S.I. একক, STP এবং SATP এদের মধ্যে পার্থক্য কী?
S.I. একক, STP এবং SATP বলতে কী বোঝায়?
ভর, সময়, দূরত্ব, তাপমাত্রা ইত্যাদি বিভিন্ন রাশি রয়েছে আর এগুলোর রয়েছে অনেক ধরনের একক।
যেমনঃ ভরকে আমরা কিলোগ্রাম কিংবা গ্রাম এককে লিখতে পারি।
আবার দূরত্বের ক্ষেত্রে ফুট, মিটার কিংবা সেন্টিমিটার ব্যবহার করতে পারি।
তাহলে কোনটাকে আমি মৌলিক ধরবো?
এককের বেশ কয়েকটি পদ্ধতি আছে যেখানে কিছু একককে মৌলিক ধরে নিয়ে সেখান থেকে আরও কিছু এককের উৎপত্তি ঘটানো হয়।
SI এককও তেমনি একটি পদ্ধতি যেটা মেট্রিক এককের আধুনিক সংস্করণ। এর ফরাসি পূর্ণরূপ- Système international (d’unités) অর্থাৎ International System of Units। সাতটি মৌলিক একক নিয়ে গঠিত যেখানে অন্যান্য একক এখান থেকে উদ্ভূত। সেই মৌলিক এককগুলো হল- ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক মিটার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা।
SI এর মতো আরও কিছু একক পদ্ধতির প্রচলন আছে।
যেমনঃ সিজিএস, এফপিএস ইত্যাদি।
আমরা জানি, গ্যাসের নির্দিষ্ট কোন আকার ও আয়তন নেই। আর এই আয়তনের উপর চাপ, তাপমাত্রার প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়।
গ্যাসসমূহের তুলনা করতে গিয়ে দেখা গেছে খুব সামান্য তাপমাত্রা কিংবা চাপ পরিবর্তনের ফলে আয়তনের বিস্তর ফারাক। সেক্ষেত্রে তুলনা করার সুবিধার্থে একটা ষ্ট্যাণ্ডার্ড চাপ, তাপমাত্রার প্রয়োজন পড়েযেখান থেকে STP, SATP এর উদ্ভব।
STP (Standard Temperature and Pressure) বলতে কি বোঝায়?
একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ নিয়ে সেটাকে প্রমাণ তাপমাত্রা ও চাপ হিসেবে গণ্য করা হয়। সাধারণত 0o সেলসিয়াস বা ২৭৩ কেলভিন উষ্ণতাকে প্রমাণ তাপমাত্রা এবং ১ atm বা ১.০১৩২৫×১০৫Nm−2 কে প্রমাণ চাপ ধরা হয়। STP তে ১ মোল গ্যাসের আয়তন ২২.৪ লিটার।
SATP (Standard Ambient Temperature and pressure) বলতে কি বোঝায়?
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রাকে SATP বলা হয়। ২৫o সেলসিয়াস উষ্ণতা ও ১ atm বা ১.০১৩২৫×১০৫Nm−2 কে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরা হয়। SATP তে ১ মোল গ্যাসের আয়তন ২৪.৮ লিটারের কাছাকাছি।
STP এবং SATP এর মধ্যে পার্থক্যটা কী?
STP আর SATP প্রধান পার্থক্য হল প্রমাণ তাপামাত্রার ক্ষেত্রে। STP তে যেখানে 0o সেলসিয়াস উষ্ণতাকে প্রমাণ হিসেবে ধরা হয় সেখানে SATP তে ২৫o সেলসিয়াস উষ্ণতাকে প্রমাণ হিসেবে ধরা হয়। আর SATP এর এই ২৫o সেলসিয়াস উষ্ণতাকে কক্ষ তাপমাত্রাও বলা হয়।
SI একক- আন্তর্জাতিক একক পদ্ধতি। STP আর SATP – গ্যাসের আয়তন পরিমাপের জন্য দুই ধরণের প্রমাণ অবস্থা।