Basic English Grammar

Past Continuous Tense কাকে বলে ও এর গঠন?

Past Continuous Tense কি?

অতীত কালে কোন কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে, তাকে Past Continuous Tense বলে ।

 

চেনার উপায়ঃ যদি বাংলা ক্রিয়া যাচ্ছিলেন, পড়ছিল, ঘুমাচ্ছিল ইত্যাদি থাকে তবে ধরে নিতে হবে সেটা Past Continus Tense.

গঠন: Subject + was/were + verb + ing + Extension.

 

Past Continuous Tense এর গঠন Structure:

  • Affirmative: Subject + was/ were + Verb + ing + Extension.

 

  • Negative: Subject + was/ were + not + Verb + ing +Extension.

 

  • Interrogative: Was/ were + subject + Verb+ ing + Extension?

 

  • Neg- Int: Wasn’t/ weren’t + subject+ Verb+ ing + Extension?

 

Examples :

  • Hasan was doing the work.-
  • হাসান কাজটি করতেছিল ।

 

  • Hasan was not doing the work.
  • হাসান কাজটি করতেছিল না ।

 

  • Was Hasan doing the work?
  • হাসান কি কাজটি করতেছিল?

 

  • Wasn’t Hasan doing the work?
  • হাসান কি কাজটি করতেছিল না?

 

 

👉Note: যেখানে was এবং were বসে : I এর পরে was বসে, you এর পরে were বসে, sub একবচন হলে was এবং বহুবচন হলে were বসে।

See also  Future Perfect Continuous Tense কাকে বলে ও এর গঠন?

 

Examples :

  • I was going to school.
  • আমি স্কুলে যাচ্ছিলাম ।

 

  • We were swimming in the river.
  • আমরা নদীতে সাঁতার কাটছিলাম ।

Related Articles

Back to top button