Should এর ব্যবহার
Table of Contents
Uses of should with examples
Should: ইংরেজিতে কথা বলার জন্য বাক্য গঠনের নিয়মটি আগে ভালভাবে বুঝতে হবে। তারপর ইংরেজী বাক্যের Subject ও verb পরিবর্তন করে নতুন নতুন বাক্য গঠন করতে হবে এবং বাক্যগুলো জোরে জোরে পড়তে হবে। এভাবে একজন ইংরেজী পিপাসু মানুষের কথা ও লেখার গভীরতা বাড়বে।
নিম্নে Should এর কিছু ব্যবহার দেয়া হল।
Should এর ব্যবহার
কারো কোন কিছু করা উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should + verb + extension.
Ex:
- You should read more and more
- You should think deeply.
- We should respect our parents.
Should have + verb এর Past participle form
কারো কোন কিছু করা উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should have + verb এর Past participle form + Extension.
Ex:
- You should have gone there.
- You should have done the work.
- You should have written the letter.
Should be + verb + ing
কারো কোন কিছু করতে থাকা উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should be + verb + ing + Extension.
Ex:
- You should be trying.
- You should be learning English.
- You should be doing the work.
Should have been + verb + ing
কারো কোন কিছু করতে থাকা উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should have been + verb + ing + Extension.
Ex:
- You should have been writing a book.
- You should have been reading the book.
- You should have been doing the work.
Should be এর ব্যবহার
কারো কোন কিছু হওয়া উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should be + Extension.
Ex:
- Everybody should be polite.
- We should be conscious.
- We should be educated.
Should have been এর ব্যবহার
কারো কোন কিছু হওয়া উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should have been + Extension.
Ex:
- You should have been more careful.
- You should have been patient.
- You should have been sincere.
Should have এর ব্যবহার
কারো কোন কিছু থাকা উচিৎ এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should have + Extension.
Ex:
- We should have honesty.
- We should have humanity.
- Everybody should have dictionary.
Should have had এর ব্যবহার
কারো কোন কিছু থাকা উচিৎ ছিল এরুপ বোঝালে তার গঠন হবে নিম্নরুপ:
গঠন: Subject + should have had + Extension.
Ex:
- You should have had experience.
- You should have had sincerity.
- You should have had honesty.
Should be ( Passive voice) এর ব্যবহার
কার্য সম্পাদানকারি যদি বাক্যে অনুপস্থিত থাকে তাহলে Passive voice এ বাক্য গঠন করতে হয়:
গঠন: Subject + should be + verb এর past participle form + Extension.
Ex:
- Water should be boiled.
- English should be learnt.
- The canal should be dug.
- Clean water should be drunk.