চাকরির প্রস্তুতি

৮৭ পদে বিআইডব্লিউটিএ (BIWTA) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিআইডব্লিউটিএ (BIWTA) সম্পর্কে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ (BIWTA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশিত হয়েছে।  ২৭ মে ২০২২ তারিখে ৮৭ টি শূন্যপদ নিয়ে নতুন এ জব (বিজ্ঞপ্তি নং ০৩-২০২২) সার্কুলার প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.biwta.gov.bd -এ। বিআইডব্লিউটিএ চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ দ্রুত আবেদন করে নিন।

পরিচিতি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (BIWTA) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন একটি সায়ত্বশাসিত সেবাধর্মী বাণিজ্যিক প্রতিষ্ঠান। স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরে দেশের সার্বিক যােগযােগ ও পরিবহন ব্যবস্থা অক্ষুন্ন রাখার লক্ষ্যে রাষ্ট্রপতির ২৮নং আদেশ অনুযায়ী ১৯৭২ সালে তদানীন্তন ১টি সরকারি ও ৯টি বেসরকারি প্রতিষ্ঠান একীভূত করে ৬১১টি বাণিজ্যিক ও সহায়ক জাহাজ নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (BIWTA) প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এ সংস্থা ১৩১টি বাণিজ্যিক জাহাজ এবং ৫৩টি সহায়ক জাহাজসহ সর্বমােট ১৮৪টি জাহাজের মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।

ভিশন (Vision):

সহজ, নিরাপদ, সাশ্রয়ী, পরিভেশবান্ধব এবং টেকসই অভ্যন্তরীণ ও উপকুলীয় নৌপরিবহন ব্যবস্থা ।

 

BIWTC এর মিশন

মিশন (Mission): নৌ-পথ উন্নয়ন ও সংরক্ষণ এবং ভৌত অবকাঠামোগত সুবিধাদি প্রদানের মাধ্যমে অভ্যন্তরীণ ও উপকুলীয় নৌপরিবহন ব্যবস্থা নিশ্চতকরণ।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের বিভিন্ন পদের কাজ সম্পর্কে জানুন।

কোন পদে কি কাজ?

 

বিআইডব্লিউটিএ BIWTA New Job Circular 2022

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (BIWTA) নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্যাবলি

[su_table responsive=”yes”]
সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)
বিজ্ঞপ্তি প্রকাশ ২৭ মে ২০২২
ক্যাটাগরি ১৭ টি
শূন্যপদের সংখ্যা ৮৭ টি
চাকরির ধরণ ফুল টাইম
কর্মস্থল বাংলাদেশের যে কোন স্থান
বেতন নিচে দেখুন
আবেদন ফি ২১৫/- ও ৩২০/- টাকা
আবেদন মাধ্যম অনলাইন
অনলাইনে আবেদন শুরু ২০ ই মে ২০২২
আবেদনের শেষ সময় ৩০ মে ২০২২
অফিসিয়াল ওয়েবসাইট www.biwta.gov.bd
আবেদনের ওয়েবসাইট jobsbiwta.gov.bd
[/su_table]

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এর শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

 

০১. পদের নাম: সহকারী পরিচালক (মানব সম্পদ)

শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিভাগে স্নাতক ডিগ্রী।
বয়স: ২১-৩০ বৎসর।

 

০২. পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি)

See also  প্রাইমারি ভাইভার পূর্ব প্রস্তুতি । কিভাবে প্রাথমিক সহকারী শিক্ষক ভাইভা প্রস্তুতি নিবেন

শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮৪৬০/- টাকা
গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রী।
বয়স: ২১-৩০ বৎসর।

 

০৩. পদের নাম: প্রশিক্ষক(ডেক)

শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রী।
বয়স: ২১-৩০ বৎসর।

 

০৪. পদের নাম: কনিষ্ঠ সহকারী নৌ-সংরক্ষণ ও পরিচালন ২য় তত্ত্বাবধায়ক/থার্ড অফিসার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- এবং তৎসহ প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়স সীমা: ২১-৪০ বত্সর।

শূন্য পদ সংখ্যা: ০২ টি

শিক্ষাগত যােগ্যতা:  মাধ্যমিক পাশসহ জাহাজে ৪ বছরের। ক্যডেট শীপের অভিজ্ঞতা এবং ২য় শ্রেণীর ইনল্যান্ড মাষ্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌ-বাহিনীর সীম্যান শাখায় চীপ পেটি অফিসার(এইচ, ই, টি/ এস এস সি) সহ শিক্ষানবিস থাকাকালীন সময়ে প্রার্থীদের অবশ্যই ২য় শ্রেণীর ইনল্যান্ড মাষ্টার সনদ হাসিল করতে হবে। বা অনৌপক এর কনিষ্ঠ নদী জরিপকারী হিসাবে চাকুরীকাল ৮ বছর হতে হবে।

 

০৫. পদের নাম: সহকারী ইকো-সাউন্ডার/প্রকৌশলী/ সহকারী যন্ত্রায়ন/ প্রকৌশলী সহকারী টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ার

বেতন: ২২,০০০-৫৩,০৬০/- স্কেল এবং তৎসহ ।  নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।

পদ সংখ্যা: ০১ টি।

বয়স: ২১-৩৫ বছর হতে হবে।

শিক্ষাগত যােগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স এ বিএসসি (ইঞ্জিঃ) অথবা এ, এম, আই, ই (ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স) অথবা ফলিত পদার্থ (ইলেকট্রোনিক্স) এ স্নাতকোত্তর ডিগ্রী; সেনা/নৌ/বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদ মর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন;  অথবা ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স। ডিপ্লোমা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট চাকুরীতে ৭ বত্সরের অভিজ্ঞতা। সরাসরি নিয়ােগকৃত প্রার্থীগণের শিক্ষানবিসকাল ২ বৎসর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকুরীতে আত্নীকরণের বিষয়টি নির্ভর করবে।

 

৬. পদের নাম: নদী জরিপকারী

শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: নিম্নোক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী-পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, ভু-প্রকৃতি
বয়স: ২১-৩৫ বৎসর।

 

 

 

৭. পদের নাম: কনিষ্ঠ নদী জরিপকারী

শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা
গ্রেড: ১৩
শিক্ষাগত যোগ্যতা: গণিত সহ বি.এ. ডিগ্রী।
বয়স: ২১-৩০ বৎসর।

 

৮. পদের নাম: সহকারী কোষাদক্ষ

শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: পানি সম্পদ/পুর-কৌশল এ স্নাতক প্রকৌশলী।
বয়স: ২১-৩০ বৎসর।

বিআইডব্লিউটিএ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লিখিত শূন্যপদ সমূহ

 

 

৯. পদের নাম: নিম্নমান সহকারী/মুদ্রক্ষরিক/তৎসম

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

শূন্যপদের সংখ্যা: ০১ টি

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: এইসএসসি পাস সহ কম্পিউটার প্রশিক্ষনপ্রাপ্ত

See also  সরকারী চাকরিতে কোন পদের কি কাজ? আসুন জেনে নেই

 

 

১০. পদের নাম: গুদাম সহকারী ও সহকারী, তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী

শূন্যপদের সংখ্যা: ১৩ টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
বয়স: ২১-৩০ বৎসর।

 

১১. পদের নাম: ড্রাইভার

শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: ৩য় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার হিসাবে কম্পিটেন্সি সার্টিফিকেট।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

১২. পদের নাম: ওয়েল্ডার

শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অভিজ্ঞতা: ০৩ বৎসর।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

 

১৩. পদের নাম: গ্রীজার

শূন্যপদের সংখ্যা: ৬ টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা
গ্রেড: ১৭
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অভিজ্ঞতা: সামান্য অভিজ্ঞতা।
বয়স: ১৮-৩০ বৎসর।

গ্রীজার পদের কাজ কি?

 

১৪. পদের নাম: লস্কর

শূন্যপদের সংখ্যা: ৪১ টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা
গ্রেড: ১৯
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

১৫. পদের নাম: অফিস সহায়ক

শূন্যপদের সংখ্যা: ৪ টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

১৬. পদের নাম: ভান্ডারী

শূন্যপদের সংখ্যা: ৩০ টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: রান্না করার অভিজ্ঞতা।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

১৭. পদের নাম: ঝাড়ুদার/পরিচ্ছন্ন কর্মি

শূন্যপদের সংখ্যা: ৩ টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

১৮. পদের নাম: তোপাষ

শূন্যপদের সংখ্যা: ১ টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের অভিজ্ঞতা।
বয়স: ১৮-৩০ বৎসর।

 

[su_box title=”আবেদন সংক্রান্ত সকল তথ্য” style=”soft” box_color=”#f61414″ title_color=”#ffffff” radius=”6″]
  • আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অন-লাইনে আবেদন করতে পারবেন।
  • আবেদন করতে পারবেন আজ ২০ মে ২০২২ তারিখ হতে ৩০ মে ২০২২ তারিখ পর্যন্ত।[/su_box]

 

বিআইডব্লিউটিএ BIWTA Job Circular 2022 অনলাইন আবেদন পদ্ধতি

০১. jobsbiwta.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

পদের নামের লিস্ট

BIWTA Job Circular 2022। বিআইডব্লিউটিএ (BIWTA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

০২. যে কোন একটি পদের নামের উপর ক্লিক করুন।

BIWTA Job Circular 2022। বিআইডব্লিউটিএ (BIWTA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

০৩. Apply বাটনে ক্লিক করুন।

অথবা সরাসরি আবেদন করতে Apply Now বাটনে ক্লিক করুন।

 

[su_button url=”http://jobsbiwta.gov.bd/website/” target=”blank” style=”3d” size=”6″ wide=”no” center=”yes”]Apply Now[/su_button]

 

 

৪. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অনলাইন আবেদন ফরম টি পূরণ করে সাবমিট করুন।

 

BIWTA Job Circular 2022। বিআইডব্লিউটিএ (BIWTA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

বিআইডব্লিউটিএ আবেদন ফি জমাদান পদ্ধতি

See also  কিভাবে ভাইভার প্রস্তুতি নিবেনঃ চাকরির ভাইভা টিপস

অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে একটি Applied ID দেওয়া হবে। এটি যথাযথভাবে সংরক্ষণ করুন। এই Applied ID টি ব্যবহার করে আবেদন ফি জমা দিবেন।

জমা দেওয়ার পদ্ধতি নিম্নে দেওয়া বিআইডব্লিউটিএ সার্কুলার ২০২২ হতে দেখুন।

 

বিআইডব্লিউটিএ (BIWTA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (৮৭ টি শূন্যপদ)

 

 

৮৭ পদে বিআইডব্লিউটিএ (BIWTA) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৮৭ পদে বিআইডব্লিউটিএ (BIWTA) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৮৭ পদে বিআইডব্লিউটিএ (BIWTA) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

 

নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড

Applied ID ব্যবহার করে jobsbiwta.gov.bd ওয়েবসাইট হতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে আবেদন করার পর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না।

এটি বিতরণ শুরু হলে আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে। তখন ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষার তারিখও একি সময়ে জানতে পারবেন।

 

বিআইডব্লিউটিএ গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • ০১/০৫/২০২২ তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে।
  • আগ্রহী প্রার্থীদেরকে ২০/০৫/২০২২ হতে ৩১/০৫/২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অন-লাইনে আবেদন দাখিল করতে হবে।
  • আবেদন করার সময় ফরম পূরনের নিয়ম ও অন্যান্য শর্তাবলী wWw.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ্ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ’র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ হতে ০৭ এ বর্ণিত পদের জন্য ৩২০ (তিনশত বিশ) টাকা এবং ক্রমিক নং০৮-১৭ এ বর্ণিত পদের জন্য ২১৫/-(দুইশত পনেরাে) টাকা হারে (অফেরৎযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 
  • আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মােবাইল নম্বরে যথা সময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। 
  • প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযােজ্য ক্ষেত্রে) গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদি দাখিল করতে হবে।
  • চাকুরীরত প্রার্থীগণকে তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে।
  • ক্রমিক নং ১৩ হতে ১৭ এ বর্ণিত পদ সমূহে বিআইডব্লিউটিএ’তে দৈনিক ভিত্তিতে কর্মরত রীট পিটিশন নং-৭৭৩৯/২০১৮ মামলার বাদীগণের জন্য বয়স ও শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্যসহ অভিজ্ঞতার বিষয়ে অগ্রাধিকার প্রদান করা হবে।
  • বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য।

 

বিশেষ দ্রষ্টাব্যঃ ভাইভা পরিক্ষা দিতে যাওয়ার পূর্বে বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভাল করে পড়েন নিবেন।

Related Articles

Back to top button