Basic English Grammar

Participle ও Gerund এর পার্থক্য

ইংরেজিতে Gerund ও Participle এর পার্থক্য কীভাবে বোঝবেন?

Participle ও Gerund সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করছি। দেখি সহজে আলোচনা করা যায় কিনা।

Participle এবং Gerund এর পার্থক্য সম্বন্ধে ভাল করে বুঝতে হলে আগে Non-finite Verb সম্বন্ধে সামান্য বলে নেয়া ভাল।

 

যে Verb পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না তাকে Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলে।

যেমন:

  • I want to play .
  • He doesn’t want to watch the movie.
  • I saw her reading a novel.

 

উপরে যে মোটা অক্ষর (Bold) গুলো দেখতে পারছেন এগুলো সব Non-finite Verb। কারণ এই Verb গুলো খেলতে, দেখতে, পড়তে ইত্যাদি অর্থ প্রকাশ করছে, এগুলো পূর্ণরূপে অর্থ প্রকাশ করছে না।

Non-finite Verb তিন প্রকার।

যথা:

  1. Infinitive.
  2. Participle.
  3. Gerund.

 

Infinitive কি? : Verb এর Present form এর পূর্বে to বসিয়ে Infinitive গঠন করা হয়।

যেমন:

  • He told me to do the work.
  • I want to buy a saree.
See also  Past Indefinite Tense কাকে বলে ও এর গঠন?

 

Participle কি?

যে Verb গঠন করতে কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য ছাড়াই Verb এর রূপ পরিবর্তন করা যায় সেটাই Participle। একটি বাক্যে Participle সাধারণত Verb এবং Adjective এর ন্যায় কাজ করে।

 

 

Participle তিন প্রকার।

যথা:

  • Present Participle
  • Past Participle
  • Perfect Participle

 

১. Present participle (V+ ing):

Verb এর Present form-এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective-এর কাজ করে।

উদাহারণ:

  • I saw a flying bird. (v+ adj)

আমি একটি উড়ন্ত পাখি দেখলাম।

 

  • The cuckoo is a singing bird. (v+ adj)

কোকিল গায়ক পাখি।

 

  • Barking dogs seldom bite. (v + adj)

ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়।

 

  • I saw a sleeping beggar. (v+ adj)

আমি একজন ঘুমন্ত ভিক্ষুক দেখলাম।

 

  • Bangladesh is a developing country. (v+ adj)

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

 

👉Note: Relative Pronoun এর পরিবর্তে Adjective এর ন্যায় Present participle ব্যবহৃত হতে পারে।

  • The people living in city are not always happy.
  • The teachers working here get handsome salary.
See also  Past Continuous Tense কাকে বলে ও এর গঠন?

 

২. Past Participle.

(gone, done, written…etc)

উদাহরণ:

• I saw a rotten mango on the tree.

• The polluted water can cause many diseases.

 

৩. Perfect participle

(Having +Verb এর Past participle)

Verb এর Past participle এর পূর্বে ‘having’ যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective-এর কাজ করে।

উদাহরণ:

  • Having said Goodnight, he went away.
  • Having passed MA, he joined a good job.

 

Gerund কাকে বলে?

Gerund এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্যপদ । Gerund গঠন করতেও কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য লাগে না।

এটি বাক্যে Noun এবং Verb এর কাজ করে। Verb এর সাথে ing যোগ (verb + ing) করে Gerund গঠন করা হয়।

যেমন:

  • Swimming is a good exercise.
  • I like playing badminton.
  • Stop shouting.

 

এখন গুরুত্বের সাথে লক্ষ্য করুন:

Present Participle এবং Gerund উভয়ের মধ্যে মিল হচ্ছে:

✓ উভয়‌ই Verb এর কাজ করে।

✓ উভয়কেই Double part of speech বলে।

See also  Past Perfect Continuous Tense কাকে বলে ও এর গঠন?

 

Present Participle এবং Gerund এর মধ্যে পার্থক্য গুলো হচ্ছে:

✓ উভয়ই Verb এর কাজ করে, কিন্তু Present Participle শুধু Adjective এর কাজ করে এবং Gerund শুধু Noun এর কাজ করে।

✓ Gerund যখন শুধু Noun এর কাজ করে তখন তাকে Verbal Noun বলে। যেমন: The reading of, The making of ইত্যাদি।

 

 

আরো সহজভাবে participle ও gerund এর পার্থক্য

Gerund হল এমন একটি Noun যা Verb এর শেষে -ing যুক্ত করে তৈরী করা হয় । একে Verbal Noun ও বলে।

যেমন:

  • Reading is a good habit.

 

আর এক ধরনের Gerund হয়। সেটা infinitive হিসাবে ব্যবহৃত হয় । একে Gerundial Infinitive বলে।

যেমন:

  • I have a car to let. 
  • This is a scene to watch.

 

আর, ParticipleVerb এর শেষে — ing যুক্ত করেই করা হয়,কিন্তু এটি Verb এর continuous বা progressive form হিসাবে ব্যবহৃত হয় ।

যেমন :

  • The boys are reading in the library.

 

Participle কখনো কখনো Adjective হিসাবে ও ব্যবহৃত হয় । তাকে Participle Adjective বলে।

যেমন :

  • Don’t get down from a running bus.

Related Articles

Back to top button