ব্যাংকার হওয়ার সুবিধা ও অসুবিধা
কেন ব্যাংকার হবেন, কেন নয়?
দেশের চাকরির বাজার খুব সীমিত। এই সময়ের অন্যতম চাহিদাপূর্ণ একটি পেশার নাম ব্যাংকার। সরকারি ও বেসরকারি মিলিয়ে এখন দেশে অর্ধশতাধিক ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে নতুন নতুন জনবল। ব্যাংকগুলো তাদের কার্যক্রমকে প্রসারিত করে যাচ্ছে বিভাগীয় শহরগুলোর গন্ডি পেরিয়ে জেলা, থানা এবং এমনকি ইউনিয়ন পর্যায়েও।
তাই বাড়তি জনবলের প্রয়োজনও বেড়েই চলেছে দিনের পর দিন। ভালো পরিমাণে বেতন আর বাড়তি সুযোগ সুবিধা নিয়ে এখন ব্যাংকিং হয়ে উঠেছে সময়ের সাথে তালমিলিয়ে চলার পেশা। আকর্ষণীয় বেতন, সামাজিক সম্মান, ক্যারিয়ারে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ এই সবকিছু যে গুটিকতক পেশায় মেলে; ব্যাংকিং তার মধ্যে একটি। আজকের দিনের তরুণ পেশাজীবীদের কাছে ব্যাংকিং পেশাটি ক্রমেই পরিণত হয়েছে আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং একটি পেশায়।
চলুন, প্রথমেই ব্যাংকের চাকরির খারাপ দিকগুলো জেনে নেই।
ব্যাংকার হওয়ার অসুবিধাসমূহ
কর্মব্যস্ততা
যদিও ব্যাংকিং শুরু হয় সকাল দশটা থেকে কিন্তু একজন ব্যাংকারকে ব্যাংকে উপস্থিত হতে হয় দশটা বাজার কিছু আগেই। তারপর ব্যাপক ব্যস্ততার মাঝে কাটে সারাদিন। অনেক সময় ব্যক্তিগত জরুরী ফোন রিসিভ করে কয়েক মিনিট কথা বলার সময় হয়না, দিনের আলো দেখা তো পরের কথা। সন্ধ্যা ছয়টায় অফিস ছুটি হলেও সেটা কাগজ-কলমের মধ্যেই সীমাবদ্ধ।
অর্থাৎ ছুটির সময় অনির্দিষ্ট। দৈনন্দিন কাজ শেষে হিসাব মেলানোর পর মেলে ছুটি। তাতে সাতটা বাজুক আর দশটা বাজুক। এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা ব্যাংকার হতে চাওয়ার আগে সেটা ভেবে দেখুন।
ঝুকি
ব্যাংকের মূল কাজ হচ্ছে অর্থ সংগ্রহ ও ঋণ বিতরণ করা। তাই সারাদিন আপনি যা করবেন মোটামুটি সবকিছুর সাথেই টাকা-পয়সা জড়িত। সেজন্য ব্যাংকের প্রতিটি কাজই পূর্ণ মনোযোগ দিয়ে করতে হয়। একটু ভুল হলেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর টাকা একবার কারো কাছে চলে গেলে তা ফেরত পাওয়ার আশা না করাই ভালো।
একঘেয়েমি কাজ
ব্যাংকে নিত্যনতুন কাজ খুব কম। প্রতিদিন অফিস শুরু হয় একই রকম কাজ দিয়ে। এভাবে চলতে থাকে দিনব্যাপী। এতে মাঝে মাঝেই আপনার একঘেয়েমি চলে আসতে পারে। তবে শাখা অফিস ব্যতিরেকে বিভিন্ন কন্ট্রোলিং অফিসে পদায়ন হলে কিছুটা স্বস্তি পাবেন।
মানসিক টেনশন
ব্যাংকের কাজ শুধু ঋণ দেওয়া না, ঋণ আদায় করাও। আর ঋণ আদায় করা সহজ কোন কাজ নয়। এজন্য ঋণগ্রহীতার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে হয়। তাছাড়া ঋণ আদায়, বিতরণ, আমানত সংগ্রহ করার জন্য প্রতিটি শাখায় লক্ষ্যমাত্রা দেওয়া থাকে। এই লক্ষ্যমাত্রা অর্জন একটা বড় চ্যালেঞ্জ।
ছুটির অভাব
সপ্তাহের পাঁচটা দিন চরম পরিশ্রমের পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার নিজের মত করে কাটানোর ইচ্ছা আপনি করতেই পারেন। কিন্তু না, মাঝে মাঝে আপনাকে সাপ্তাহিক ছুটির দিনে ট্রেনিং করতে বা ঋণ আদায়ের জন্য অফিস করতে হতে পারে। অন্যান্য চাকরির মত ব্যাংকারদেরও সব ছুটির বিধান থাকলেও তাঁরা সহজে ছুটি পান না। জুন ও ডিসেম্বর মাসে ব্যাংকের অর্ধ-বার্ষিক ও বার্ষিক হিসাব সমাপনী সম্পন্ন হয়। সেসময় ছুটি চাওয়া তো মহাঅপরাধ।
তাছাড়া ঈদ, পুজা, বিভিন্ন উৎসব ও বিশেষ বিশেষ সময়ে যখন সবার অফিস বন্ধ, তখন আপনাকে অফিস করতে হতে পারে। যেমনঃ দেশের কোথাও নির্বাচন, করদাতারা কর দেবেন, গার্মেন্টস শ্রমিকরা বেতন নেবেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠাবেন, সেজন্য ব্যাংক খোলা রাখতে হয়।
এতক্ষণে নিশ্চয়ই আপনার ব্যাংকার হওয়ার সাধ মিটে গেছে! এত তাড়াতাড়ি মিটলে হবে?
চলুন, এবার ভালো দিকগুলো সম্পর্কে একটু জানি।
ব্যাংকার হওয়ার সুবিধাসমূহ
সামাজিক মর্যাদা
সমাজে ব্যাংকারদের একটু আলাদা নজরেই দেখা হয়। কাঁচাবাজার থেকে শুরু করে বিয়ের বাজার সবখানেই আপনাকে গুরুত্বের সাথে দেখা হবে। বাড়ী ভাড়া নিতে যাবেন, ব্যাংকার শুনলে ব্যাচেলর হলেও বাড়ী ভাড়া দেবে ইনশাআল্লাহ!
পদোন্নতি
চাকরিতে যোগদানের পর যে কয়েকটি বিষয় নিয়ে চিন্তা আসে তার একটি হলো পদোন্নতি। পদোন্নতি না থাকলে বা সুযোগ কম হলে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ব্যাংকের চাকরিতে অন্যান্য চাকরির চেয়ে পদোন্নতি অনেক দ্রুত একথা সকলেই এক বাক্যে মেনে নেবেন। চাকরির তিন বছর পূর্ণ হলেই আপনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অন্য কোন চাকরিতে এটা কল্পনাই করতে পারবেন না।
গৃহ নির্মাণ ঋণ
ব্যাংকার অতচ একটি বাড়ী বানাননি বা ফ্ল্যাট কেনেননি এরকম একজনও নাই বললেই চলে। কারণ চাকরির বয়স পাঁচ বছর হলে একজন সিনিয়র অফিসার ব্যাংক রেটে আশি লক্ষ টাকার মত গৃহ নির্মাণ ঋণ পেয়ে থাকেন।
গাড়ী লোন
এজিএম পদে পদোন্নতি পাওয়ার পর আপনি কার লোন পাবেন মোটামুটি ভালো একটা এমাউন্ট। কার কেনার পর প্রত্যেক মাসে কার মেইনটেনেন্স কস্টও ব্যাংক আপনাকে দেবে যতদিন পর্যন্ত না আপনার লোন পরিশোধ হয়। ফলে মেইনটেনেন্সের টাকা দিয়েই আপনি লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন। সুতরাং বলা যায় কারটা একদম ফ্রিতেই পাচ্ছেন।
মটরসাইকেল ঋণ
চাকরি বয়স ১ বছর হলে কম-বেশি ২ লক্ষ টাকা মোটরসাইকেল ঋণ পাবেন।
কম্পিউটার ঋণ
চাকরির বয়স ১ বছর পূর্ণ হলে কম্পিউটার কেনার জন্য ভালো একটা এমাউন্ট কম্পিউটার ঋণ পাবেন।
লাঞ্চ ভাতা
ব্যাংকে উপস্থিত হলেই আপনি দুইশত টাকা লাঞ্চ ভাতা পাবেন। হয়তো খুব শীঘ্রই এই ভাতা বেড়ে যাবে। যদি না বাড়েও, তাহলেও অন্যান্য অনেক চাকরির থেকে আপনি মাসে কমপক্ষে চার হাজার টাকা বেশি পাচ্ছেন।
ইনসেনটিভ বোনাস
ঈদ বা পুজা, নববর্ষ ভাতা ছাড়াও ব্যাংকের মুনাফার উপর ভিত্তি করে প্রতি বছর আপনি এক বেসিক থেকে শুরু করে পাঁচটা বা তারও বেশি ইনসেনটিভ বোনাস পাবেন। অতিরিক্ত এই টাকা দিয়েই আপনি প্রিয়জনকে নিয়ে একটা চমৎকার ট্যুর দিয়ে আসতে পারবেন।
ক্যালেন্ডার
বছর শেষে নতুন বছরের ক্যালেন্ডার দেবে ব্যাংক। সুতরাং বাসার জন্য ক্যালেন্ডার কিনতে হবেনা বা কারো কাছে চাইতে হবেনা।
উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ
উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের সুযোগ আছে। এতে রথ দেখাও হয় কলা বেচাও হয়।
সিজারিং ব্যয়
ছেলে হোক আর মেয়ে হোক, সর্বোচ্চ দুটি সন্তানের সিজারিং ব্যয় ব্যাংক দেবে।
চিকিৎসা ব্যয়
আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, ব্যাংক আপনার চিকিৎসা ব্যয়ে অবদান রাখবে।
শ্রান্তি ও বিনোদন ভাতা
চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে প্রতি ৩ বছর পর পর ব্যাংক আপনাকে ১৫ দিনের ছুটি দেবে শ্রান্তির জন্য। শুধু তাই না, বিনোদন করার জন্য ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থও দেবে।
ক্লোজিং ভাতা
প্রতি অর্থ বছরের ডিসেম্বর ও জুন মাসে অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব সমাপনী হয়। এ উপলক্ষে কিছু ভাতা পাবেন।
প্রেষন
ব্যাংক থেকে অন্য প্রতিষ্ঠানে প্রেষনে কাজ করার সুযোগ আছে। প্রেষন নিয়ে পরে লিখবো।
লিয়েন
আপনি লিয়েন সুবিধাও পাবেন ব্যাংকের চাকরিতে। লিয়েন নিয়ে পরে লিখবো।
এক্সট্রাওডিনারি পারফরম্যান্সে ইনক্রিমেন্ট
ব্যাংকের স্বার্থে এক্সটাওডিনারি কোন কিছু করার জন্য একটি বা দুটি ইনক্রিমেন্ট পাওয়ার বিধান রয়েছে।
প্রশিক্ষণ
নিজ প্রতিষ্ঠানের ট্রেনিং সেন্টার ছাড়াও দেশের অন্যান্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা আছে।
নিজ এলাকায় পদায়ন
এটা ব্যাংকের চাকরির আরেকটা ভালো দিক। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোন প্রকার লবিং ছাড়াই আপনার পদায়ন হবে নিজ জেলায়। নিজ এলাকায় থেকে চিরচেনা পরিবেশ চাকরি করার মাঝেও অন্যরকম একটা ভালোলাগা আছে।
জনসেবা করার সুযোগ
বয়স্ক ভাতা, বিধবা ও দুঃস্থ স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, কৃষকদের দশ টাকার হিসাব পরিচালনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা প্রকৃত ভাতাভোগীর নিকট বিতরণের মাধ্যমে জনসেবা করার সুযোগ রয়েছে।
আর্থিক ক্ষমতা
আর্থিক ক্ষমতা ব্যাংক জবের একটি ভালো দিক। আপনি জনগনকে বিপদের সময় সরাসরি টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন যা অনেক চাকরিজীবীই পারেন না।
অর্থনীতিতে অবদান
ব্যাংক মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। একজনের হয়তো অনেক টাকা আছে কিন্তু তিনি বিনিয়োগ করতে ভয় পান অথবা চান না, আবার একজনের হয়তো টাকা নাই কিন্তু তিনি ঝুকি নিয়ে বিনিয়োগ করতে রাজি। ব্যাংকে টাকাওয়ালার কাছে থেকে আমানত সংগ্রহ করে বিনিয়োগকারীকে ঋণ দিয়ে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখে।
একজন ব্যাংকার হিসেবে এসব কাজে প্রত্যক্ষভাবে জড়িত থেকে দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখা যায়।
সুইচ করার সুযোগ
দেশে সরকারী বেসরকারী মিলে ৬৩ টি ব্যাংক রয়েছে। রয়েছে অনেক আর্থিক প্রতিষ্ঠান। যাঁরা ভালো কাজ করেন, তাঁরা অন্য ব্যাংকের নজরে আসেন। বেশি বেতনে অন্য ব্যাংকগুলো তাঁদের নিয়ে নেয়।
এখন সিদ্ধান্ত আপনার!
সরকারি ব্যাংকে চাকরির সুবিধা সমূহ
লিগ্যালি ব্যাংকারদের Income অন্যান্য প্রথম শ্রেণীর চাকরি থেকে ঢের বেশি । ব্যাংকের একজন Peon ও ১০/১৫ বছরের মধ্যেই ব্যাংক থেকে ৫০/৬০ লাখ টাকা Loan নিয়ে বাড়ি/ফ্লাট করে ফেলে; আর Officer সাহেবদের কথা বাদই দিলাম।
বর্তমানে BCS Mania র সাথে চলছে Bank Mania। ক্যাডার যেমন হতে চায় অনেকে, Banker হতে চাওয়ার মত লোক আশে পাশে তাকালেই দেখা যায় । Bankers Selection Committee – BSC গঠিত হওয়ার পর মেধাবীদের Banker হওয়ার দৌরাত্ব আরো বেড়ে গেছে ।
আগে যেমন Recruitment এ ব্যাপক দুর্নীতির কথা শোনা যেত, এখন BSC র কারনে সেটা নেই বললেই চলে। Fairly Recruitment হচ্ছে এখন, সেটা বলাই যায় ।
সুবিধা সমূহ
১. মাসের ২৬ তারিখের মধ্যেই তাদের বেতন হাতে পেয়ে যায়।
২. প্রতিদিন ২০০/- লাঞ্চ ভাতা পায় ,যেটা ক্যাডাররাও পায় না ।
৩. প্রতিবছর ৩/৪ টি Incentive পায় ! Festival Bonus তো পায়ই।
৪. এক (০১) বছর পর Computer Loan, ৩ বছর পর Bike Loan পায়।
৫. চাকরির ৩ বছর হয়ে যাওয়ার পর Instant Loan (তাৎক্ষনিক প্রয়োজন হলে) পায় ০৫ লাখ টাকা।
৬. চাকরির ০৪ বছর অতিবাহিত হওয়ার পরই আপনি বাড়ি/ফ্লাট ক্রয় করার জন্য পাচ্ছেন ৮৫/৯০ টাকা ।
৭. AGM হয়ে যাওয়ার পর আপনি পাচ্ছেন Car ক্রয় করার জন্য ২৫/২৮ লাখ টাকা। সাথে প্রতিমাসে Maintenance Bill মাত্র ৫০/৬০ হাজার টাকা।
থাক,আর না বলি !
এত এত সুযোগ সুবিধা যেখানে বিদ্যমান সেখানে কাজ করতে গেলে একটু আকটু কষ্ট তো করতেই হবে । অন্যান্য সব চাকরির মতই এখানেও Pressure আছে, কাজে একঘেয়েমিতা আছে, অনেক সময় নির্দিষ্ট সময় ছাড়াও অফিসে কাজ করতে হতে পারে।
Above all বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে Bank Job যেমন ব্যাপক সম্মানের তেমনি লোভনীয় একটি চাকরি। কারো Negative কথা না শুনে নিঃসন্দেহে Bank এ Career গড়তে পারেন ।
কাজেই, নিজেকে ভালোভাবে প্রশ্ন করুন এই জীবন আপনি চান কি-না।
এটা পরে যুক্ত করলাম
আপনি ৫৯ বছর বয়সের পরে রিটায়ার করবেন,পেনশন পাবেন।সরকারি অন্য সকল চাকরির মতো পেনশন পাবেন।আপনি মারা গেলে আপনার স্ত্রী, প্রযোজ্য ক্ষেত্রে স্বামী পেয়ে যাবেন যতদিন তারা জীবিত থাকেন। প্রতিবন্ধী সন্তান ও পাবেন।এখানে প্রাপ্তির নিয়ম সরকারি অন্যান্য দপ্তরের ন্যায়।