Speaking

ইংরেজী Silent Letters এর সহজ কিছু নিয়ম

ইংরেজিতে সাইলেন্ট লেটারস বা অনুচ্চারিত বর্ণ এর কিছু নিয়ম

ইংরেজী শব্দে কিছু Silent letters আছে। সঠিক উচ্চারন করার জন্য আমাদের এ Silent letter গুলো জানা প্রয়োজন।

যেমন: Tsunami, climb, know, etc.

নিচে Silent Letters এর কিছু নিয়ম দেয়া হল।

১. দুটি Consonant পাশাপাশি থাকলে প্রথমটি উচ্চারিত হয় না।

যেমন: 

  • Psalm (সাঃম)
  • pseud (সিউড)
  • pshaw (শো)
  • psych (সাইক)
  • psyche (সাইকি)

 

২. শুরুতে stl পাশাপামি থাকলে t উচ্চারিত হয় না।

যেমন:

  • Rustle (রাসল)
  • Wrestle (রেসল)
  • Whistle ( উইসল)

 

৩. ইংরেজীতে Double letter উচ্চারিত হয় না।

যেমন:

  • Beautifully ( বিউটিফালি)
  • carefully (কেয়ারফালি)
  • dummy (ডামি)
  • really (রিয়ালি)

 

৪. শব্দের মধ্যে gn থাকলে g উচ্চারিত হয় না।

যেমন:

  • Sign (সািইন)
  • Feign (ফেইন)
  • Champagne (শ্যামপেইন)
  • sovereign (সভরিন)
  • foreign (ফরেন)

 

৫. শব্দের শুরুতে Kn থাকলে k উচ্চারিত হয় না।

See also  কিভাবে ইংরেজি উচ্চারণ করবেন, ইংরেজি উচ্চারণের সহজ নিয়ম

যেমন:

  • Knife (নাইফ)
  • knee (নি)
  • know (নো)
  • knowledge (নলেজ)
  • knave (নেভ)

 

০৬. শব্দের মধ্যে f,m ও k এর পুর্বে I থাকলে, I উচ্চারিত হয় না। 

যেমন:

  • Calf ( কাফ)
  • calm (কাম)
  • salmon (শামন)
  • talk (টোক)
  • balk (বোক)

 

০৭. শব্দের মধ্যে Mn থাকলে n উচ্চারিত হয় না।

যেমন:

  • Damn (ড্যাম)
  • hymn (হাইম)
  • condemn (কনডেম)
  • autumn (অটাম)

 

০৮. শব্দের শুরুতে wr থাকলে w উচ্চারিত হয় না।

যেমন:

  • wrap (র‌্যাপ)
  • write (রাইট)
  • wrong (রং)
  • wrath (র‌্যাথ)
  • wreck (র‌্যাক)
  • wrist (রিস্ট)

 

০৯. শব্দের মধ্যে mb/bt থাকলে b উচ্চারিত হয় না।

যেমন:

  • Climb (ক্লাইম)
  • crumb ( ক্রাম)
  • dumb (ডাম)
  • comb (কোম)
  • debt (ডেব)

 

১০. শব্দের শুরুতে ts থাকলে t উচ্চারিত হয় না।

যেমন:

  • Tsunami (সুনামি)
  • tsar (জার)
  • tsarina (জারিনা)

 

১১. সাধারণত Sc পাশাপাশি থাকলে C উচ্চারিত হয় না।

যেমন:

  • Scent (সেন্ট)
  • Science (সাইন্স)
  • Scene (সিন)

 

১২. সাধারণত Dg পাশাপাশি বসলে d উচ্চারিত হয় না।

যেমন:

  • Badge (বেজ)
  • Budget (বাজেট)
  • Judge (জাজ)
See also  Should এর ব্যবহার

 

১৩. সাধারণত gh পাশাপাশি থাকলে gh উচ্চারিত হয় না।

যেমন:

  • Fight (ফাইট)
  • high (হাই)
  • light ( লাইট)

 

১৪. সাধারণত tc পাশাপাশি বসলে t উচ্চারিত হয় না।

যেমন:

  • Catch (ক্যাচ)
  • Match (ম্যাচ)
  • Patch (প্যাচ)

Silent Letters

১৫. সাধারণত sw পাশাপাশি বসলে w উচ্চারিত হয় না।

যেমন:

  • sward (সোড)
  • Answer (আ:নসার)

 

১৬. সাধারণত Id পাশাপাশি থাকলে I উচ্চারিত হয় না।

যেমন:

  • Should (সুড)
  • Could (কুড)
  • Would (উড)

 

১৭. সাধারণত Wh পাশাপাশি বসলে h উচ্চারিত হয় না।

যেমন:

  • What (ওয়াট)
  • when (ওয়েন)
  • why (ওয়াই)

 

১৮. সাধারণত dj পাশাপাশি বসলে d উচ্চারিত হয় না।

যেমন:

  • Adjective (এজেকটিভ)
  • adjust (এডযাষ্ট)

 

১৯.  wh+o থাকলে h উচ্চারিত হয়।

যেমন:

  • who (হু)
  • whom (হুম)
  • whole (হোল)

 

২০. সাধারণত bt পাশাপাশি থাকলে b উচ্চারিত হয় না।

যেমন:

  • doubt (ডাউট)
  • debt (ডেট)

 

Silent Letters এ যেখানে ”দা” এবং “ দি”উচ্চারণ হয়।

১. Consonant sound এর পূর্বে “দা” উচ্চারণ করতে হয়। 

See also  Some Important Ornamental Words

যেমন: 

  • The pen ( দা পেন)
  • The book (দা বুক)
  • The girl (দা গার্ল)

 

২. Vowel sound এর পূর্বে “ দি” উচ্চারন করতে হয়। 

যেমন:

  • The honest man.

Silent Letters এ কখন R উচ্চারন করতে হয়?

১. R দিয়ে শব্দ শুরু হলে r উচ্চারন করতে হয়।

যেমন:

  • Read 
  • road

 

২. Wr দিয়ে শব্দ শুরু হলে r উচ্চারন করতে হয়।

যেমন:

  • Write
  • wrote

 

৩. Rh দিয়ে শব্দ শুরু হলে r উচ্চারন করতে হয়।

যেমন:

  • Rhythm
  • rhme

 

৪. Rr দিয়ে শব্দ শুরু হলে r উচ্চারন করতে হয়।

যেমন:

  • Hurry
  • carry
  • marry

 

৫. দুটি vowel sound দিয়ে শব্দ শুরু হলে r উচ্চারন করতে হয়।

যেমন:

  • very

 

Silent Letters যখন R উচ্চারন করতে হয় না।

১. শব্দের শেষের R উচ্চারিত হয় না।

যেমন:

  • Father (r) ফাদা (র)
  • Mother (r) মাদা (র)

Related Articles

Back to top button