চাকরির প্রস্তুতি

ব্যাংকিং কেন আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান তা ইংরেজিতে বলুন

ব্যাংকিংটাকে কেন আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান তা ইংরেজিতে বলুন।

বর্তমানে বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে ব্যাংকিং একটি বিশাল সম্ভাবনার নাম। সরকারি ও বেসরকারী উভয় খাতে, আজকাল অনেক গুলো ব্যাংক বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আস্তে ও তাদের সাথে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে, যাতে করে বাংলাদেশের সামগ্রিক উন্নতির হার বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনীতির দ্রুত বিকাশ ও উন্নয়ন ব্যাংকিং খাতে কাজ করার জন্য অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করছে। ব্যাংকের চাকরির ভাইভা দিতে গেলে সবাইকে কম বেশি একটা কমন প্রশ্ন করে থাকে। আচমকায় যার উত্তর দিতে গিয়ে আমরা একটু সিদ্ধান্তহীনতায় ভুগি যে কিভাবে শুরু করবো। কমন প্রশ্নটি হল কেন আপনি ব্যাংকিংকে ক্যারিয়ার হিসাবে নিতে চান ইংরেজীতে বলুন। আজ ইপনাদের জন্য কমন এবং সাবলীল উত্তর নিয়ে আসছি ।

ব্যাংকিং কি কেন আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান তা ইংরেজিতে বলুন।

Banking as a career
Banks r considered the backbone of a country’s economy. Banking today is a perfect carrier for enthusiasts. It’s a nice & smart profession. Opting for a carrier in banking is a very wise choice in today’s job market. The banking sector is consistent & reliable source of well paid jobs. The great thing about working in the banking sector is that, I will develop a great set of transferable skills from customer relations to financial analysis & from the ability to strategies well to amazing time management. That’s why I like it very much.

See also  কিভাবে ভাইভার প্রস্তুতি নিবেনঃ চাকরির ভাইভা টিপস

 

অন্যভাবেও বলা যায় নিচের মত

For a better future good career is must. I think banking is the appropriate sector for good career development. There is strong alternative to bank job. If we dig inside this scenario we will find that
banking career is giving us smart amount of money, dignity, smooth career growth, job security, pension benefits, provident fund, gratuity, incentives & lots of other benefits. We can increase our knowledge in export import, trade, investment & remittance by choosing banking as a career. This career teaches us proper utilization of money. For this reason, I have choose this profession as my career.

Related Articles

Back to top button