চাকরির বিজ্ঞপ্তি

গেইটম্যান (ট্রাফিক) পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়েতে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশিত হয়েছে।  ২৫ মে ২০২২ তারিখে ৬৮৪ টি শূন্যপদ নিয়ে গেইটম্যান পদে নতুন এ জব সার্কুলার প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট (http://br.railway.com.bd) -এ। গেইটম্যানে একটি চতুর্থ শ্রেনীর পদ এই পদের গ্রেড হল ২০ তম।  বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান এ চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ দ্রুত আবেদন করে নিন।

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান (ট্রাফিক) চাকরির বিজ্ঞপ্তি ২০২২

এক নজরে পদ সম্পর্কে জেনে নেই।

০১. পদের নাম: গেইটম্যান (ট্রাফিক)

শূন্যপদের সংখ্যা: ৬৮৫ টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,১১০/- টাকা
গ্রেড: ২০ তম

শিক্ষাগত যোগ্যতা

  • যেকোন স্বীকৃত বিদ্যালয় হতে অন্যুন এস এস সি পাশ বা সমমানের পরিক্ষায় উত্তির্ন।

 

[su_table responsive=”yes”]
সংস্থা বাংলাদেশ রেলওয়ে
বিজ্ঞপ্তি প্রকাশ ২৫ মে ২০২২
ক্যাটাগরি ১ টি
শূন্যপদের সংখ্যা ৬৮৫ টি
চাকরির ধরণ ফুল টাইম
পদের নাম গেইটম্যান
বেতন ৮,২৫০-২০,১১০/- টাকা
আবেদন ফি ৫৬ /- টাকা
আবেদন মাধ্যম অনলাইন
অনলাইনে আবেদন শুরু ০৬ ই জুন ২০২২
আবেদনের শেষ সময় ১৮ জুলাই ২০২২
অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd
আবেদনের ওয়েবসাইট br.teletalk.com.bd
কর্মস্থল বাংলাদেশের যে কোন স্থান
[/su_table]

 

 

বাংলাদেশ রেলওয়ে আবেদনের বয়স

(১/৬/২০২২ তারিখে) সকল প্রার্থীর ক্ষের সঙ্গে বয়সসীমা ১৮-৩০ বছর।

 

 

বাংলাদেশ রেলওয়ে আবেদনের সময় সীমা

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদান শুরুর তারিখ: ০৬ জুন ২০২২

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় ১৮-০৭-২০২২ তারিখ, রাত: ১১:৫৯ ।

 

যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন?

  • পাবনা এবং লালমনিরহাট জেলা ব্যতিত সকল জেলার প্রার্থী গেটমেন পদে আবেদন করতে পারবেন।
  • তবে প্রতিবন্ধি এবং পোষ্য কোটার ক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন।
See also  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ রেলওয়ে আবেদন ফি

পরীক্ষার ফি অফেরতযােগ্য টাকা ৫৬/- (টাকা দুইশত মাত্র)। টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার নিয়ম

  • br.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
  • আবেদনের জন্য এবার Apply Now অপশনে ক্লিক করুন।
  • বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লিখিত সবকয়টি পদের নাম স্ক্রিনে দেখতে পাবেন। আপনাকে ০১ টি নির্বাচন করতে হবে এবং তারপর Next এ ক্লিক করতে হবে।
  • No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • বাংলাদেশ রেলওয়েএর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।

 

অথবা, Apply Now বাটনে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।

[su_button url=”http://br.teletalk.com.bd/” target=”blank” style=”3d” size=”6″ center=”yes”]Apply Now[/su_button]

 

ছবি (Photo):

ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 300×300 pixel এ file size 100 KB এর বেশী নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকপ্রাউন্ড সম্মিলিত) করে আপলাে করতে হবে। ছবি তােলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো Informal ছবি আপলােড করলে সরাসরি প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। 

 

সাক্ষর (signature):

নির্ধারিত স্থানে 300×80 pixel = file size 60 KB এর বেশী নয় এরূপ মাপের প্রার্থীর নিজের সাক্ষর আপলােড করতে হবে। স্বাক্ষর অবশ্যই যা কাগজের উপর কালাে কপিতে হতে হবে।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

আবেদন ফি বাবদ ৫৬/- টাকা নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে পরিশোধ করতে হবে। SMS পাঠাতে হবে Teletalk সিমের মাধ্যমে।

প্রথম SMS: br <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।

দ্বিতীয় SMS: br <স্পেস> YES <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।

 

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান হ্যাল্প সেন্টার

See also  Uttara Bank Assistant Officer General and Cash Job Circular 2022

Online আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। Mail এর Subject এ Organization Narme: BR, Post Name: xxxxxxxxx Applicant’s User Id. Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে। Online আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোনাে মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিঃদ্রঃ শেষ তারিখ ও সময়ের (১৮ জুলাই ২০২২ বিকাল ০৫.০০ টা) জন্য অপেক্ষা না কর হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমানান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

 

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

 

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গেইটম্যান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো তথ্য

  • প্রার্থীর বয়স ০১-০৬-২০২২ খ্রি. তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোন বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে।
  • মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোন রেলওয়ে কর্মচারীর পোষ্য (পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যূন ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে) হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) সম্পর্ক উল্লেখ পূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়ন পত্র এবং পোষা সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে।
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
See also  IFIC Bank Transaction Service Officer Job circular February 2022

 

গেইটমেনের কাজ কি?

গেইটমেন বাংলাদেশ রেলওয়ের একটি চতুর্থ শ্রেনীর পদ। এই পদের গ্রেড হল: ২০ তম। গেইটমেনরা সাধারণত সরক পথ এবং রেলপথের সংযোগ স্থলে ডিউটি করে থাকে। ট্রেন আসার খবর পেয়ে সরকপথ বন্ধ করাই গেটমেনের প্রধান কাজ।

 

কিওয়ার্ড:

গেইট ম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গেট মেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়ে গেট মেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়ে গেইট ম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সার্কুলার – রেলওয়ে গেইটম্যান

বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ ২০২২

Related Articles

Back to top button