পদার্থ

রাদারফোর্ড তাঁর পরীক্ষায় আলফা কণা ও ZnS ব্যবহার করার কারন

রাদারফোর্ড তাঁর পরীক্ষায় আলফা কণা ও ZnS ব্যবহার করেন কেন?

 

রাদারফোর্ডের সেই বিখ্যাত পরিক্ষায় জিংক সালফাইডের বা আলফা কণা ও ZnS পর্দা ব্যবহারের পেছনে খুব সুন্দর একটা যুক্তি আছে। আলফা কণা যখন নির্গমন করানো হয় তখন সেই ray গুলার ৯০% এর বেশি সোজাসুজি চলে যায়। ৪%-৫% এর মত একটু বেকে যায়। এইটুকু অবশ্যই মনে আছে। তো পরমানুর ভিতর যে ফাকা ছিল তখন তো বোঝার উপায় ছিল না। এজন্য আলফা কণা যে সোজা গেল নাকি বাকায় গেল সেটা বোঝার জন্যই পর্দায় ZnS এর আবরণ দেয়া ছিল যাতে আলফা কণা যেয়ে পর্দায় লাগ্লে বোঝা যায়।

আসলে ZnS রঞ্জক হিসেবে কাজ করে। এজন্য আলফা কণা যেয়ে লাগ্লে এই রঞ্জক কণা গুলা জ্বলে উঠে।

তখন নিশ্চিত ভাবে বোঝা যায় যে, আলফা কণা এসে পর্দায় লেগেছে।

See also  আইনস্টাইন এর গুরুত্বপূর্ণ আবিষ্কার বা কাজ সমুহ

Related Articles

Back to top button