদি একাধিক Adverb ব্যবহৃত হয়, সেক্ষেত্রে যথাক্রমে Adverb of manner, place and time বসে।

যেমন:

  • Hasan sang sweetly (manner) in the television (place) last night (time).
  • He delivered his lecture spontaneously (manner) in the class (place) yesterday (time).

 

Adverb of cause and effect কাকে বলে?

ইহা verb-এর কারণ ও ফলাফল নির্দেশ করে।

যেমন:

  • As. accordingly, consequently, hence, therefore, so, why, thus etc.

 

Note : কেন দিয়ে verb-এর কাছে প্রশ্ন করলে adverb of cause and effect পাওয়া যায়।

যেমন:

  • He works hard so that he may pass in the examination.
  • We do not know why he has gone away.

 

Adverb of assertion and negation কাকে বলে?

ইহা verb-এর কার্যের হ্যাঁ বা না বোধক নিশ্চয়তা বা অনিশ্চয়তা প্রকাশ করে।

যেমন:

  • Actually, absolutely, at all, no, not, never, surely, may be. obviously, probably, really. certainly, definitely, thoroughly, indeed, perhaps etc,

যেমন:

  • Really, he is an honest man.
  • He is indeed a sincere boy.

 

Note: সাধারনত adverb of assertion and negation মুল verb-এর আগে এবং auxiliary বা modal verb -এর পরে বসে।

যেমন:

  • You are definitely right.
  • He will certainly go there. 

 

Related Articles

Back to top button