Basic English Grammar

Present Perfect Continuous Tense কি ও কত প্রকার?

Present Perfect Continuous Tense কি?

কোন কাজ আগে বা পূর্বে শুরু হয়ে এখনও একটা সময় ধরে চলছে এরূপ বুঝালে, তাকে Present Perfect Continuous Tense বলে।

 

Present Perfect Continuous Tense এর গঠন:

গঠন : Subject + have been /has been + verb + ing + Object + since/ for

✔️নির্দিষ্ট সময় বুঝালে since এবং অনির্দিষ্ট সময় বুঝালে for বসে।

 

সকাল হতে, বিকাল হতে, শনিবার হতে, জানুয়ারি হতে, ১৯৯৫ সাল হতে ইত্যাদি নির্দিষ্ট সময় কিন্তু দুই ঘণ্টা ধরে, দুই দিন ধরে, ৪ মাস ধরে, ৫ বছর ধরে ইত্যাদি অনির্দিষ্ট সময়।

 

  • I have been reading a book since morning.

আমি সকাল হতে একটি বই পড়ছি ।

 

  • I have been doing the work for two hours.

আমি দুই ঘণ্টা ধরে কাজটি করছি।

 

  • It has been raining since morning.

সকাল হতে বৃষ্টি হচ্ছে।

 

  • It has been raining for two hours.

দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে।

 

Structure গঠন:

See also  Articles কাকে বলে কত প্রকার ও কী কী ও Article এর ব্যবহার

👉Affirmative:

Subject + have/ has + been + verb + ing+ object + since/for + others.

 

👉Negative:

Subject + have/ has + not + been + verb+ ing + object + since/for+ others.

 

👉Interrogative:

Have/ has + Subject + been + verb+ ing+ object + since/for+ others?

 

👉Neg-Int:  Haven’t/ hasn’t + Subject+ been + verb+ ing + object + since/for+ others?

 

Examples:

  • Hasan has been writing a letter for two hours

হাসান দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখছে

 

  • Hasan has not been writing a letter for two hours.

হাসান দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখছে না ।

 

  • Has Hasan been writing a letter for two hours ?

হাসান কি দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখছে?

 

  • Hasn’t Hasan been writing a letter for two hours ?

হাসান কি দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখছে না?

 

 

Related Articles

Back to top button