পদার্থ

ইলেকট্রন কেন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে?

পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না কেন?

ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত।আর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ ধর্মী প্রোটোন থাকার কারণে নিউক্লিয়াসও ধনাত্মক চার্জে চার্জিত।এখন আমরা সকলে জানি (+) চার্জ এবং (-) চার্জ পরস্পরকে আকর্ষণ করে।তাহলে ইলেকট্রনের তো নিউক্লিয়াসে পতিত হবার কথা ছিল!

 

তাহলে এমনটা হচ্ছে না কেনো?

ব্যাপারটা খুবই সহজ। ইলেক্ট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে।আমরা জানি,যখন কোন বস্তু যখন কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তখন সেখানে বস্তুটির উপর কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয় যার কারণে বস্তুটি তার গতিপথ থেকে বেরিয়ে যেতে চায়।এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আপনি একটি সুতায় কোন বল বেঁধে ঘোরাতে থাকেন।দেখবেন বলটা আপনার প্রয়েগকৃত বলের বিপরীতে একটি বল দিচ্ছে সেটিই হচ্ছে কেন্দ্রবিমুখী বল। ইলেকট্রন

পরমাণুতে নিউক্লয়াস ও ইলেকট্রন এর প্রতি যে আকর্ষণ বল কাজ করে তার সমপরিমানেই কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয়। যার কারণে ইলেক্ট্রন কক্ষপথ হতে ছিটকেও যায় না,আবার কেন্দ্রেও পতিত হয় না।

See also  শূন্য আসলে শূন্য নয়, তাহলে কি - শূন্য সম্পর্কে ধারণা নিন

Related Articles

Back to top button