Exam Based Grammar

in ও into এর মধ্যে পার্থক্য

in ও into এর মধ্যে তফাৎটা কী এবং এদের ব্যবহার 

in ও into: মনে করুন, আপনি N কে জিজ্ঞেস করলেন, “মিনা ক‌ই?” অর্থাৎ “Where is Mina?”

তখন N আপনার উত্তরে বলল, “সে ঘরে আছে।” অর্থাৎ, “Mina is in the room.”

 

কিন্তু যদি N বলতো, “মিনা ঘরের ভেতর গেল।

তখন এর ইংরেজি অনুবাদ কী লিখতাম?

তখন লিখতাম, “Mina went/walked into the room.”

in ও into এর ব্যবহার

এখন এই দুটি বাক্য আবার খেয়াল করুন। একটাতে “in” কিন্তু আরেকটাতে “into” লিখলাম। এর কারণ হলো, মিনা আগে থেকেই ঘরে অবস্থান করছিল, তাই in হয়েছে। আবার যখন বাহির থেকে কোন কাজ ঘটতে ঘটতে কোন স্থানের মধ্যে অবস্থান বা অগ্রসর হয় বোঝায় সেই ক্ষেত্রে into হয়, যেমনটি N বলল, “মিনা ঘরের ভেতর গেল।”

এর মানে বোঝা গেল, “in” গতিহীনতা বোঝায় এবং “into” গতিশীলতা বোঝায়। এই দুটি Preposition এর বাংলা অর্থ কিন্তু এক‌ই, অর্থাৎ মধ্যে বা ভেতর ইত্যাদি বোঝায়।

See also  Right form of verb এর টেকনিক

কোন বাক্যে “into” সাধারণত এমন কিছু ক্রিয়া বা verb এর পরে বসে যা গতিশীল বা অবস্থার পরিবর্তন করে।

যেমন: come, go, put, get, walk ইত্যাদি এবং এরকম আরো অনেক।

যেমন:

  • Mina went into the classroom.
  • She put the milk into the jar.
  • He got into the car.

 

তবে আমেরিকানরা যে জায়গায় into ব্যবহৃত হয় প্রায়শই সেখানে in ব্যবহার করে থাকেন, খুব একটা পার্থক্য করেন না।

তবে কিছু verb আছে যেমন, fall, dive, put, jump ইত্যাদি। এগুলোর পর in বা into যেকোন একটি ব্যবহার করা যায়, বাক্যের অর্থগত পার্থক্য হয় না।

আবার কোন কিছুতে অতি আগ্রহ বোঝাতেও into ব্যবহৃত হয়।

যেমন:

  • Mina is really into her job.

 

Into এর ব্যবহার 

✔️এক অবস্থা হতে আরেক অবস্থায় রূপান্তর বুঝাতে into বসে ।

✔️বাহির হতে ভেতরের দিকে বুঝাতে into বসে।

✔️সংখ্যা দ্বারা ভাগ বুঝাতে into বসে। ,

 

যেমন:

  • hydrogen and oxygen are converted into water ।
  • he went into the room ।
  • 3 into 24 is 8 
See also  Tag Question কাকে বলে ও Tag Question গঠনের নিয়ম?

in এর ব্যবহার

 

“in” ব্যবহৃত হয় অপেক্ষাকৃত বড় স্থানের ক্ষেত্রে।

যেমন:

Mina lives at Uttara in Dhaka.

 

কোন সময়কালে কোন কাজ সংগঠিত হলে

যেমন:

  • He will come in the morning.

 

কোন কিছুর অবস্থা বোঝালে

যেমন:

  • She is in good health.

 

কোন কিছুর ক্ষেত্রে কোন কাজ বোঝালে

যেমন:

  • In this case, I am helpless.

 

মোট কথা, into হয় তখন যখন বাহির থেকে কোন কাজ ঘটতে ঘটতে কোন স্থানে অগ্রসর হয়। এবং in হয় সেখানে যেখানে কোন কিছু আগে থেকেই ছিল।

অর্থাৎ in হচ্ছে গতিহীন এবং into হচ্ছে গতিশীল।

Related Articles

Back to top button