Exam Based Grammar

Determiner কাকে বলে, কত প্রকার ও এর ব্যবহার?

Determiner কাকে বলে?

যে-সকল শব্দ বা শব্দগুচ্ছ কোন noun বা noun phrase এর পূর্বে বসে উক্ত noun বা noun phrase দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে, সে-সকল শব্দ বা শব্দ সমষ্টিকে Determiner বলে ।

Determiners হচ্ছে এমন কতগুলো শব্দ যা noun বা noun phrase এর পূর্বে বসে, এবং সেটি specific নাকি generic সেটি নির্দেশ করে। 

Determiner মূলতঃ Adjective. 

 

যে সকল উপাদান Determiner হিসাবে বসে।

  1. Articles: A, An, The.
  2. Possessive Noun: Nahid’s, Hasan’s
  3. Possessive Adjective: My, our, your, her, his, their.
  4. Demonstrative Adjective: This, that, these, those
  5. Distribute Adjective: Either, neither, every, each.
  6. Cardinal Numeral Adjective: One, Two, Three, Four etc.
  7. Ordinal Numeral Adjective: First, second, third etc.
  8. Indefinite Number Adjective: All, many , Few etc.
  9. WH word: What, Which, Whose etc.
See also  Correction এর সহজ নিয়ম

 

Note: মনে রাখবেন Proper Noun এর পূর্বে Determiner বসে না।

যেমন:

  • I have a pen.
  • He is an honest man.
  • Dhaka is the capital of Bangladesh
  • I have many books.

 

উপরের Sentence গুলোতে a, an, the , many, your, two শব্দ বা শব্দগুচ্ছগুলি Noun এর অবস্থা, পরিমান, গুণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করেছে।

উপরের বাক্যে Dhaka ও Bangladesh, Proper Noun তাই Determiner বসে নাই।

 

Determiner প্রধানত ০২ (দুই) প্রকার।
 
যথাঃ
  1. Specific Determiner
  2. General Determiner
 

Specific Determiner কাকে বলে?

কোন কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয়, সেগুলিকে Specific Determiner বলা হয়।
 
যেমনঃ
  • The boys are playing in the field.
[এখানে The শব্দটি Specific Determiner]
 

General Determiner কাকে বলে?

কোন কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণভাবে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয় সেগুলিকে General Determiner বলা হয়।
 
যেমনঃ
[এখানে Some শব্দটি General Determiner]
 

 

Related Articles

Back to top button