সাবজেক্ট রিভিউ

Women and Gender Studies নিয়ে কেন পড়বেন: সাবজেক্ট রিভিউ

সাবজেক্ট রিভিউ উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ

Women and Gender Studies নিয়ে অনার্স এবং মাস্টার্স কোর্সের সময়কাল

অনার্স ৪ বছর এবং মাস্টার্স ১ বছরের।

Women and Gender Studies এ কী কী ধরণের পড়াশোনা হয়?

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ এর সাথে সর্ম্পকিত কোর কোর্স যেমন, উইমেন এন্ড লিটারেচার, গ্লোবাল এন্ড লোকাল উইমেন্স মুভমেন্ট ইত্যাদি। এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়গুলো সম্পর্কেও ধারণা দেয়া হয়, যেমন, নৃবিজ্ঞান, সাইকোলজি, পলিটিকাল সাইন্স, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন ইত্যাদি এবং এগুলোর সাথে জেন্ডারের সম্পর্ক। স্ট্যাটিসটিকস এবং অর্থনীতির ওপরও একটি করে কোর্স রয়েছে।

Women and Gender Studies নিয়ে দেশে চাকুরী এবং গবেক্ষণা ক্ষেত্র

মূলত গবেষণা ধর্মী প্রতিষ্ঠানগুলোতে রয়েছে চাকুরীর অপার সুযোগ। এছাড়াও সকল ধরণের জিও এবং এনজিও তেও চাকুরীর সুযোগ রয়েছে। ফলাফল ভালো হলে সুযোগ থাকে শিক্ষকতার। রয়েছে সরকারি এবং বেসরকারি যেকোনো ক্ষেত্রে বিচরণের সুযোগ।

 

উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনের হার

উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনের হার সন্তোষজনক। বাইরে পড়তে যাওয়ার সুযোগ রয়েছে অনেক। তবে এক্ষেত্রে ব্যাক্তিগত সদিচ্ছা প্রধান।

See also  আর্কিটেকচার নিয়ে কেন পড়বেন: সাবজেক্ট রিভিউ

 

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ নিয়ে পাশ করতে সময় কত লাগে? সেশনজ্যাম কতটুকু?

অনার্সে ৪ বছর এবং মাস্টার্সে ১ বছর। সেশনজ্যাম নেই।

 

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ নিয়ে পরীক্ষার ফ্রিকুয়েন্সি

বছরে দুটি সেমিস্টার। মে-জুন এবং নভেম্বর – ডিসেম্বর এর মধ্যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেমিস্টারের মাঝে প্রতিটি কোর্সের একটি করে মিডটার্ম হয়।

 

সপ্তাহে কয় ঘন্টা ক্লাস? কয় ঘন্টা ল্যাব? ল্যাব ফ্যাসিলিটিজ কেমন?

৪টি কোর্সের সপ্তাহে ৮টি করে ক্লাস, প্রতিটি ক্লাস দেড় ঘন্টার। ল্যাব নেই, যেহেতু ল্যাব ক্লাসের প্রয়োজন হয় না। তবে সেমিনার লাইব্রেরির ব্যাবস্থা রয়েছে।

 

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ এ কত জন করে শিক্ষার্থী ভর্তি হয় প্রতি বছর?

সাইন্স থেকে ২০ জন এবং বিজনেস স্টাডিজ থেকে ৫ জন, সর্বমোট ২৫ জন।

পার্টটাইম কাজ করার মতন ফিল্ড আছে কি?

জ্বী, সপ্তাহে যেহেতু ৮টি ক্লাস, তাই নিজের ইচ্ছা এবং সুবিধামতো পার্টটাইম চাকরির সুবিধা রয়েছে। তবে এক্ষেত্রে ক্লাস, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং পরীক্ষার বিষয় মাথায় রেখে এডজাস্ট করে নিতে হয়।

See also  স্বাস্থ্য অর্থনীতি নিয়ে কেন পড়বেন: সাবজেক্ট রিভিউ

 

ক্লাব এক্টিভিটিজে সময় দিতে গেলে পড়ালেখা কতটুকু করতে পারবো?

ভালোভাবেই পড়ালেখা করা যাবে। তবে দুই দিক ব্যালেন্স করে চলতে হবে।

 

এই বিষয়ে পড়ে অনুষদের অন্য কোন বিষয়ে মাস্টার্স করতে পারবো কী?

হ্যা।

 

ইয়ার সিস্টেম নাকি সেমিস্টার সিস্টেম?

এটা ভাল নাকি মন্দ? : সেমিস্টার সিস্টেম।

আমার কাছে এই সিস্টেমটাই ভালো, প্রেশার একটু থাকলেও পড়ালেখায় গতি থাকে।

 

নবীনদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে

সাধারণত নিজের ইচ্ছায় এখানে পড়ালেখা করতে খুব বেশী মানুষ আসে না। তবে একটু নতুন কিছু জানার উদ্দেশ্য থাকলে এখানে অবশ্যই পড়া উচিত। গতানুগতিক পড়ালেখার পাশাপাশি সবকিছুকে নতুন আঙ্গিকে এবং বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ করে দেয় এই ডিপার্টমেন্ট।

Related Articles

Back to top button