Basic English Grammar

Past Perfect Tense কাকে বলে ও এর গঠন?

Past Perfect Tense কি?

অতীত কালে দুইটি কাজই সম্পন্ন বুঝায়, একটি কাজ আগে এবং অপর কাজটি পরে সম্পন্ন হয়। যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি Past Perfect এবং অপরটি Past Indefinite Tense হয়।

  • গঠন: Subject + had + verb এর past participle + Extension.

 

➡️Past Perfect Tense এর গঠন Structure :

  • Affirmative: Subject + had +Verb এর Past participle form+ Extension.

 

  • Negative: Subject + had + not+ Verb এর Past participle form + Extension.

 

  • Interrogative: Had + subject + Verb এর Past participle form + Extension?

 

  • Neg- Int: Hadn’t + subject + Verb এর Past participle form + Extension?

 

👉Note: মনে রাখবেন এই নিয়মটি শুধুমাত্র Narration-এ ব্যবহৃত হয়।

 

Examples :

  • I had done the work.

আমি কাজটি করেছিলাম।

 

  • I had not done the work.

আমি কাজটি করিনি।

 

  • Had I done the work?

আমি কি কাজটি করেছিলাম?

 

  • Hadn’t I done the work?
See also  Present Indefinite Tense কি, এর গঠন ও ব্যবহার?

আমি কি কাজটি করিনি ?

 

👉Note: মনে রাখবেন Past Perfect Tense এ দু’টি কাজই অতীতকালে সম্পন্ন হয়। যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি Past Perfect Tense এবং যে কাজটি পরে সম্পন্ন হয় সেটি Past Indefinite Tense হয়।

 

অর্থাৎ, before এর আগে Past Perfect Tense এবং পরে Past Indefinite Tense হবে। After এর আগে Past Indefinite Tense এবং পরে Past Perfect Tense হয়। সহজ কথায় কোন বাক্যে কোন কাজ পূর্বে করা বুঝালে had পূর্বে বসে ।

 

Examples :

  • The patient had died before the doctor came.

ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল ।

 

  • The patient died after the doctor had come.

ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল ।

 

  • The farmers had ploughed the land before they sowed seeds.

বীজ বপনের পূর্বে কৃষকরা জমি চাষ করল।

 

  • The farmers ploughed the land after they had sowed seeds.

বীজ বপনের পরে কৃষকরা জমি চাষ করল।

See also  Present Continuous Tense কি এবং এর গঠন

 

 

👉Note : করতে না করতেই বা করা মাত্র, যেতে না যেতেই বা যাওয়া মাত্র ইত্যাদি ক্রিয়ার ইংরেজি বাক্যের গঠন হবে:

 

Structure:

  • No sooner + had + subject + v3 + object + than + subject(2) + V2 + object.

 

  • Scarcely had + subject + V3 + object + than+ subject (2)+V2+ object.

 

  • Hardly + had + subject + V3 + object + before + subject (2) + V2 + object.

 

👉Note: প্রিয় পাঠক V1, V2, V3 বলতে যথাক্রমে Verb-এর Present, Past ও Participle form বুঝানো হয়েছে।

 

Examples:

  • No sooner had the teacher entered the class than the students stood up.

শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই ছাত্ররা দাঁড়াল।

Related Articles

Back to top button