পদার্থ

পরমাণু কে মাইক্রোস্কোপের নিচে কেমন দেখায়?

পরমাণু কি কোনো যন্ত্রের মাধ্যমে দেখতে পাওয়া যায়?

পরমাণু দেখা যায় না এ কথা মনে হয় এখন আর বলা যাবে না। স্ক্যানিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তোলা গ্রাফেইন এর ছবিতে কার্বনের পরমাণুগুলি মোটামুটি পরিষ্কার ভাবে দেখা যায়। গ্রাফেইন এক পরমাণু পরিমাণ পুরু গ্রাফাইটের পাতলাতম ফালি। গ্রাফাইটের ভেতরে কার্বন পরমাণুর অবস্থান যেভাবে কল্পনা করা হয়েছিল সেভাবেই দেখা যায় ছবিতে, ষড়ভুজের মত। বৈজ্ঞানিক অনুমান যে সত্যের কত কাছাকাছি যেতে পারে এটা তার একটা বড় প্রমাণ!

 

পরমাণু দেখা যায় না এ কথা মনে হয় এখন আর বলা যাবে না। স্ক্যানিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তোলা গ্রাফেইন এর ছবিতে কার্বনের পরমাণুগুলি মোটামুটি পরিষ্কার ভাবে দেখা যায়।

 

নিচের ছবিতে দেখুন –

অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্যে এসব ছবি তোলা হয়েছে।

গত মাসেই UK-এর SuperSTEM একটি  Nion Hermes Scanning Transmission Electron Microscope প্রকাশ্যে এনেছে, যার মূল্য 5.5 মিলিয়ন ডলার, এবং সেটি দিয়ে মানুষের চুলের থেকেও দশ লাখ গুন ক্ষুদ্র বস্তুকে দেখা যায়। SuperSTEM lab-এর সায়েন্টিফিক ডিরেক্টর Quentin Ramasse বলেছেন, এটি দিয়ে single atom বা atomic coloumn দেখা সম্ভব হবে।

See also  নিউট্রন নক্ষত্র এবং কিছু ঘনতম পদার্থের উদাহরণ

পরমাণু কি?

পরমাণু হল একটি উপাদানের ক্ষুদ্রতম একক যা একই উপাদান (লোহা, তামা, কার্বন ইত্যাদি) এর বৈশিষ্ট্য ধরে রাখে।

পরমাণুগুলি খুব ছোট,ব্যাস প্রায় ১ x ১০^-১০ মিটার আকারের। তাদের ছোট আকারের কারণে, হালকা মাইক্রোস্কোপ ব্যবহার করে এগুলি দেখা অসম্ভব। তাই বিশেষ মাইক্রোস্কোপ/অন্যান্য টেকনিক ব্যবহার করা হয়।

যেমনঃ

  • ইলেক্ট্রন মাইক্রোস্কোপ
  • ABF_STEM
  • স্কেনিং টানেলিং মাইক্রোস্কপি
  • এটোমিক ফোর্স মাইক্রোস্কপি ইত্যাদি।

চলুন কিছু ছবি দেখে নেই যা আপনাকে বিস্মিত করবে।

 

ডায়মন্ডে ন্যানো ভয়েড

ডায়মন্ডে ন্যানো ভয়েড

 

 

 

মলিবডেনাম ডাই সালফেটের ন্যানো পার্টিকেল
মলিবডেনাম ডাই সালফেটের ন্যানো পার্টিকেল

 

 

 

হাইড্রোজেন-পরমানু
হাইড্রোজেন-পরমানু

 

 

 

বেঞ্জিন চক্র ভেঙে আরেকটি চক্রের সৃষ্টি
বেঞ্জিন চক্র ভেঙে আরেকটি চক্রের সৃষ্টি

 

 

 

স্ট্রন্টিয়াম পরমাণু,পুরস্কারপ্রাপ্ত ছবি
স্ট্রন্টিয়াম পরমানু,পুরস্কারপ্রাপ্ত ছবি

 

প্রত্যেকটা ডট সালফার পরমাণু
প্রত্যেকটা ডট সালফার পরমানু

 

সোনার পরমাণু আলাদা করার সময় তোলা
সোনার পরমাণু আলাদা করার সময় তোলা

 

আয়রন
আয়রন

 

 

 

নিকেল
নিকেল

 

Related Articles

Back to top button