পদার্থ

তুল্য রোধ কাকে বলে ও তুল্য রোধ নির্ণয়ের সূত্র

তুল্য রোধ নির্ণয়ের সূত্র কী?

কোন বর্তনীতে বিদ্যমান রোধগুলোর পরিবর্তে যে বিশেষ মানের কোন রোধের জন্য বর্তনীতে বিভব এবং তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, সেই মানটিকে, ঐ বর্তনীর তুল্য রোধ বলে।

তুল্য রোধ, বহু রোধের বিন্যাসের পরিবর্তে, যে মানের একটি রোধ ব্যবহার করতে হয়।

বিন্যাস বহু রকমের হলেও মূল সমবায় দুই ধরনের।

 

তুল্য রোধ নির্ণয়ের সূত্র নিম্নরূপ

  • সমান্তরাল সমবায়ঃ

যেখানে দুই বা ততধিক রোধ পরস্পর সমান্তরালে থাকবে।

সমান্তরাল সমবায়ঃ তুল্য রোধ নির্ণয়ের সূত্র

 

এখানে A এবং B বিন্দুর বিভব পার্থক্য সমান হবে, তাই ওহমের সূত্র থেকে লেখা যাবে

 

[I তড়িৎ প্রবাহ সকল শাখায় বিভক্ত হয়ে যাবে]

 

[প্রতি শাখার বিভব পার্থক্য সমান]

 

যা সমান্তরাল বিন্যাসে(সমবায়ে ) থাকা তিনটি রোধের জন্য সূত্র।

সাধারণ ভাবে n সংখ্যক রোধের জন্য

যা সমান্তরাল বিন্যাসে(সমবায়ে ) থাকা তিনটি রোধের জন্য সূত্র। সাধারণ ভাবে n সংখ্যক রোধের জন্য
যা সমান্তরাল বিন্যাসে(সমবায়ে ) থাকা তিনটি রোধের জন্য সূত্র। সাধারণ ভাবে n সংখ্যক রোধের জন্য
  • শ্রেনি সমবায়ঃ

যেখানে দুই বা ততধিক রোধ পরস্পর শ্রেনিতে থাকবে।

চল বিদ্যুৎ শ্রেনি সমবায়ঃ তুল্য রোধ নির্ণয়ের সূত্র

 

এই বর্তনীর প্রত্যেকটি রোধের মধ্যকার বিভব পতনের যোগফল কোষের (বহিঃবর্তনীর) বিভব পার্থক্যের সমান হবে।

ওহমের সূত্র থেকে পাই, V= IR

 

See also  ডায়োড এবং রেকটিফায়ার কি, কিভাবে কাজ করে?

ওহমের সূত্র থেকে পাই, V= IR

ওহমের সূত্র থেকে পাই, V= IR চল বিদ্যুৎ
চল বিদ্যুৎ
তুল্য রোধ নির্ণয়ের সূত্র কী?

 

যা শ্রেনি সমবায়ে থাকা তিনটি রোধের জন্য সূত্র।

সাধারণ ভাবে n সংখ্যক রোধের জন্য

ওহমের সূত্র থেকে পাই, V= IR চল বিদ্যুৎ তুল্য রোধ নির্ণয়ের সূত্র কী?

Related Articles

Back to top button