Speaking

Should এর ব্যবহার

Uses of should with examples

Should: ইংরেজিতে কথা বলার জন্য বাক্য গঠনের নিয়মটি আগে ভালভাবে বুঝতে হবে। তারপর ইংরেজী বাক্যের Subjectverb পরিবর্তন করে নতুন নতুন বাক্য গঠন করতে হবে এবং বাক্যগুলো জোরে জোরে পড়তে হবে। এভাবে একজন ইংরেজী পিপাসু মানুষের কথা ও লেখার গভীরতা বাড়বে।

 

 

নিম্নে Should এর কিছু ব্যবহার দেয়া হল।

Should এর ব্যবহার

কারো কোন কিছু করা উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should + verb + extension.

Ex:

  • You should read more and more
  • You should think deeply.
  • We should respect our parents.

 

Should have + verb এর Past participle form 

কারো কোন কিছু করা উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should have + verb এর Past participle form + Extension.

See also  Some Important Ornamental Words

Ex:

  • You should have gone there.
  • You should have done the work.
  • You should have written the letter.

 

Should be + verb + ing 

কারো কোন কিছু করতে থাকা উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should be + verb + ing + Extension.

Ex:

  • You should be trying.
  • You should be learning English.
  • You should be doing the work.

 

Should have been + verb + ing

কারো কোন কিছু করতে থাকা উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should have been + verb + ing + Extension.

Ex:

  • You should have been writing a book.
  • You should have been reading the book.
  • You should have been doing the work.

 

Should be এর ব্যবহার

কারো কোন কিছু হওয়া উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should be + Extension.

Ex:

  • Everybody should be polite.
  • We should be conscious.
  • We should be educated. 
See also  কিভাবে ইংরেজি উচ্চারণ করবেন, ইংরেজি উচ্চারণের সহজ নিয়ম

 

Should have been এর ব্যবহার

কারো কোন কিছু হওয়া উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should have been + Extension.

Ex:

  • You should have been more careful.
  • You should have been patient.
  • You should have been sincere.

Should have এর ব্যবহার

কারো কোন কিছু থাকা উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should have + Extension.

Ex:

  • We should have honesty.
  • We should have humanity.
  • Everybody should have dictionary.

 

Should have had এর ব্যবহার

কারো কোন কিছু থাকা উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:

গঠন: Subject + should have had + Extension.

Ex: 

  • You should have had experience.
  • You should have had sincerity.
  • You should have had honesty. 

 

Should be ( Passive voice) এর ব্যবহার

কার্য সম্পাদানকারি যদি বাক্যে অনুপস্থিত থাকে তাহলে Passive voice এ বাক্য গঠন করতে হয়:

গঠন: Subject + should be + verb এর past participle form + Extension.

See also  Ellipsis বা শব্দ বর্জন কাকে বলে ও কত প্রকার?

Ex:

  • Water should be boiled.
  • English should be learnt.
  • The canal should be dug.
  • Clean water should be drunk.

 

Related Articles

Back to top button