Basic English Grammar

Articles কাকে বলে কত প্রকার ও কী কী ও Article এর ব্যবহার

Article কাকে বলে, Articles সম্পর্কে বিস্তারিত।

 A. an এবং the কে Articles বলে

Articles দুই প্রকার।

যথা :

  • Indefinite Articles
  • Definite Articles

Indefinite Articles কাকে বলে?

 A এবং An কে Indefinite Articles বলে। কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়।

যেমন:

  • A boy,
  • a girl,
  • a book,
  • a pen,
  • an honest man etc.

 

Definite Articles কাকে বলে?

The কে Definite Article বলে। কারণ তারা কোন নির্দিষ্ট ব্যক্তি,বস্তু বা প্রাণীকে বুঝায় ।

যেমন:

  • The moon,
  • the sun,
  • the earth,
  • the Daily Star etc.

 

Note: Vowel sound এর পূর্বে An বসে এবং consonant sound এর পূর্বে বসে। ইংরেজি letter হলো 26 টি কিন্তু sound হলো ৪৪ টিতার মধ্যে Vowel sound হলো 20 টি এবং consonant sound 24 টি।

যেমন:

  • A girl,
  • an hour,
  • a university,
  • a European,
  • a Unique,
  • a one eyed, man,
  • a one taka note.
See also  Adverb কাকে বলে কত প্রকার ও Adverb এর ব্যবহার

 

ব্যাখ্যা : কিন্তু এখানে University এর পূর্বে কেন a বসলো তা বুঝার জন্য sound সম্পর্কে ধারণা থাকা দরকার ।

Abbreviation…এর ক্ষেত্রে প্রথম letter টির sound অনুসারে A/An বসে থাকে। M এর উচ্চারিত sound vowel এর মত তাই An বসেছে

 

Note : Traditional grammar a/an/the কে Demonstrative Adjective হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু modern English- এর নাম হল Determiner.

যেখানে Article বসে

✔️Noun এর আগে Article বসে (Proper Noun, Material Noun and Abstract Noun ব্যাতিত)

যেমন:

  • He is a student.

✔️যদি Adjective এর পরে Noun থাকে তাহলে Adjective এর আগে Article বসে।

যেমন:

  • He is an honest man.

ব্যাখ্যা: এখানে honest শব্দটি একটি Adjective এবং এর পরের শব্দটি ‘man’ একটি Noun তাই Adjective এর আগে Article ‘an’ বসেছে।

 

✔️কিন্তু Adjective পরে Noun না থাকলে Article বসে না। 

যেমনঃ

  • He is x honest.

✔️Adverb-এর আগে Article বসতে পারে।

যেমন:

  • He is a very good boy.
See also  Gender লিঙ্গ কাকে বলে ও কত প্রকার?

 

A এবং An এর ব্যবহার

(i) সাধারণত শব্দের শুরুতে Consonant থাকলে তার আগে A এবং Vowel (a,e,i,o,u) থাকলে, তার আগে An বসে। 

[su_table responsive=”yes”]
A An
A Pen An Ass
A man An Umbrella
A book An Apple
A women An elephant
A cat An arm
A student

An orange

A teacher

an orange

[/su_table]

 

(ii) যদি কোন শব্দ Vowel দিয়ে শুরু হওয়া সত্বেও ‘ইউ‘ বা ওয়া এর মত উচ্চারিত হয় তার পূর্বে An না বসে A বসে।

যেমন:

  • I have a ewe.
  • It is a uniform.
  • He has a unique position
  • He has a european Friend 
  • I have a one taka note.

 

(iii) যদি কোন শব্দ H দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি “অ” এর মত হয় তাহলে তার পূর্বে `An‘ বসে। 

Note: কিন্তু Hotel এবং Historian এর পূর্বে a অথবা An বসতে পারে।

যেমন: 

  • I met an historian in Dhaka.
  • He work in an hotel in Dhaka.

(iv) শব্দের শুরুতে Abbreviation এর প্রথম অক্ষর Consonant  হওয়া সত্বেও যদি উচ্চারনে Vowel Sound আসে, সে ক্ষেত্রে An বসে এবং উচ্চারণ Consonant Sound এর মত হলে a বসে।

See also  Gerund কাকে বলে ও এর ব্যবহার?
[su_table responsive=”yes”]
A An
Shekh Fazlul Karim Selim is an M.P Mr. Uzzal is B.A
Mr Akman is an F.R.C.S Mr. Rafik is a B.Sc
Mr. Mohsin Kabir is a LLB Dr. Sazzad Hossain is a Ph.D
[/su_table]

Related Articles

Back to top button