Exam Based GrammarExclusive

Passage Narration পরিবর্তনের সহজ কিছু নিয়ম

Passage Narration পরিবর্তন এর কিছু নিয়ম

Passage Narration পরিবর্তন এর  খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । Grammar-এর খুঁটিনাটি ভুল ত্রুটি এবং গুরুত্বপূর্ণ Rules আলোচনা করা হয় এখানে। বলা যায় Passage Narration অধ্যায়টি ভালোভাবে অধ্যয়ন করতে পারলে এ ইংরেজিতে ভালো করা অনেকটা সহজ হয়ে যায়। 

Passage Narration করার আগে Narration সম্পর্কে ভাল মত জানুন।

 


আরো পড়ূন:

Narration কাকে বলে, কত প্রকার


নিম্নে Passage Narration পরিবর্তন করার কিছু নিয়ম দেয়া হল।

Passage narration করার সহজ উপায়

 

Rule-1:

কোন বক্তার পর পর উক্তি থাকলে ২য় বা তৎপরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে-

  1. Assertive sentence and/ added that/ also added/ again said that/ further said that/ further added that ইত্যাদি ব্যবহার করতে হয়।
  2. Interrogative sentence এর ক্ষেত্রে Again asked/ also asked/ further asked.

 

Direct: “I am hungry. I don’t eat anything yet” said Kamal.

Indirect: Kamal said that he was hungry and also added that he didn’t eat anything yet.

 

Direct: The man said to the boy, ” Why do you disturb me? Have you done your home work?”

Indirect: The man asked me the boy why he(boy) disturbed him. He again asked the boy if he had done his home work.

 

Rule-2:

Reporting verb টি মাঝে বা শেষে Indirect করার সময় তাকে Sentence এর শুরুতে নিয়ে আসতে হবে।

See also  in ও into এর মধ্যে পার্থক্য

Direct: “Don’t make a noise in the class. ” said the teacher.

Indirect: The teacher told the boy not to make a noise int he class.

 

Rule-3:

সমস্ত Passage টি পড়ে Speaker (বক্তা), person spoken to(শ্রোতা), sentence গুলার Mood (ক্রিয়ার ধরন) সনাক্ত করে নিতে হবে।

 

Rule-4:

যদি Inverted Comma এর ভিতর well, see you প্রভৃতি সম্ভোদন সূচক শব্দ ব্যবহৃত হয় সে ক্ষেত্রে Indirect speech এ তাদের বাদ দেয়া হয়।

Direct: The teacher said. ” Well Razib, I shall reward you.”

Indirect: The teacher said to Razib that he would reward him.

 

Passage Narration করার নিয়ম

Rule-5:

Reported Speech যদি Allah/ by God/ by Love/ by my life দ্বারা শুরু হয়, তাহলে তাদের পরিবর্তে Indirect Speech এর শুরুতে swearing by Allah/ by God/ by love/ my life বসাতে হয়।

Direct: “By Allah”, he replied, ” I will not leave this house”

Indirect: Swearing by Allah, he replied that he would not leave that house.

 

Rule-6:

Reported speech টি Assertive form হওয়া সত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে Indirect করার সময় Reporting verb এর পূর্বে being surprised লিখতে হয়। যেহেতু এ জাতীয় Sentence দ্বারা কোন কিছু জানতে চাওয়া হয় তাই Indirect Speech এ রুপান্তর করার সময় Interrogative sentence এর নিয়ম অনুসরণ করতে হয়।

See also  Adjective Clause কাকে বলে ও কত প্রকার?

 

Direct: She said to me, ” You have remembered how she looked all these years?”

Indirect: Being surprised, she asked me if I had remembered how she had looked all those years.  

 

Rule-7:

অনেক সময় Reported speech এ পূর্ণাঙ্গ Sentence থাকে না, Sentence এর অংশ বা Phrase থাকে। সে ক্ষেত্রে Indirect এ পরিবর্তনের সময় বক্তার বক্তব্যকে অনূসরণ করে উক্ত Speech কে পূণাঙ্গ Sentence এ রুপান্তর করতে হয়।

Direct: “You have carried me a long way. How much pay you? ” I said ti the rickshaw puller.” ” fifty taka” ” anything is all right.”

Indirect: I told the Rickshaw puller that he had carried me a long way. I asked him how much I should pay him. I further asked him if fifty taka would do. He replied that anything was all right.

 

Passage Narration পরিবর্তন করার সহজ নিয়ম

 

Rule-8:

Reported speech এ যদি শুধু “Yes” থাকে তাহলে Indirect করার সময় “yes” এর পরিবর্তে Replied in the affirmative ব্যবহার করতে হয়। অথবা Subject এর পর প্রয়োজনীয় Auxiliary verb বসে।

Structure: Subject + Replied in the affirmative

or, Subject + do/ does/ did/ am/ is/ are/ was/ were/ has/ have/ had.

 

Direct: Rajib said to, ” Have you finished the work. I said, ” yes”.

Indirect: Rajib asked me if I had finished the work. I replied in the affirmative.

See also  Phrases কাকে বলে কত প্রকার ও কি কি? Phrase এর গঠন

 

আবার, Reported speech এ ”Yes” এর পর যদি কোন বক্তব্য থাকে তবে Indirect এ Yes এর পরিবর্তে Replied in the affirmative and said that বসে।

 

Direct: Asif said to nazrul, “Have you completed your assignment . “Yes I will submit it tomorrow. “said nazrul.

Indirect: Asif asked nazrul if he had completed his home work. nazrul replied in the affirmative and said that he would submit it the next day.

 

Rule-9:

Reported speech এ যদি শুধু “No” থাকে তাহলে Indirect করার সময় “No” এর পরিবর্তে Replied in the negative বসাতে হয় অথবা Subject এর পর Auxiliary verb + not বসাতে হয়।

Structure: Subject + replied in the negative.

or, Subject + don’t/ doesn’t/ didn’t/ isn’t/ wasn’t/ weren’t/ hasn’t/ haven’t/ hadn’t.

 

Direct: Shumi asked shila, “are you doing anything now?” Shila said, “No”

Indirect: Shumi asked shila if she was doing anything then. Shila replied in the negative. 

Or, Shila replied that she was not.

 

আবার, Reported speech এ “No”এর পর যদি কোন বক্তব্য থাকে, তবে Indirect speech এর “No” এর পরিবর্তে Replied in the negative and said that বসে।

Direct: Jhumu said to mitu, “are you going to Dhaka tomorrow?

Indirect: “No I have changed my decision, “said Mitu.

 

Passage Narration এর সহজ কিছু নিয়ম বাংলায়

Related Articles

Back to top button