চাকরির বিজ্ঞপ্তি

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Army Job Circular 2022

প্রিয় চাকরি প্রত্যাশীল বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে। চলমান সময়ে একটি সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। এবং এই সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি তে মোট কত টি শূন্য পদ রয়েছে। আবেদন করার জন্য আপনার কি রকম যোগ্যতা প্রয়োজন হবে। সেই সাথে আপনি কিভাবে এই নতুন Army Job Circular 2022 এ আবেদন করবেন। সে গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। 

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Army Job Circular 2022

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন: সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল ৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস

যোগ্যতা (army job circular 2022)

  • বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
  • শারীরিক মান (ন্যূনতম): উচ্চতাঃ ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
  • ওজন: ৪৯.০০কেজি (১০৯ পাউন্ড)
  • বুকের মাপ: স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

বিশেষ দ্রষ্টব্য:  উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ – ৩.৫০ সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
  • বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তলাকপ্রাপ্তা
  • জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

আবেদন করার পদ্ধতিঃ (সেনাবাহিনী নিয়োগ ২০২২)

  • ২৩ সেপ্টেম্বর ২০২২ হতে ২৯ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত https:/hjoinbengladesharmy.emy.mil.be ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 
  • এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে 40″ DSSC (AFNS)-এ APPLY করতে হবে। 
  • আবেদনকারী প্রার্থীগণ কে Trust Bank t-cash VISA Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। 
  • আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। এবং তাৎক্ষণিক ভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
  • অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখনো কাস্টমার সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সাসরি যোগাযোগ করা যাবে।
See also  IFIC Bank Transaction Service Officer (TSO) Job Circular June 2022

নির্বাচন পদ্ধতিঃ (সেনাবাহিনী নিয়োগ ২০২২)

লিখিত পরীক্ষা: 

  • পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখ ০৯:০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। 
  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২২ মাসের শেষ সপ্তাহে আর্মি ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা:

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১৫-১৯ জানুয়ারি ২০২৩ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। 
  • মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ডিগ্রী ও ইন্টার্ণশীপ সদপত্র প্রদর্শন করতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। 
  • প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল অর্মি ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: 

  • প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান: 

  • উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের কে সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

প্রাপ্ত সুযোগ সুবিধাঃ (army job circular 2022)

বেতন-ভাতা: 

  • সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।
See also  Uttara Bank Assistant Officer General and Cash Job Circular 2022

অন্যান্য সুযোগ সুবিধা:

  • উচ্চতর প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন।
  • বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মান সম্পন্ন বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
  • চিকিৎসা: সামরিক হাসপাতাল সমূহে বিনা খরচে উন্নত মানের চিকিৎসা লাভের সুযোগ পাবেন।
  • সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সে মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়ন এর সুযোগ রয়েছে।

প্রশিক্ষণ ও কমিশনঃ (army job circular 2022)

প্রশিক্ষণ: 

  • চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণী অফিসার হিসেবে এমসি সেন্টার অ্যান্ড স্কুলে যোগদান করবে। এবং ১০ (দশ) সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

কমিশন:

  • সফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে লেফটেন্যান্ট (এএফএনএস) পদবী তে কমিশন প্রাপ্ত হবেন
  • এএফএনএস কমিশন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য কমিশন হতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এএফএনএস অফিসার গণ এএফএনএস এ্যাক্ট-১৯৫২, এফএনএস রুপ-১৯৬৯, এআই ৩/৮৮ এবং পরবর্তী এত দসম্পর্কীয় সকল সংশোধনী মোতাবেক চাকুরী তে নিয়োজিত থাকবেন।

বিশেষ নির্দেশনাঃ (সেনাবাহিনী নিয়োগ ২০২২)

  • বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
  • চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ: (army job circular 2022)

  • ২৯ অক্টোবর ২০২২

অনলাইনে আবেদন করতে ভিজিট করুনঃ

(https://joinbangladesharmy.army.mil.bd)

  • কাস্টমার সাপোর্ট নম্বর: (+৮৮০১৭১১১৯৭৯)

পরিচালক:

  • পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর
  • এ্যাডজুটেন্ট জেনারেল শাখা
  • সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস

সেনাবাহিনীতে চাকরি করলে কি কি সুবিধা পাওয়া যায়?

যখন আপনি নিজেকে সেনাবাহিনীর চাকরি তে যুক্ত করতে পারবেন। তখন আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যেমন একজন ব্যক্তি যখন সেনাবাহিনী তে যোগদান করে। তখন তাকে নির্ধারিত স্কেলে বেতন প্রদান করা হয়। আর এই বেতনের পাশাপাশি ভাতা পেনশন সহ বিনামূল্যে আহার করার সুযোগ প্রদান করা হয়। সেই সাথে একজন সেনাবাহিনীর কর্মী বাসস্থান এর সুযোগ পেয়ে থাকে। এর পাশাপাশি কোন একজন সেনাবাহিনী তে কর্মরত ব্যক্তির মা-বাবা, শশুর শাশুড়ি কিংবা নিকটস্থ আত্মীয়দের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। সেই সাথে বিনামূল্যে সরকারি পোশাক, রেশন এবং সেনাবাহিনী থেকে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সন্তানদের পড়ানোর সুযোগ রয়েছে।

See also  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের বিভিন্ন পদের কাজ সম্পর্কে

সেনাবাহিনীর ট্রেনিং কতদিন করানো হয়ে থাকে?

একজন নতুন ব্যক্তি যখন সেনাবাহিনী তে যোগদান করবে। তখন অবশ্যই সেই ব্যক্তি কে ট্রেনিং করতে হবে। তো আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, সেনাবাহিনীর ট্রেনিং কতদিন পর্যন্ত করানো হয়ে থাকে। আর আপনি যদি এই বিষয় টি সম্পর্কে জানতে চান। তাহলে আমি আপনাকে বলব যে, সেনাবাহিনী তে ১০ দিন থেকে শুরু করে ২১ দিন এবং ৭০ দিন পর্যন্ত ট্রেনিং করানো হয়ে থাকে। তবে যদি আপনার আগে থেকেই অস্ত্র চালানোর প্রশিক্ষণ থাকে। তাহলে আপনি ১০% কোটা পাবেন। তবে আপনার সেই অস্ত্র চালানোর অভিজ্ঞতার উপর ভিত্তি করে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। আর সার্টিফিকেট থাকলে আপনি এই কোটা পাবেন। 

কিভাবে আর্মি অফিসার হওয়া যায়?

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মূলত আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখে থাকেন। আর সে কারণে তাদের মনে প্রশ্ন জেগে থাকে যে এই ধরনের আর্মি অফিসার হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। তো আপনি যদি আর্মি অফিসার হতে চান। তাহলে আপনার যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এ / বি এস সি / বি কম / স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনার স্নাতক বা সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপি ২.০০ থাকতে হবে। এবং এসএসসি ও এইচ এস সি অথবা এর সমমান পরীক্ষায় আপনার ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এবং বয়স এর দিক থেকে অবশ্যই আপনার বয়স ২০ বছর থেকে অনূর্ধ্ব ২৮ বছর এর মধ্যে হতে হবে।

Related Articles

Back to top button