Person কাকে বলে ও কত প্রকার?
Table of Contents
Person কাকে বলে ও কত প্রকার?
Person শব্দটির অর্থ বাক্তি বা পুরুষ, অর্থাৎ যার দ্বারা ব্যক্তি বা পুরুষ বুঝায়, তাকে Person বলে ।
Person কত প্রকার?
Person তিন প্রকার।
যথাঃ
- 1st Person
- 2nd Person
- 3rd Person
1st Person কাকে বলে?
বক্তা নিজেকে বুঝাতে যে Person ব্যবহার করে তাকে, 1st Person বলে।
যেমন:
- I me, my, we, us, our.
2nd Person কাকে বলে?
বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে, তাকে বুঝাতে যে Person ব্যবহৃত হয় তাকে, 2nd Person বলে।
যেমন:
- you, your, thou.
3rd Person কাকে বলে?
যার সম্বন্ধে কিছু বলা হয়, তাকে 3rd Person বলে ।
অথবা, 1st Person এবং 2nd Person বাদে সব noun ও pronoun– 3rd Person.
3rd Person দুই প্রকার।
যথা:
- 3rd person singular number
- 3rd person plural number.
নিচে Person ছকের মাধ্যমে দেখানো হলঃ
Person | Singular | Plural |
1st | I, me, my, mine. | We, us, our, ours. |
2nd | You, your, yours. | You, your, yours. |
3rd | He. him, his, she, her, hers. it, this, that, each, etc. | They, them, their, theirs, these, those, etc. |
Note: I কে সব সময় Capital letter দিয়ে লিখতে হয়।
Use of ‘it’
✔️ বজ্র, গুন, ঘটনা, স্থান বুঝাতে it বসে
যেমন:
- I like fishing.
- It pleases me much.
✔️ইতর প্রানী বুঝাতে it বসে
যেমন:
- Dogs are always faithful to its master.
✔️কোন ব্যক্তিকে identify বুঝাতে বসে
যেমন:
- Who is that?
- It’s our new friend.
✔️শিশুর লিঙ্গ জানা না থাকলে it বসে
যেমন:
- It is a gentle baby.
✔️জোর দেওয়ার জন্য it বসে
যেমন:
- It is you who are guilty.
✔️যখন বাক্যে কোন subject থাকে না তখন it বসে
যেমন:
- It is raining.
- It is hot today.
✔️ছোট শিশুর পরিবর্তে বসে 08) সময় বুঝাতে it বসে
যেমন:
- The baby is crying for its mother.
- What time is it?
✔️দুরত্ব বুঝাতে it বসে
যেমন:
- Dhaka is 50 kilometers from here.
✔️আবহাওয়া বুঝাতে it বসে
যেমন:
- It is raining.
✔️তাপমাত্রা বুঝাতে it বসে
যেমন:
- It is hot today.
✔️স্রোত বুঝাতে it বসে
যেমন:
- It is high tide.
✔️জড় পদার্থ বুঝাতে it বসে
যেমন:
- It is a pen.
✔️অপ্রকাশিত কোন কিছু বুঝাতে object এর পরিবর্তে
যেমন:
- We can not support it.
✔️পূর্ববর্তী কোন clause. phrase বা Idea কে বুঝাতে কখনো কখনো it ব্যবহৃত হয়
যেমন:
- Honesty is the best policy and every body knows it.
Use of ‘we’
✔️মানব জাতি বুঝাতে we বসে
যেমন:
- We all will leave this earth one day.
✔️প্রতিনিধি রূপে কথা বলতে we বসে
যেমন:
- We will greet our great leader.
✔️রাজনৈতিক ব্যাক্তিত্ব বা রাজ কর্মচারীর বিবৃতি প্রদান করতে we বসে
যেমন:
- We work for the betterment of common people.