Capitalization ও Punctuation ব্যবহারের সঠিক নিয়ম।
Table of Contents
Capitalization ও Punctuation এর ব্যবহার
Capitalization ও Punctuation এর আসাধারন ও গুরুত্বপূর্ণ সব নিয়ম। নির্ভুল ভাবে ইংলিশ লিখার জন্য এই নিয়ম গুলো জাস্ট একবার দেখে নিন
Capital Letter বা Capitalization ব্যবহারের কিছু নিয়ম:
⇒প্রত্যেক Sentence -এর শুরুতে প্রথম বর্ণ Capital letter হয়
যেমন:
-
- We go there.
⇒ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর Capital letter হয়।
যেমন:
-
- My face in thine eye and thine in mine appears.
- And true plain hearts doe in the faces rest.
- Where can we find two better hemispheres
- Without sharp north, without declining west?
Capitalization বা Capital Letters ব্যবহার এর সহজ কিছু নিয়ম:
✔️Direct narration -এর Reported speech -এর প্রথম অক্ষর সর্বদা Capitalization-Capital letter হয়।
যেমন:
-
- He said. “I go to school.”
✔️Proper noun-এর প্রথম অক্ষর সর্বদা Capital letter হয়।
যেমন:
-
- Hasan is a student.
✔️আল্লাহর নামের প্রথম অক্ষর Capital letter হয়।
যেমনঃ
-
- Allah helps us.
✔️কোন দেশের নাম, Official পদ মর্যাদা, শিক্ষাগত Degree কে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করলে capital letter হয়।
যেমন:
-
- GU.K, U.S.A. B.B etc.
✔️কোন ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর capital letter হয়।
যেমনঃ
-
- The Battle of Palashi.
✔️উৎসবের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- Eid-ul-Azha, Eid-ul-Fitre.
✔️ব্যক্তির নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- Badhon. Jewel. Jui, Sumi. Arobi. Sagorika etc.
✔️বারের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
Friday, Sunday.
✔️মাসের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- January, December.
✔️নদীর নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- Padma, Meghna.
✔️পর্বতের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Himalayas.
✔️ধর্মীয় পুস্তকের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Quran, The Bible.
✔️জাতির নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The English. The French.
✔️পত্রিকার নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Daily Ittefaq.
- The Daily Star etc.
✔️দীপুঞ্জ নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Andaman.
✔️Pronoun এবং Interjection সর্বদা capital letter হয়।
যেমন:
-
- I eat rice.
- Oh! beauty.
✔️Proper Adjective-এর প্রথম অক্ষর সর্বদা Capital letter হয়।
যেমন:
-
- American goods are very costly.
✔️পাহাড়ে নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Garo is a hill.
✔️সাগরের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Arabian Sea.
✔️উপসাগরের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Bay of Bengal.
✔️স্মৃতিসৌধের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- The Tajmahal.
✔️বড় জাহাজের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
The Titanic.
✔️উপাধি ও পদবীবাচক শব্দের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- Lame D Islam Khan, Deputy Director.
✔️বিখ্যাত বইয়ের নামের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
The Iliad.
✔️চিঠিপত্রে addressing-এর সময় শব্দের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- My dear
- Father,
- My dear Mother,
- My dear Juí etc.
✔️চিঠিপত্রে North. south, east west এবং এদের derivaion যখন কোন স্থান বুঝায় তখন এদের প্রথম অক্ষর capital letter হয়।
যেমন:
-
- I am going to North America for higher education.
Note: কিন্তু modifier হিসেবে ব্যবহৃত হলে (কোন স্থান না বুঝালে) এই নিয়ম প্রযোজ্য নয়।
যেমন:
-
- Where can we find two better hemispheres
- Without Sharpe north, without declining west?
➡️Exercise of Capitalization:
Use Punctuation and Capitalization-Capital letter where necessary.
i am jerin khan Raisa i was born in 3rd June 1996 in gopalganj there are five members in my family i am the youngest member of my family i read in class eight at Dalnia I A High school my aim is to be a good human being
my philosophy is very simple i always nourish a dream in my heart to snatch away the best success and to serve the nation my hobby is reading writing and listening to music
[su_heading size=”24″ margin=”0″]Punctuation (বিরামচিহ্ন) কাকে বলে?[/su_heading]
“Punctuation (derived from the Latin punctum, a point) means the right use of putting in points or stops in writing.”
-Wren & Martin
Punctuation (বিরামচিহ্ন) ব্যবহারের নিয়ম-
Punctuation হলো একটানা কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে থেমে যাই, দম নিয়ে থাকি। ঠিক তেমনি কোন কিছহু পড়ার সময় আমাদের মাঝে মাঝে থামতে হয় বা break নিতে হয়। বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝার জন্য বাক্যের কথায় কতটুকু থামতে হবে তার কিছু নিয়ম আছে এবং কতগুলো সাংকেতিক চিহ্নর সাহায্যে নিয়মগুলো প্রকাশ করা হয়। এই সাংকেতিক চিহ্ন গুলো কে punctuation বা punctuation marks বলা হয়।
নীচে বিরামচিহ্নগুলি আলোচনা করা হল (Rules of Punctuation)
Full stop (ফুলস্টপ) [.] এর ব্যবহার
✔️Full stop (ফুলস্টপ) [.] : ফুলস্টপ হল পূর্ণ বিরামচিহ্ন। এটি সাধারাণত Assertive. Imperative অথবা Optative sentence এর শেষে ব্যবহৃত হয়।
যেমনঃ
-
- He is a good boy. (Assertive sentence)
- Do the work. (Imperative sentence)
- May Allah bless you. (Optative sentence)
⇒Note: Abbreviations (সংক্ষেপীকরণের সময়) -এর ক্ষেত্রে ফুলস্টপ বসে। যেমন: B.Sc. M.Sc., Ph.D.
⇒Note: Mr ও Mrs-এর সাথে বর্তমানে full stop বসে না।
[ -Wren & Martin]
যেমন:
- Mr Hasan is a leader.
- Mrs Rubina is a teacher.
Comma (কমা) [ ,] এর ব্যবহার
Comma: কমা সবচেয়ে কম বিরামচিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
✔️সমজাতীয় তিন বা ততোধিক word বা phrase যদি পাশাপাশি বসে এবং শেষ দু’টি শব্দ বা শব্দগুচ্ছ and দ্বারা যুক্ত হয় তবে তার আগের শব্দ বা শব্দগুচ্ছকে পৃথক করতে কমা বসে।
যেমন :
- Rahim, Karim, Jamal and Hasan are students.
✔️American usage অনুসারে দুয়ের অধিক element-এর শেষে and বা or থাকলেও confusion বাতিল করার জন্য and বা or -এর আগে comma বসে।
যেমন :
- Rahim, Karim, Jamal, and Hasan are students.
✔️বাক্যে and দ্বারা যুক্ত প্রত্যেক শব্দযুগলকে বিচ্ছিন্ন করতে কথা বসে।
যেমনঃ
- High and low rich and poor wise and foolish, must all die.
✔️কোন Noun যুক্ত Phrase মূল বাক্যের গঠনের সঙ্গে সম্পর্কহীন হলে কমা বসে।
যেমনঃ
- The sun having set the lotuses closed their eyes.
✔️কোন Noun বা Phrase যদি Apposition হিসেবে বসে অর্থাৎ তার পূর্ববর্তী Noun বা Pronoun কেই বোঝায়, তাহলে কমা বসে।
যেমনঃ
- Milton, the great poet of England, was blind.
✔️সম্বোধন করার সময় Vocative কে অর্থাৎ যাকে সম্বোধন করা হয় তাকে চিহ্নিত করার জন্য কমা বসে।
যেমনঃ
- Fardin Khan come here.
✔️কিন্তু Vocative-এর ওপর যখন জোর দেওয়া হয়, তখন আবেগচিহ্ন ব্যবহৃত হয়।
যেমন:
- Oh my child! Don’t do that.
✔️Introductory Yes বা No কে মূল বাক্য থেকে পৃথক করার জন্য কমা বসে।
যেমন:
- Yes, he will come here.
- No. he will not go there.
✔️যদি Adverbial Clause বাক্যের প্রথমে বসে তাহলে ঐ Adverbial Clause-এর পরে কমা বসে।
যেমন:
- When he arrived, it was too late.
✔️বাক্যের মধ্যে উদ্ধৃতিচিহ্ন থাকলে তার পূর্বে কমা বসে।
যেমন:
- Father said to him, ” Go to school”
✔️বসে If যুক্ত Clause-এর পর comma বসে।
যেমনঃ
- If they come, we will go.
✔️And/or/ but -এর পর যখন একই verb থাকে তখন দ্বিতীয় verb কে উহ্য রাখতে চাইলে তার স্থলে comma বসে।
যেমন:
- She is a teacher and he a player. (She is a teacher and he is a player.)
✔️বাক্যের কোন অংশ আলাদা বুঝাতে comma বসে।
যেমন:
- I like Hasan not Sharif.
✔️Connecting Adverb (যেমন, however, therefore, moreover) -এর আগে ও পরে comma বসে।
যেমনঃ
- The man. however, was not honest.
- The boy therefore, is not smart.
✔️গণিতের সংখ্যা তিনের অধিক হলে comma বসে।
যেমন:
- 6,000 taka. 10.500 taka.
✔️বাক্যের শুরুতে verbing/ to+verb থাকলে subject-এর পূর্বে comma বসে।
যেমন:
- Taking balanced diet you can keep your health sound.
✔️ বাক্যের শুরুতে Yes/ No থাকলে Yes / No -এর পরে comma বসে।
যেমন:
- Yes. I will come
- No. he won’t go.
Semicolon (সেমিকোলন) [ ;](punctuation) এর ব্যবহার
Semicolon: Coma-র চেয়ে বেশি এবং Full stop-এর চেয়ে কম সময় থামার প্রয়োজন হলে Semicolon বসে
✔️Compound sentence-এর Clause গুলি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে ।
যেমন:
- To err is human to forgive divine.
✔️And, but still, yet ইত্যাদি দ্বারা যুক্ত Co-ordinating Clause-এর Subject আলাদা হলে সেমিকোলন বসে।
যেমনঃ
- The music came to an end; and the musician was greeted heartily.
Colon (কোলন) [:] (punctuation) এর ব্যবহার
সেমিকোলনের চেয়ে বেশি থামার প্রয়োজন হলে Colon বসে।
✔️As follows the following, thus প্রভৃতি শব্দ দ্বারা কোনো তালিকা তৈরি করা হলে সেই তালিকার পূর্বে Colon বসে।
যেমন:
- His virtues are as follows: sincerity. punctuality morality, patience and truthfulness.
✔️দু’টি বাক্যের মধ্যে যদি দ্বিতীয়টি প্রথমটির ব্যাখ্যামূলক হয় তবে দু’টি বাক্যকে বিচ্ছিন্ন করতে তার মাঝে Colon বসে।
যেমন:
- I know Dr. Sazzad Hossain very well:
- We lived together for a long time.
✔️বক্তা এবং উদ্ধৃতিকে পৃথক করতে Colon বসে।
যেমন:
- Mina Isn’t he coming?
Quotation mark -এর অর্থ উদ্ধৃতি চিহ্ন (‘—’), (“”) এর ব্যবহার
Quotation mark দু’প্রকার।
যথা:
-
- Single Quotation Mark (‘-‘)
- Double Quotation Mark (” – “)
✔️কোন ব্যক্তির উদ্ধৃতির মধ্যে যদি আবার উদ্ধতি ব্যবহৃত হয় তখন দ্বিতীয় উদ্ধৃতির পূর্বে Single Quotation Mark ব্যবহৃত হয়।
যেমন:
- You said, “Shakespeare said”, “cowards die many times before their death.
✔️কোন ব্যক্তির উদ্ধৃতি দেওয়ার জন্য Double Quotation Mark ব্যবহৃত হয়
যেমন:
- He said, “I am a teacher.”
Note of Interrogation ( জিজ্ঞাসাচিহ্ন) [?] (punctuation) এর ব্যবহার
✔️সরাসরি প্রশ্ন করলে প্রশ্নবোধক বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে।
যেমন:
- What do you want?
✔️কোন Sentence -এর Noun clause হিসেবে ব্যবহৃত হয়ে যখন পরোক্ষ প্রশ্ন হয় তখন Note of Interrogative বসে না।
যেমনঃ
- I do not know who stole the book.
✔️সন্দেহ প্রকাশ করতে বন্ধনীর মধ্যে জিজ্ঞাসা চিহ্ন বসে।
যেমন:
- My father died in 1996 (?).
Note of Exclamation [!] এর ব্যবহার
✔️আবেগসূচক অব্যয় এবং Exclamatory Phrase বা Sentence এর দ্বারা হঠাৎ আবেগ বা তীব্র ইচ্ছা প্রকাশ হলে এগুলির পর Note of Exclamation বসে।
যেমনঃ
- What a nice bird it is!
Apostrophe Comma (এপস্ট্রফি কমা) [‘ ] (punctuation) এর ব্যবহার
✔️কারও কিছু অধিকার আছে এরূপ বুঝাতে প্রাণীবাচক Noun এর Singular number -এর ক্ষেত্রে এপস্ট্রফি কমা বসে।
যেমনঃ
- This is Rahim’s pen.
✔️Possessive Case Noun-এর Plural হলে যে সব ক্ষেত্রে Plural এর জন্য s বা es হয়, সেখানে s-এর পর কেবল এপস্ট্রফি কমা বসে।
যেমনঃ
- Billal reads in a boys school.
✔️কিন্তু যে সব Noun-এর plural number-এs বা es থাকে না, সেক্ষেত্রে Possessive Plural গঠন করতে হয়।
যেমনঃ
- This is a children’s garden.
✔️কোনো শব্দের মধ্যে এক বা একাধিক letter বা বর্ণ উহ্য থাকলে শুধু এপস্ট্রফি কমা বসে।
যেমন:
- I’m = (I am).
- You’re (= You are )
- He’s ( He is). T
- hey re ( They are).
✔️বর্ণ বা সংখ্যার বহুবচন করতে হলে Apostrophe Comma বসে ।
যেমনঃ
- There are four M.A.’s in our school.
Dash (ড্যাশ) [-] (punctuation) এর ব্যবহার
✔️বাক্যের মধ্যে আকস্মিক কোনো পরির্তন বোঝাতে ড্যাশ চিহ্ন বসে।
যেমনঃ
- If my wife were alive but why should I lament for the past?
✔️কোনো তাৎপর্যপূর্ণ বিরতি বুঝাতে ড্যাশ চিহ্ন বসে ।
যেমনঃ
- The hero of the story is rich. clever, charming but a gambler.
✔️অনেকগুলি subject বা কর্তাকে একসঙ্গে গুছিয়ে নিতে ড্যাশ চিহ্ন বসে।
যেমনঃ
- Friends, companions, relative all deserted him.
✔️কোনো একটি বাক্যের পুনরাবৃত্তি করতে ড্যাশ চিহ্ন বসে।
যেমনঃ
- This is an ideal school perhaps the best.
✔️অসম্পূর্ণ উদ্ধৃতি বুঝাতে ড্যাশ চিহ্ন বসে।
যেমনঃ
- He said, “I have not.”
✍️Note: A hyphen is like the dash Dash [-] is bigger than hyphen [-]. So hyphen is shorter than dash.
Hyphen ( হাইফেন) [-] (punctuation) এর ব্যবহার
✔️কোনো সমাসবদ্ধ শব্দের অংশগুলিকে যোগ করতে হাইফেন বসে।
যেমন:
- Brother-in-law,
- mother-in-law.
- pussers by etc.
✔️কোন শব্দ যদি একটি লাইনের শেষে সম্পূর্ণ না হয়, তবে পরবর্তী লাইনের অংশের সঙ্গে যোগ বোঝাতে হাইফেন বসে।
যেমন:
- The chocolate-soldier went to the battle field but the situation was clearly not favorable to him.
✔️কোন word একই লাইন থেকে অপর line-এ চলে গেলে হাইফেন বসে।
যেমন:
- Brother-hood
Inverted Commas (উদ্ধৃতিচিহ্ন) [ “ ], [” “] এর ব্যবহার
✔️বাক্যের মধ্যে কোনো কিছু উদ্ধৃত হলে Quotation mark বসে।
যেমনঃ
- The teacher said, “Come here my boy.”
✔️কোনো বই, কবিতা, গল্প ইত্যাদির নাম বোঝাতে এবং কখনো কখনো কোনো বিশেষ শব্দের উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করতে Inverted comma ব্যবহৃত হয়।
যেমন:
- ‘Macbeth’ is written by Shakespeare.
Brackets (বন্ধনীচিহ্ন) [ {()} ] এর ব্যবহার
✔️Brackets : বাক্যের মধ্যে গঠনগত দিক থেকে বিচ্ছিন্ন কোনো phrase বা clause যদি নিক্ষিপ্ত হয়, তাহলে সেই Parenthesis -এর আগে-পরে Comma বসতে পারে, dash বসতে পারে, আবার bracket বা বন্ধনীচিহ্ন বসে।
যেমনঃ
- He learnt, such is the power of a genius, the whole alphabet in one day.
- He learnt-such is the power of a genius-the whole alphabet in one day.
✔️বাকা থেকে কোন শব্দকে আলাদা করে দেখাতে bracket () বা বন্ধনীচিহ্ন বসে।
যেমন:
- It may be used in a first bracket or third bracket in the above sentences.
- It may be used in a first bracket or third bracket (Or) [Or].
- The 1st bracket () is the British style and the 3rd bracket [ ] is the American style.
Asterisk (তারকাচিহ্ন) [*] এর ব্যবহার
✔️Asterisk: কোন কিছুর ওপর বিশেষ মনোযোগ আকর্ষণ করতে এবং দুই বা ততোধিক তারকাচিহ্ন অথবা ডট চিহ্ন বাক্যের মধ্যে কোনো word. phrase বা clause ইচ্ছাকৃতভাবে ছেড়ে যাওয়া হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়।
যেমন:
- *Punctuation is very important in writing.
The parentheses (Tk. 10,000) এর ব্যবহার
✔️Parentheses টাকার পরিমাণ কথায় প্রকাশ করার পর যদি আবার অংকে প্রকাশ করা হয় তাহলে parentheses বসে।
যেমন:
- I will pay you 10 thousand taka (Tk. 10.000)
✔️কিছু তথ্যের অতিরিক্ত ব্যাখ্যা বুঝতে parentheses বসে।
যেমন:
- Jamal Hossain (who is a teacher) has set up a coaching center.
Ellipsis (…) এর ব্যবহার
Ellipsis: তিনটি full stop কে একত্রে ellipsis বলা হয়।
✔️কোন অসম্পুর্ন বক্তব্য পকাশ করতে Ellipsis ব্যবহৃত হয়।
যেমন:
- What I want to say it…..