Basic English Grammar

Present Perfect Tense কাকে বলে ও কত প্রকার?

Present Perfect Tense কাকে বলে?

কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে

 

Present Perfect Tense এর গঠন:

গঠন: Subject + have/has + verb – past participle + Extension.

চেনার উপায়ঃ ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছেন, ছে, ছি ইত্যাদি থাকে

 

👉যেখানে have/ has বসে। 3rd  person singular number (He, She, It, Rahim etc.) -এর পর has বসে।  বাকি person গুলোতে have বসে।

 

Examples:

He has come just now.  (তিনি মাত্র এসেছেন।)

I have had my meal. (আমি আমার খাবার খেয়েছি)

 

Present Perfect Tense Structure গঠন:

Affirmative: 

Subject+ have/ has Verb এর Past participle form + Extension.

 

Negative:

Subject+ have/ has +not+ Verb এর Past participle form+ Extension.

 

Interrogative:

Have/ has+ Subject+ Verb Past participle form +Extension?

See also  Participle কাকে বলে,কত প্রকার ও এর ব্যবহার?

 

Neg-Int:

Haven’t/ hasn’t + Subject +Verb এর Past participle form+ Extension?

 

 

Example:

Hasan has played football.

হাসান ফুটবল খেলেছে।

 

Hasan has not played football.

হাসান ফুটবল খেলেছে।

 

Has Hasan played football?

হাসান কি ফুটবল খেলেছে?

 

Hasn’t Hasan played football?

হাসান কি ফুটবল খেলেনি?

 

Note : বাংলাক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছেন, ইত্যাদি থাকলেও যদি অতীত সময়ের (Past time) উল্লেখ থাকে তবে ইহা Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয়।

Examples:

Inco. He has come home yesterday.

Corr. He came home yesterday.

 

👉Note : বাংলা ক্রিয়ার শেষে নি থাকলে এবং এদের পূর্বে সময় বাচক Adverb থাকলে ইহা অবশ্যই Present Perfecte Tense হবে।

এখনো না এর জন্য not yet, কখনো না এর জন্য never এবং তখনও এর জন্য by that time ব্যবহার করতে হয়।

Example:

  • Hasan has not yet come.
  • Hasan has never gone to London.
See also  Present Indefinite Tense কি, এর গঠন ও ব্যবহার?

 

👉Note: Since + a point in time (নির্দিষ্ট সময়), since + clause, since + adverb গুলোর সাথে Present Perfect Tense ব্যবহৃত হয়।

  • I have not seen her since January.
  • I have not seen him since I was four.

 

👉Note: Just, just now, already, recently, late, never, ever, yet, lately ইত্যাদি Adverb যুক্ত বাক্য সাধারনত Present Perfect Tense হয়।

যেমনঃ

  • You ever (be) to Khulna?

Ans: Have you ever been to khulna?

 

  • He (come) just now.

Ans: He has come just now.

Related Articles

Back to top button