Basic English Grammar

Antecedent কাকে বলে ও ব্যবহারের নিয়ম?

Antecedent কাকে বলে?

Relative pronoun যার পরিবর্তে বসে তাকে Antecedent বলে।

যেমন :

  • It is I who am responsible.
  • It is he who is sincere.
  • It is you who are guilty.

 

ব্যাখ্যাঃ Relative pronoun “who” এর পূর্বের শব্দ  I. he, you হচ্ছে Antecedent. তাই Relative pronoun এর পরে Antecedent অনুসারে verb বসেছে।

 

Note: মনে রাখবেন শূন্যস্থানের পরে verb থাকলে তার স্থলে who বসবে।

যেমন :

  • Hasan is the boy……… likes fishing.

Ans:  Who, ব্যাখ্যাঃ শূন্য স্থানের পর verb (likes) তাই Relative এর subject হিসেবে who বসেছে।

 

মনে রাখবেন শূন্যস্থানের পরে subject+ verb থাকলে তার পরিবর্তে whom বসবে:

যেমনঃ 

  • Roni lives with Hasan………. you taught.

Ans: Whom

ব্যাখ্যাঃ এই বাক্যে শূন্য স্থানের পর subject(you) এবং verb (taught) আছে । তাই শূন্যস্থানের পরে Relative এর object হিসেবে whom বসেছে ।

See also  Conjunctions কাকে বলে, কত প্রকার ও Conjunction এর ব্যবহার

Relative pronoun+ noun মিলে যদি কোন Subject/ object গঠন করে তখন whose বসাতে হবে

যেমন :

  • Whose father,
  • whose brother.
  • whose book.
  • whose pen.

 

👉Note: Whose শব্দটা কখনও এককভাবে বসতে পারে না।

যেমনঃ

  • Salman is the boy.. cousin is a teacher.

Ans: whose.

 

✔️Antecedent সব সময় pronoun/ noun হবে।

যেমন :

  • He is a foolish who can be cheated by everyone.

👉ব্যাখ্যা : উপরের বাক্যে foolish একটি adjective. আমরা জানি adjective antecedent হতে পারে না। তাই foolish কে Noun  কে বানোতে হবে

 

যেমনঃ

  • He is a fool who can be cheated by everyone..
  • He, who can be cheated by everyone, is foolish.

 

✔️Relative pronoun এর antecedent থাকলে তাকে adjective clause বলা হবে। antecedent না থাকলে noun clause বলা হবে।

যেমন :

  • I know who came here.

 

ব্যাখ্যা : প্রথম বাক্যে who এর antecedent নেই তাই এটা noun clause. আবার দ্বিতীয় বাক্যে who এর antecedent আছে। তাই এটা adjective clause.

See also  Participle ও Gerund এর পার্থক্য

 

✔️Superlative degree এর পরে that বসে।

  • Inc: He is the best girl whom I’ve ever met.
  • Cor: He is the best girl that I’ve ever met.

 

👉ব্যাখ্যাঃ আমরা জানি ব্যক্তি (Girl) এর পর নিয়মানসরে that/ Whom দু’টিই বসার কথা। কিন্তু যেহেতু girl এর আগে superlative (best) আছে এখন girl এর পরিবর্তে who/ whom ব্যবহৃত না হয়ে কেবল that বসবে।

 

Related Articles

Back to top button