Infinitive কাকে বলে, কত প্রকার ও এর নিয়ম?
Table of Contents
Infinitive কাকে বলে?
Number, Person এবং Tense অনুসারে যে Verb এর কোন পরিবর্তন হয় না, তাকে Infinitive বলে।
যেখানে Infinitive ব্যবহৃত হয়:
করতে যেতে খেতে/ পড়তে/ লিখতে Infinitive ব্যবহৃত হয়।
অর্থাৎ Verb এর present form এর পূর্বে to যুক্ত হয়।
[su_box title=”নিচের verb গুলোর পরে Infinitive হয়।” style=”glass” title_color=”#cca4a4″]Afford, agree, appear, arrange, ask, attempt, (can’t) bear, beg, begin, care, choose, continue, claim, consent, dare, decide, demand, deserve, expect, fail, forget, go on, happen, hate, hesitate, hope, help, intend, learn, like, love, manage mean. need. neglect offer plan. prepare, prefer, pretend, promise, propose, refuse, regret, remember, seem, start, swear, trouble, try, tend, threaten, wait, want. wish etc.[/su_box]
Reference: Michael Swan
Some examples Infinitive:
- He competed to fight with me.
সে আমার সাথে যুদ্ধ করতে প্রতিযোগিতা করেছিল ।
- He consented to go there.
সে সেখানে যেতে সম্মত হয়েছিল।
- Rahim continued to do the work.
রহিম কাজটি করা চালিয়ে গিয়েছিল।
- He fails to attract her.
সে তাকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়।
- The boy grew fast just to help his father.
ছেলেটি দ্রুত বড় হয়েছিল তার বাবাকে সাহায্য করতে।
- Karim hates to smoke with him.
করিম তার সাথে ধূমপান করতে ঘৃণা করে।
- She was anxious to meet her husband.
সে তার স্বামীর সাথে দেখা করতে উদ্বিগ্ন ছিল।
- The rich neglect to help the poor.
ধনীরা গরিবদেরকে সাহায্য করতে অবহেলা করে।
- The girl offered to give me a pen.
মেয়েটি আমাকে একটি কলম দিতে প্রস্তাব করেছিল।
- He proposed to begin the work.
সে কাজটি শুরু করতে প্রস্তাব দিয়েছিল।
➡️Infinitive কত প্রকার?
Infinitive তিন প্রকার।
যেমনঃ
- To-infinitive
- Bare infinitive
- Split infinitive
✔️To- infinitive কাকে বলে?
To- infinitive : কোন বাক্যে to + verb থাকলে তাকে to + infinitive বলা হয়।
যেমনঃ
- He wants to go.
- He went to market to buy a pen.
✔️Bare infinitive কাকে বলে?
Bare infinitive : যখন কোন infinitive এর to উহ্য (silent) থাকে ও যেতে, খেতে, পড়তে লিখতে, নাচতে, গাইতে ইত্যাদি অর্থ প্রকাশ করে তখন তাকে Bare infinitive বলে।
যেমনঃ
- I heard him sing a song.
- I saw him work.
✔️Split infinitive কাকে বলে?
Split infinitive : To+verb এর মাঝ স্থানে যখন কোন adverb ব্যবহৃত হয় তখন সেই to+verb কে split infinitive বলা হয়।
যেমন:
- I want to really play.
আমি সত্যিই লেখতে চাই
- He agreed to help me.
সে সাহায্য করতে রাজি হল।
Infinitive এর ব্যবহার
✔️উদ্দেশ্য নির্দেশ করে কোন কথা বলতে গেলে বাংলা ক্রিয়া শেষে যদি ‘তে’ বা ‘জনো’ আসে তাহলে ইংরেজিতে ঐ ক্রিয়ার পূর্বে সাধারণতঃ to বসে।
অর্থাৎ to + verb (Infinitive) হয়।
যেমন:
- I told him to go.
আমি তাকে যেতে বললাম।
✔️‘অনুভূতি প্রকাশ করে কোন কথা বলতে গেলে বাংলা ক্রিয়ার শেষে যদি ‘বেয়’ আসে তাহলে ইংরেজিতে ঐ জিয়ার পূর্বে সাধারণত to বসে।
অর্থাৎ(to + verb Infinitive) হয়। অর্থাৎ কোন কিছু দেখে খুশি হওয়া, দুঃখিত হওয়া, মর্মাহত হওয়া ইত্যাদি বুঝাতে to + verb হয়।
যেমন:
- I am glad to see you.
তোমাকে দেখে আমি খুশি
✔️কোন কিছু করা, যেমনও যাওয়া, লেখা, পড়া, নেওয়া, দেওয়া, জানা, বলা ইত্যাদি বুঝাতে ইংরেজিতে ক্রিয়া to + verb রূপে বসে।
অর্থাৎ কোন কারে Verbal Noun নাম বুঝাতে ইংরেজি জিয়া to + verb রূপে বাস তবে এক্ষেত্রে verb + ing (Gerund) ও বসতে পারে।
যেমন:
To learn / Learning English is not difficult. (ইংরেজি শেখা কঠিন নয়)
✔️কোন কিছু সম্পন্ন হতে হবে’ ‘শেষ হতে হবে বুঝাতে অর্থাৎ Passive অর্থে non-finite বুঝাতে Passive (to be + past participle) হয় ।
যেমন:
- The work needs to be finished soon.
কাজটি দ্রুত শেষ হওয়া প্রয়োজন/ হতে হবে
✔️কাউকে কিছু করতে দেখা বুঝাতে verb + ing বা Bare Infinitive ব্যবহৃত হয় ।
যেমন:
- I saw him going/ go
আমি তাকে যেতে দেখলাম
✔️Verb এর Subject হিসাবে Infinitive বসে।
যেমন:
- To err is human.
- To tell a lie is a great sin.
✔️Transitive verb এর Object হিসাবে Infinitive বসে।
যেমন:
- He wants to write a book.
- He wants to play football
✔️Preposition এর Object হিসাবে Infinitive বসে।
যেমন:
- The patient is about to die.
- The bus is about to leave the station.
✔️Intransitive verb এs complement হিসাবে Infinitive বসে।
যেমন:
- The man seems to be smart.
- Mahbub seems to be honest.
Examples of Infinitive:
- I didn’t want him to go.
- We don’t allow anybody to smoke here.
👉Note : কোন কোন ক্ষেত্রে Infinitive এর to উহ্য থাকে, এ ধরনের Infinitive কে Bare Infinitive বলে ।
[su_box title=”নিচের Verb গুলো Bare Infinitive হিসাবে ব্যবহৃত হয়।” style=”glass” title_color=”#cca4a4″]Bid. cannot but, dare, let, make, see, behold, watch, hear, need, feel, used to, modal Auxiliaries (can, could, may, might, shall, should, had better to have to etc.)[/su_box]
Example:
- I saw him cross the road. (to cross)