Speaking

Ellipsis বা শব্দ বর্জন কাকে বলে ও কত প্রকার?

Ellipsis বা শব্দ বর্জন কাকে বলে?

Ellipsis শব্দ বর্জন: Spoken English-Written English থেকে কিছুটা ভিন্ন, যা সব সময় Grammar অনুসরণ করে না। তাই আমরা Ellipsis শব্দ বর্জন এর সাহায্য গ্রহণ করে অত্যন্ত সংক্ষিপ্তাকারে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। 

The term ellipsis means the leaving out of a word or words from sentence when the meaning can be understood without it/ them. (Oxford Dictionary)

(Ellipsis বা শব্দ বর্জন বলতে আমরা বুঝি কোন বান্ধা থেকে শব্দ বা শব্দ সমষ্টির বর্জন যা ছাড়া অর্থ বুঝা যায়)

 

Ellipsis বা শব্দ বর্জন কত প্রকার ও কি কি?

Ellipsis তিন প্রকার :

  1. Nominal ellipsis.
  2. Verbal ellipsis.
  3. Clausal ellipsis.

 

Nominal Ellipsis কাকে বলে?

By nominal ellipsis we mean ellipsis with the nominal group. When noun is dropped or omitted in the second sentence, it is called nominal ellipsis.

See also  কিভাবে ইংরেজি উচ্চারণ করবেন, ইংরেজি উচ্চারণের সহজ নিয়ম

Example:

  • Amir: Do you like meat? (তুমি কি মাংস পছন্দ কর?)
  • Abir: Yes, I like. (I like meat.) (হ্যা, পছন্দ করি)

 

  • Sakib: Does he go there? (সে কি সেখানে যায়?)
  • Hasan: Yes, he goes. (হ্যা, সে যায়)

 

Verbal ellipsis কাকে বলে?

By verbal ellipsis we mean the omission within the verbal group.

 

Verbal Ellipsis দুই প্রকার ।

  1. Lexical
  2. Operator

 

Lexical ellipsis কাকে বলে:

Lexical ellipsis is the type of ellipsis in which the lexical verb is missing from the verbal group.

Examples:

  • Kamal: Are you writing?
  • Nahid: Yes, I am. (I am writing.)
  • Nirob: Will he go tomorrow?
  • Nahid: No, he won’t. (He won’t go.)

 

 

Operator ellipsis কাকে বলে:

Operator ellipsis involves only the omission of operators, the lexical verb always remain intact.

Examples:

  • Jerin is walking and her brother running.

জেরিন হাঁটছে আর তার ভাই দৌড়াচ্ছে

See also  বক্তব্য এর কিছু নিয়ম-Steps of formal speech

 

  • Some are going and others coming.

কেউ যাচ্ছে কেউ আসছে

 

Clausal ellipsis কাকে বলে:

Clausal ellipsis has a two-part structure consisting of model element plus propositional element.

Examples:

  • Speaker-1: Why is Mr. Kamal going to Banglabazar?
  • Speaker-2: To buy a book. (Mr. kamal is going to Banglabazar to buy a book.)

 

সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি।

Examples:

  • Arman: He played football.
  • Arit: Did he? (Did he play football?)

 

Speaker-1: When did you come here last? (তুমি শেষবারের মত করে এখানে এসেছিলে?)

Speaker-2: The day before yesterday. (I came here the day before yesterday.)

 

Speaker-1: What English newspaper do you read? (তুমি কোন ইংরেজি সংবাদপত্র পড়)

Speaker-2: The Daily Star. (I read the Daily Star.)

 

Structures:

👉Note: ইংরেজিতে কথা বলার জন্য বাক্য গঠনের নিয়মটি আগে ভাল করে বুঝতে হবে। তারপরে ইংরেজি বাক্যগুলোর Subject ও Verb পরিবর্তন করে নতুন নতুন বাক্য গঠন করতে হবে ও বাক্যগুলো জোরে জোরে পড়তে হবে এবং এভাবে একজন ইংরেজি পিপাসু মানুষের কথা ও লেখার গভীরতা বাড়বে।

See also  Should এর ব্যবহার

 

Related Articles

Back to top button