Basic English Grammar

Preposition কাকে বলে কত প্রকার ও কি কি? Preposition এর ব্যবহার

Preposition (পদান্বয়ী অব্যয়) কাকে বলে?

যে শব্দ কোন Noun, Pronoun বা Noun এর সমতূল্য কোন শব্দের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে।

A preposition is a compound word. ‘Pre’ means পুর্বে,  ‘Position’ অর্থ হচ্ছে অবস্থানসুতরাং, Preposition-এর অর্থ হচ্ছে পূর্বে অবস্থান।

 

 

More Definition of Preposition

A preposition is a word placed before a noun or noun-equivalent to show in what relation the person or thing denoted there by stands to something else.

– J.C. Nesfield

 

A preposition is a word used with a noun or a pronoun to show how the person or thing denoted by the noun or pronoun stands in relation to something else.

– Wren & Martin

 

A preposition is a compound word which is generally used before noun or pronoun.

-Dr. Sazzad Hossain

[su_heading size=”18″]Preposition কত প্রকার?[/su_heading]

Kinds of Prepositions

Preposition  ছয় প্রকার।

যথাঃ

  • Simple Preposition:

At, by, with, of, off, from, for, through, etc

 

  • Double Preposition:

Into( in+ to), within (with+ in), etc.

 

  • Compound Preposition:

Across (on+ cross), behind (by+ hind),etc.

 

  • Phrase Preposition:

By dint of, in front of, on account of, etc.

 

  • Participle Preposition:

I saw the people walking past him, according, regarding etc.

 

  • Disguised Preposition:

He went a hunting (on)

 

Preposition examples

 

 

ধারাবাহিকভাবে নিম্নে Preposition গুলো দেওয়া হল :

 

  • Aboard (জাহাজের উপরে বা মধ্যে বুঝাতে বসে) : We went aboard the ship.

 

  • Amid/amidst (মধ্যে/ভিতরে/মাঝখানে) He finished his speech amid tremendous applause.

 

  • Amongst (মাঝখানে): It is difficult to see him clearly among/amongst the crowd.

 

  • Around (সবদিকে) I ran around the building.

 

  • As (যেভাবে) I treat him as a child.

 

  • Astride (দুই পা দুই দিকে ঝুলিয়ে রাখা বুঝালে): The boy is sitting astride his father’s shoulders.

 

  • Bar/barring (ছাড়া) We leave by tomorrow barring accident. her’s shoulders

 

  • Beneath (নিচে): The police’s behavior in this issue is beneath contempt.

 

  • Beyond (নাগালের বাইরে): It is beyond my imagination.

 

  • But (কিন্তু বিপরীত অর্থ বোঝাতে): He is rich but unhappy.

 

  • By(পাশে অর্থে): He stood by the window.

 

  • By (হিসেবে): Hire a car by the hour.

 

  • Concerning (সম্পর্কে): He asked several questions concerning the future of the company.

 

  • Considering (বিবেচনা করা) : He did very well considering his age.

 

  • By(নির্ধারিত সময়ের মধ্যে ) I will return the book by Monday next.

 

  • By(প্রতিজ্ঞ অর্থে): We swear by God that we will tell the truth.

 

  • Despite (সত্বেও) : He was good at physics despite the fact that he found it boring.

 

  • During (যাবৎ / ব্যাপী/ কোন সময় বা স্থিতিকাল ধরে ): I stayed in Canada during the winter.

 

  • Except/ excepting (বাদে): All the members of the team went to England except Tamim.

 

  • By(মাধ্যমে): Send it by post.

  • By(অনুসারে): It is 8 o’clock by my watch.

 

  • Excluding (Opposite of including) : Lunch costs Tk. 100 per person, excluding drinks.

 

  • Including (সহ): Lunch costs Tk. 100 per person, including drinks.

 

  • Inside (ভিতরে): I did not go inside the house.

 

  • Like (পছন্দ করা): He talks like a fool.

 

  • Minus (বিয়োগ চিহ্ন): Four minus three is one.

 

  • Near (নিকটে): The cat is lying near me.

 

  • Notwithstanding (সত্বেও): Notwithstanding some major financial problems, the school has had a successful year.

 

  • Opposite (বিপরীত): My house is opposite of the college.

 

  • Outside (বাইরে): He is waiting outside the house.

  • Past (গত): We are going to past our house.

 

  • Pending (মুলতবি): He was released on bail pending further injuries.

 

  • Per (প্রত্যেকের জন্য, প্রতিটিতে, প্রতিশতকে, প্রতি ঘণ্টায়, প্রতি লিটারে) : It runs 30 miles per hour.

 

  • Plus (যোগ চিহ্ন): Three plus five is eight.

 

  • Regarding (সম্পর্কে): I know nothing regarding this matter.

 

  • Round (চারদিকে): The earth moves round the sun.

 

  • Save (preposition): They knew nothing about her save her name.

 

  • Than (চেয়ে): He is older than me.

 

  • throughout(আদ্যেপান্ত): We celebrate Pahela Baishakh throughout the country.

 

  • Till (পর্যন্ত): Wait here till I return.

 

  • Toward (সামনে): His attitude toward the government policy.

 

  • Underneath (নিচে): The tunnel goes right underneath the city.

 

  • Unlike (মত নয় বা অন্যরকম বা ভিন্ন ): She is unlike her mother.

 

  • Until (যতক্ষন পর্যন্ত না): Wait here until I return.

 

  • Up (উপরের দিকে) : I went straight up to the counter.

 

 


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”7″ tax_operator=”AND” offset=”3″ order=”desc”]


 

Prepositions-এর কিছু ব্যবহার

 

See also  Interjection কাকে বলে? Interjection কত প্রকার ও কি কি?

Beside (পাশে)

পাশে বুঝাতে Beside বসে।

যেমন: I sat beside him.

 

Besides (এছাড়াও)

এছাড়াও বুঝাতে Besides বসে।

যেমন: Besides this shirt, I have four shirts.

 

Between (মধ্যে)

দুইয়ের মাঝে between বসে ।

যেমন: Divide the pens between Rahim and Karim.

 

Among( অধিক)

 দুইয়ের অধিক বুঝালে Among বসে।

যেমন: : Divide the pens among the boys.

With (সাথে)

সাথে বোঝাতে With বসে।

যেমন:

  • I went to market with my friend. 
  • I killed the bird with a gun.

 

of এর ব্যবহার

 জাত বা সম্পর্ক বুঝাতে of বসে।

যেমন:

  • ঢাকা বাংলাদেশের রাজধানী

Dhaka is the capital of Bangladesh.

 

সম্বন্ধ অর্থে of বসে।

যেমন: I know nothing of it. 

 

অধিকার অর্থে of বসে।

যেমন: It is a sonnet of Shakespeare.

 

Off এর ব্যবহার

বিচ্ছিন্ন অর্থে off বসে

যেমন: Switch off the fan. 

 

দূরে অর্থে Off বসে।

যেমন: Be off from me.

 

বিরোধী অর্থে Off বসে।

যেমন: My brother is off smoking. 

 

Before এর ব্যবহার

পূর্বে বা আগে বুঝাতে Before বসে।

যেমন:I will paint the house before winter.

 

About( সম্পর্কে) এর ব্যবহার

বিষয়ে বা সম্পর্কে  বুঝাতে about বসে।

যেমন: I told you everything about him. 

 

চতুর্দিকে বুঝাতে about বসে।

যেমন: I walked about the house.

 

প্রায় অর্থে about বসে

যেমন: It is about 10 o’clock. 

 

In( ভিতরে) এর ব্যবহার

 কোন স্থানে পৌঁছানো অর্থে in বসে

যেমন: I arrived in Dhaka at 4p.m.

 

জড়িত বা সম্পৃক্ত অর্থে in বসে।

যেমন:I am involved in politics.

 

কোন স্থানে বাস করা অর্থে  live এর পরে in বসে

যেমন:I live in Bangladesh.

 

কোন কিছুর ভিতরে বোঝাতে in বসে

যেমন: He is in the class room now.

 

পেশা অর্থে in বসে।

যেমন:I am in civil service.

 

অবস্থা বোঝাতে in বসে।  

যেমন: He is in good health.

 

✔️মাসের, ঋতুর, সালের, দেশের বিষয়ের, ভাষার, বড় শহরের নামের পূর্বে এবং সময় বুঝাতে in বসে।

  • I will come back home in May.
  • I passed the S.S.C. examination in 1991.
  • Tea grows well in China.
  • He reads in English.
  • We speak in English.
  • I live in Dhaka.
  • I get up early in the morning.

 

✔️কোন ব্যক্তি বা বস্তুর পরিস্থিতি বা অবস্থা নির্দেশ করতে in বসে।

  • He is in problem.
  • Our village is in danger now.

 

✔️মধ্যে বা ভিতরে বুঝাতে in বসে।

  • They are many fishes in the river.

Into এর ব্যবহার

বাহির থেকে ভেতরে বুঝালে into বসে।

যেমন: The teacher entered into the class room.

 

গতি বুঝালে into বসে

যেমন:The frog jumped into a cave.

 

On (উপরে) এর ব্যবহার

লেগে থাকা অবস্থায় উপরে বুঝাতে on বসে।

যেমন: There is a pen on the table,

 

Through এর ব্যবহার

কোন কিছুর মধ্য দিয়ে বুঝাতে through বসে।

যেমন: I went there through forest.

 

সাহায্য অর্থে through বসে।

যেমন: I got the prize through hard labor.

 

At, in এর ব্যবহার

ছোট স্থান হলে at এবং বড় স্থান হলে- in বসে

যেমন:I live at Khilkhet in Dhaka.

 

By এর ব্যবহার

দ্বারা বা মাধ্যম বুঝাতে by বসে।

যেমন: I go to school by bus.

 

Since এর ব্যবহার

কোন নির্দিষ্ট সময় বোঝাতে since বসে। 

যেমন: I have been reading a book since morning.

 

For (জন্য) এর ব্যবহার

জন্য বুঝাতে for বসে। 

যেমন: I am waiting for you.

 

কোন নিদির্ষ্ট সময় বোঝাতে for বসে।

যেমন: I have been reading a book for two hours.

 

পক্ষে বোঝাতে for বসে।

যেমন: I will vote for you.

 

অভিমুখে বোঝাতে for বসে।

যেমন:I left for Dhaka.

 

সত্বেও অর্থে বোঝাতে for বসে।

যেমন: For all his wealth. he is not happy.

 

Against (বিরুদ্বে) এর ব্যবহার

বিরুদ্বে বোঝাতে against বসে।

যেমন: Iran is fighting against America.

 

From (হইতে) এর ব্যবহার

হইতে বোঝাতে from বসে।

যেমন: I am from London.

 

Over এর ব্যবহার

উপর দিয়ে অতিক্রম বুঝাতে Over বসে।

যেমন:A bird is flying over our head.

 

স্পর্শহীন অবস্থায় উপরে বুঝাতে over বসে।

যেমন: There is a fan over the roof.

 

Above এর ব্যবহার

অনেক উপরে বা অধিকতর উপরে বুঝাতে above বসে।

যেমন: The sky is above our heads.

 

অপেক্ষা অর্থ বুঝাতে above বসে।

যেমন: value character above every thing.

 

Under এর ব্যবহার

নিচে, কোন কিছুর নিচে বুঝালে under বসে।

যেমন: There is a cat under the table

 

কারো অধীনে বুঝালে under বসে।

যেমন: We all work under the chairman.

 

Down এর ব্যবহার

নিচে, উপর থেকে নিচের দিকে বুঝালে down বসে।

যেমন: You will fall down from the tree.

 

নিচের অংশ অর্থ বুঝাতে down বসে।

যেমন:They live down the river.

 

Below এর ব্যবহার

নিচে, নিদির্ষ্ট পরিমান বা সংখ্যার কম বুঝালে below বসে।

যেমন: He has got below 60% marks in the S.S.C examination.

 

নিম্ন মানের অর্থ বুঝাতে below বসে।

যেমন: This post is nothing but below his dignity.

 

 

Without এর ব্যবহার

ছাড়া/ ব্যতীত অর্থ বুঝাতে without বসে।

যেমন: You should not do anything without my permission.

 

Within এর ব্যবহার

কোন সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে within বসে।

See also  Present Perfect Continuous Tense কি ও কত প্রকার?

যেমন: I will write the book within two months.

 

স্থানের মধ্যে বুঝাতে within বসে।

যেমন: His house is within two miles of the market.

 

along এর ব্যবহার

বরাবর অর্থ বুঝাতে along বসে।

যেমন: We are walking along the road.

 

After এর ব্যবহার

পরে অর্থ  বুঝাতে after বসে।

যেমন: I will go after you.

 

পিছনে অর্থ বুঝাতে after বসে।

যেমন: We ran after the thief.

 

Behind এর ব্যবহার

পিছনে কারও বা কোন কিছুর পেছনে বুঝাতে behind বসে।

যেমন: Who is standing behind you

 

সমর্থন বুঝাতে behind বসে।

যেমন: We are all behind you.

 

To এর ব্যবহার

দিকে বা প্রতি দিকে বুঝাতে to বসে।

যেমন: I am going to Dhaka.

 

কাছে বা নিকটে বুঝাতে to বসে।

যেমন: He will come to me.

Note: Home, here, there, abroad এর পুর্বে to বসে না। 

 

Across এর ব্যবহার

অপর পাশে, আড়াআড়িভাবে বা এক পাশ থেকে অন্য পাশে বুঝাতে Across বসে ।

  • My college is just across the road.
  • Go across the street.
  • There is an over bridge across the road.

 

Via (মাধ্যম) এর ব্যবহার

মাধ্যম বোঝাতে via বসে:

যেমন: I go to Gopalganj via Faridpur. 

 

[su_note note_color=”#080808″ text_color=”#ffffff”]Note: Relative Pronoun, Interrogative Pronoun বা Interrogative Adverb যুক্ত Preposition sentence এর শেষে বসে।[/su_note]

 


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ tax_term=”4″]


 

ছন্দে ছন্দে Preposition শিখুন

  • নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে করবে বেশ। 
  • সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে in বসানো হয় আজ অব্দি। 
  • প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে at বসিয়ে করবে বাজিমাত। 
  • সময়ের আগে at বসে, দিনের আগে on, দিনের অংশ ভাগে in না বসালে, করবে তবে Wrong। 
  • Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে, এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে। 
  • Person-এ by, পাশে বুঝাতেও by, (যানবাহনের আগে) কিন্তু in a car, দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার। 
  • ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। 
  • বাহির থেকে ভিতরে into ব্যবহার করো, ভিতর থেকে বাহিরে হয় out of, Preposition না বুঝলে মুড থাকবে off. 
  • লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে হয় above, Since, for বুঝ না, কেন না।
  • শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for, গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under, Preposition আসলেই খুব মজার। –
  • মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition শিখতে পেরে, আমি আছি খুব ভালো। –
  • On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto, সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to. কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through (বাধা থাকলে)। –
  • এ পাশ থেকে ওপাশে যেতে হয় across, (বাধা না থাকলে)

Preposition এর আরো কিছু ব্যবহার

✔️বড় স্থান বা বড় সময়ের পূর্বে In এবং ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে at বসে।

✔️In + বড়স্থান বা বড় সময় at + ছোট স্থান বা ছোট সময়। সময়ের পূর্বে In ব্যবহার করলে তারপর The বসে, কিন্তু at ব্যবহার করলে কোন the বসে না ।

✔️গ্রাম বা ছোট শহরের নামের পূর্বে at এবং বড় শহরের নামের পূর্বে বা দেশ বা মহাদেশের নামের পূর্বে In বসে। কিন্তু গ্রামে বা শহরে বা জেলায় বললে in a village / in a town. in a city / in a district হয়।

Note: ছোট জায়গার পূর্বে at বসে । নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে ।  অফিস, লাইব্রেরী, সিনেমা, থিয়েটার ইত্যাদির ক্ষেত্রে যখন তার স্বাভাবিক উদ্দেশ্যের কথা বলা হয়, তখন তার পূর্বে at বসে।

 

[su_box title=”যে সকল শব্দের আগে Preposition “at” বসতে পারে :” style=”glass” title_color=”#cca4a4″]at noon, at night, at dusk, at dawn. at home, at school, at present, at a distance, at war. at peace, at play, at work, at dinner, at hand, at liberty, at last, at first, at first sight, at all, at instant, at dead of night. at an early age, at the door, at the window, at the same time, at the office, at meeting, at short notice, at 10 a.m. at 4 p.m. at half past five, at breakfast, at the moment, at the time, at the theater (= watching a play) at page, (at the office on duty).[/su_box]

 

[su_box title=”যে সকল শব্দের আগে Preposition “in” বসতে পারে” style=”glass” title_color=”#cca4a4″]in the morning. in the afternoon. in the evening in the next few days, in the summer holidays, in the spring, in the July, in Delhi, in Bangladesh, in London, in a country, in a forest, in a desert, in the office, in the theatre, in the library, in arms, in danger, in ruins, in power, in haste. in cash. in time, in absence, in a hurry, in the dark, in the sun, in the shade, in the army (Occupation) in a few days, in a bad temper, weak in history.[/su_box]

[su_note note_color=”#080808″ text_color=”#ffffff”]Note: বড় জায়গার পূর্বে in বসে। যেমনঃ বড় শহরের নামের পূর্বে দেশ বা মহাদেশের নামের পূর্বে। অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে in বসে।[/su_note]

By, with এর ব্যবহার:

কাজ যার দ্বারা ঘটে তার নামের আগে by এবং যে যন্ত্র বা উপকরণ (Instrument) দ্বারা কাজটি করা হয় তার নামের আগে with বসে।

See also  Participle ও Gerund এর পার্থক্য

Doer (অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর দ্বারা) বোঝালে by এবং Instrument (অর্থাৎ বস্তুর দ্বারা) বোঝালে with হয়।

 

 

[su_box title=”কোন উপায় বোঝাতে by ব্যবহৃত হয়” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Travel by land ( স্থল পথে যাওয়া), Travel by air ( আকাশ পথে যাওয়া), Travel by plain (বিমানে যাওয়া), Travel by water (জল পথে যাওয়া), Learn by heart ( মুখস্থ করে নাও), Travel by sea (সমুদ্র পথে যাওয়া), Travel by bus (বাসে যাওয়া), Travel by train (ট্রেনে যাওয়া ) Travel by boat (নৌকায় যাওয়া), by force, by post, by Position. Disprove by fire, Caused by flood, by accident, by tuition. by hand, paid by credit card. by day, by night, by name, by land, by water, by river, by air.. by boat, by bus, by train. by ship. (But on foot).[/su_box]

 

যেখানে Preposition বসে

Noun বা noun- এর সমতুল্য কোন শব্দের আগে Preposition বসে।

Examples:

  • She sat beside Hasan.

(Noun এর আগে preposition বসে)

  • I talked to him.

(Pronoun এর আগে preposition বসে)

  • We are in the classroom.

(Noun phrase এর আগে preposition বসে)

  • He is fond of traveling.

(Gerund এর আগে preposition বসে)

  • Listen to what Hasan says.

(Noun clause এর আগে preposition বসে)

 

 

Words followed by Prepositions

 

[su_box title=”নিম্নলিখিত Noun গুলির পরে Preposition ‘ for” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Affection, ambition, anxiety, apology, appetite aptitude, blame. candidate, capacity. compassion, compensation, contempt. craving, desire, esteem, fitness, fondness, guarantee. leisure, liking. match, motive, opportunity, partiality, passion, pity, prediction. pretext. relish. remorse, reputation, surety.[/su_box]

 

[su_box title=”নীচের Noun গুলির পরে Preposition ‘ With” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Acquaintance, alliance, bargain, comparison, conformity, intercourse. intimacy, relations.[/su_box]

 

নীচের Noun গুলি পরে Prepositionof” বসে।

Abhorrence, assurance, charge, distrust, doubt, experience, failure. observance, proof. result, want.

 

[su_box title=”নীচের Noun গুলির পরে Preposition to” বসে” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Access, accession, allegiance, alternative, antidote, antipathy, approach, assent, attachment, attention, concession. disgrace, dislike. encouragement, enmity, exception, incentive, indifference, invitation. key. leniency, likeness, limit. menace, obedience, objection. obstruction, postscript, preface, reference. repugnance, resemblance, sequel, submission. succession, supplement, traitor.[/su_box]

 

 

[su_box title=”নীচের Noun গুলির পরে Preposition “ from’ বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Desinences. cessation, deliverance, descent, digression, scope, exemption, inference, respite.[/su_box]

 

 

[su_box title=”নীচের Adjectives ও Participle এর পরে Preposition to” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Abhorrent, acceptable, accessible, accustomed, addicted, adequate, adjacent, affectionate. agreeable, akin, alive, amenable, analogous, applicable, appropriate. beneficial, callous. common, comparable, condemned. conducive, conformation, congenial, consecrated. contrary, creditable, deaf, derogatory, detrimental, devoted, disastrous, due, entitle, equal. essential. exposed, faithful. fate. foreign, indispensable, indulgent, inimical. insensible. inured, irrelevant, hurtful, immaterial, impervious, indigenous, limited, lost, loyal, material, natural, necessary, obedient, obliged, offensive. opposite, painful, partial, peculiar, pledged. preferable. prejudicial, prior, profitable, prone, reduced, related. relevant, repugnant. responsible. restricted. sacred. sensitive, serviceable, subject, suitable. suited. supplementary, tantamount.[/su_box]

 

 

 

[su_box title=”নীচের Adjective ও Participle এর পরে Preposition “in” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Absorbed, abstemious. accomplished, accurate, assiduous, backward, bigoted, correct, defective, deficient, experience, diligent, enveloped. fertile. foiled, honest, implicated, interested, involved, proficient, remiss, temperate, versed.[/su_box]

 

 

 

[su_box title=”নীচের Adjective ও Participles এর পরে Preposition ‘with” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Acquainted, afflicted, beset. busy, compatible, complaint, consistent. contemporary. contented. contrasted. conversant, convulsed, convulsed, delighted, deluged, disgusted. drenched, endowed, fatigued, fired, gifted, infatuated, infected, infested. inspired. intimate. invested, overcome, popular, replete, satiated, satisfied, touched.[/su_box]

 

 

 

[su_box title=”নীচের Adjective ও Participle গুলির পরে Preposition ‘of’ বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Accused, acquitted, afraid, apprehensive. apprised. assured, aware, bereft. bought, cautions, certain, characteristic. composed. confident. conscious, convicted, convinced. covetous, defrauded. deprived, desirous, destitute, devoid, diffident, distrustful, dull, easy. envious, fearful, fond, greedy, guilty, heedless, ignorant, informed, innocent, irrespective. lame. lavish, negligent. productive, proud. regardless. sanguine, sensible. sick, slow. subversive, sure, suspicious. tolerant, vain, void, wary, worthy.[/su_box]

 

 

[su_box title=”নীচের Adjectives ও Participles গুলির পরে “for’ Preposition টি বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Anxious, celebrated, conspicuous, customary, designed, destined, eager, eligible, eminent. fit, good, grateful. notorious. penitent, prepared. proper, qualified, ready, sorry, sufficient. useful. zealous.[/su_box]

 

 

[su_box title=”নীচের Verb গুলির পরে Preposition ”to” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Accede, adapt, adhere, allot, allude, apologize. appoint, ascribe, aspire, assent, attain. attend, attribute, belong, conduce. conform, consent. contribute. land, listen, object, occur, prefer, pretend, refer. revert. stoop. submit, succumb. surrender, testify, yield.[/su_box]

 

 

[su_box title=”নীচের Verb গুলির পরে Preposition “from’ বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Abstain, alight, cease, debar, derive, derogate, desist. detract. deviate, differ, digress, dissent, elicit, emerge, escape, exclude, preserve, prevent, prohibit, protect, recoil. recover, refrain.[/su_box]

 

 

[su_box title=”নীচের Verb গুলির পরে Preposition ‘with” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Associate, bear, clash, coincide, comply, condole. cope. correspond, credit. deluge. disagree, dispense, expostulate, fill. grapple, intrigue, meddle, part, quarrel. demonstrate. side, sympathize, vie.[/su_box]

 

 

[su_box title=”নীচের Verb গুলির পরে Preposition ‘of” বসে।” style=”glass” box_color=”#0b0401″ title_color=”#f6f0f1″]Acquit, beware, boast, complain, despair, die, disapprove, divest, dream, heal, judge, repent, taste.[/su_box]

 

👉নীচের Verb গুলির পর Prepositionfor” বসে।

Atone, canvass, care. clamor. feel, hope, mourn. pine. start, stipulate, sue, wish, yearn.

 

👉নীচের Verb গুলির পরে Prepositionin” বসে।

Acquiesce, dabble, delight, employ, enlist, excel, fall, glory, increase, indulge, involve. preserve, persist.

 

👉নীচের Verb গুলির পরে Prepositionon” বসে।

Comment, decide. depend, determine, embark, encroach, enlarge, impose, insist, intrude, resolve.

 

Reference: Wren & Martin

 

Related Articles

Back to top button