স্বাস্থ্য অর্থনীতি নিয়ে কেন পড়বেন: সাবজেক্ট রিভিউ
স্বাস্থ্য অর্থনীতি বিষয়টা কেমন
পড়াশোনার ধরণ
সাধারণত ইকোনমিক্সের মৌলিক বিষয়গুলোর সাথে স্বাস্থ্য খাতকে সমন্বিত করে পড়ানো হয়। অর্থনীতির মূলনীতি, হেলথ সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মাইক্রোইকোনোমিক্স, ম্যাক্রোইকোনোমিক্স, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশান এনালাইসিস, পাবলিক ইকোনমিক্স এই সব কোর্স করানো হয় এই ইন্সটিটিউটে। বিস্তারিত দেখা যাবে এই ওয়েবসাইটে।
স্বাস্থ্য অর্থনীতি সাবজেক্ট রিভিউ
অনার্স এবং মাস্টার্স কোর্সের সময়কাল
অনার্স ৪ বছর, মাস্টার্স ১ বছর।
স্বাস্থ্য অর্থনীতি নিয়ে দেশে চাকরি এবং গবেষণা ক্ষেত্র
দেশে স্বাস্থ্য খাত, আইসিডিডিআর,বি , এনজিও, সরকারের নীতিনির্ধারনী খাতগুলোতে এক্সপার্ট হিসেবে, ব্যাংকিং এবং সেই সাথে বিসিএস এর সুযোগ আছে। এছাড়াও আন্তর্জাতিক সংস্থা হু, ইউনিসেফ, ইউএনডিপি ইত্যাদিতে চাকুরীর সুযোগ আছে।
স্বাস্থ্য অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনের হার
উচ্চশিক্ষায় বিদেশে গমনের হার বেশ ভালো। বাইরের দেশগুলোতে স্বাস্থ্যখাত বেশ গুরুত্বপুর্ণ হওয়ায় হেলথ ইকোনমিক্স এবং পাবলিক হেলথ নিয়ে পড়াশুনার ভালো সুযোগ আছে।
পাশ করতে সময় কত লাগে? সেশনজ্যাম কতটুকু?
পাশ করতে ৪ বছর লাগে, ফলাফলও যথাসময়ে প্রকাশ করা হয়। কোনো সেশন জ্যাম নেই।
স্বাস্থ্য অর্থনীতি নিয়ে পরীক্ষার ফ্রিকুয়েন্সি
বছরে ২ বার ২টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
সপ্তাহে কয় ঘন্টা ক্লাস? কয় ঘন্টা ল্যাব? ল্যাব ফ্যাসিলিটিজ কেমন?
সপ্তাহে ১২ ঘণ্টা ক্লাস হয় এবং কোনো ল্যাব ক্লাস নেই।
স্বাস্থ্য অর্থনীতি নিয়ে কতজন করে শিক্ষার্থী ভর্তি হয় প্রতি বছর?
৬০ জন
পার্টটাইম কাজ করার মতন ফিল্ড আছে কি?
বিভিন্ন এনজিও, ইনস্যুরেন্সে ফিল্ডওয়ার্ক এবং প্রোজেক্টে কাজ করার সুযোগ আছে।
ক্লাব এক্টিভিটিজে সময় দিতে গেলে পড়ালেখা কতটুকু করতে পারবো?
ক্লাব এক্টিভিটিজে সময় দিলেও পড়াশুনায় ভালো করা সম্ভব, একটু মনোযোগ দিয়ে ক্লাস করলেই।
এই বিষয়ে পড়ে অনুষদের অন্য কোন বিষয়ে মাস্টার্স করতে পারবো কী?
অনুষদের যেসকল বিষয়ে মাস্টার্স করা যায়, সকল বিষয়েই করা যাবে।
ইয়ার সিস্টেম নাকি সেমিস্টার সিস্টেম? এটা ভাল নাকি মন্দ?
সেমিস্টার এবং এটা ভালো।