Exam Based Grammar
Determiner কাকে বলে, কত প্রকার ও এর ব্যবহার?
Table of Contents
Determiner কাকে বলে?
যে-সকল শব্দ বা শব্দগুচ্ছ কোন noun বা noun phrase এর পূর্বে বসে উক্ত noun বা noun phrase দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে, সে-সকল শব্দ বা শব্দ সমষ্টিকে Determiner বলে ।
Determiners হচ্ছে এমন কতগুলো শব্দ যা noun বা noun phrase এর পূর্বে বসে, এবং সেটি specific নাকি generic সেটি নির্দেশ করে।
Determiner মূলতঃ Adjective.
যে সকল উপাদান Determiner হিসাবে বসে।
- Articles: A, An, The.
- Possessive Noun: Nahid’s, Hasan’s
- Possessive Adjective: My, our, your, her, his, their.
- Demonstrative Adjective: This, that, these, those
- Distribute Adjective: Either, neither, every, each.
- Cardinal Numeral Adjective: One, Two, Three, Four etc.
- Ordinal Numeral Adjective: First, second, third etc.
- Indefinite Number Adjective: All, many , Few etc.
- WH word: What, Which, Whose etc.
Note: মনে রাখবেন Proper Noun এর পূর্বে Determiner বসে না।
যেমন:
- I have a pen.
- He is an honest man.
- Dhaka is the capital of Bangladesh
- I have many books.
উপরের Sentence গুলোতে a, an, the , many, your, two শব্দ বা শব্দগুচ্ছগুলি Noun এর অবস্থা, পরিমান, গুণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করেছে।
উপরের বাক্যে Dhaka ও Bangladesh, Proper Noun তাই Determiner বসে নাই।
Determiner প্রধানত ০২ (দুই) প্রকার।
যথাঃ
- Specific Determiner
- General Determiner
Specific Determiner কাকে বলে?
কোন কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয়, সেগুলিকে Specific Determiner বলা হয়।
যেমনঃ
- The boys are playing in the field.
[এখানে The শব্দটি Specific Determiner]
General Determiner কাকে বলে?
কোন কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণভাবে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয় সেগুলিকে General Determiner বলা হয়।
যেমনঃ
- Some weak students were reading in the class.
[এখানে Some শব্দটি General Determiner]