Basic English Grammar

Causative Verbs ‍কাকে বলে এবং Causative Verbs ব্যবহারের নিয়ম

Causative Verbs ‍কি এবং এর ব্যবহারের নিয়ম?

Causative Verbs: কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পাদন করলে verb এর Causative form হয়।

 

👉Note: ইংরেজিতে Causative Verb এর সংখ্যা খুবই কম।

 

যেমনঃ

Simple verbs Causative verbs
Eat (যাওয়া) feed ( খাওয়ানো) 
Know (জানা) inform ( জানানো )
Die (মারাযাওয়া) Kill (হত্যা করা)
Learn (শেখ) teach (শেখানো)
Suck (চোষা) suckle (চোষানো)
Remember ( স্মরণ করা ) ‘remind ( মনে করিয়ে দেওয়া)
Rise ( ওঠা/ঘুম থেকে ওঠা) raise (ওঠানো)
Dive (ডুব দেওয়া ) dip (ডুবানো)
See (দেখা) show ( দেখানো )

 

 

কতকগুলি বাক্যের মাধ্যমে simple এবং Causative Verbs এর পার্থক্য নিচে দেখানো হলঃ

S.V.(01)

S.V.(01)

I know him.

I will inform him.

আমি তাকে চিনি।

আমি তাকে জানাব।

S.V.(02)

C.V.(02)

I will eat rice.

I will feed you rice.

আমি ভাত খাব

আমি তোমাকে ভাত খাওয়াব।

S.V.(03)

S.V.(03)

 We learn English.

We teach students English.

আমরা ইংরেজি শিখি।

আমরা ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজি শিখাই।

S.V.(04)

C.V.(04)

I dived into the river.

I dipped my bread into milk.

আমি নদীতে ডুব দিলাম।

আমি আমার রুটি দুধে ডুবিয়ে নিলাম

S.V.(05)

C.V.(05)

I see a bird.

 I will show you a bird.

আমি একটি পাখি দেখি।

আমি তোমাকে একটি পাখি দেখাব।

S.V.(06)

C.V.(06)

I rise early in the morning.

She could not raise me.

আমি সকাল সকাল ঘুম থেকে উঠি।

সে আমাকে উঠাতে পারল না।

C.V.(07)

S.V.(07)

We always remember Allah.

I will remind you.

আমরা সমবসময় আল্লাহকে স্মরণ করি।

আমি তোমাকে স্মরণ করিয়ে দিব।

C.V.(08)

S.V.(08)

Children suck their mother’s breast.

Mothers suckle their children.

শিশুরা তাদের মায়ের স্তন্য পান করে।

মায়েরা তাদের শিশুদের স্তন্যপান করান।

S.V.(09)

C.V.(09)

He has died.

Hasan has killed him.

সে মারা গেছে।

হাসান তাকে হত্যা করেছে।

S.V.(10)

C.V.(10)

I sat on the chair.

I set a stone on ring.

আমি চেয়ারে বসলাম ।

আমি আংটিতে একটি পাথর বসালাম।

See also  Sentence কাকে বলে কত প্রকার ও কি কি ও Sentence এর 10 টি Basic Pattern

 

Note: We should remember that a Causative verb does not perform an action directly.

অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে Causative verb কোন কাজ সরাসরি সম্পাদন করে না। ইংরেজিতে Causative verb এর সংখ্যা খুবই কম। তাই Make, Get. Have. Let এবং Help দিয়ে Causative verb এর কাজ করতে হয়। 

 

“Make” Causative Verbs

Remember that make can be used as a causative.

In a causative a person does not perform an action directly.

The person causes it to happen by forcing another person to do it.

 

👉গঠনঃ Sub + make + ব্যক্তি/বস্তু + v1

 

Simple verb:

He could not speak. সে কথা বলতে পারল না।

Causative verb:

I could not make him speak. আমি তাকে কথা বলাতে পারলাম না।

Simple verb:

He is weeping.  সে কাঁদছে।

Causative verb:

I made him weep. আমি তাকে কাঁদালাম

Simple verb:

He will sign the deed সে দলিল সই করবে।
See also  Case কাকে বলে কত প্রকার ও Case এর ব্যবহার?

Causative verb:

I will make him sign the deed. আমি তাকে দিয়ে দলিল সই করাব।

 

👉More uses of Make Causative Verbs

 

  • Don’t try to make any trouble

কোন ঝামেলা করার চেষ্টা করবে না।

 

  • We will not spare any trouble maker.

কোন ঝামেলা সৃষ্টিকারীকে আমরা ছাড়বো না।

 

  • She made a great mistake resigning the job.

সে চাকরিটা ছেড়ে দিয়ে বিরাট ভুল করলো।

 

  • Shakibul Hasan made a brilliant century.

সাকিবুল হাসান একটা চমৎকার সেঞ্চুরী করলো।

 

তামিম ইকবাল ভারতের বিরুদ্ধে ৪০ বলে ৬০ রান করলো।

 

  • I was requested to make a wise decision.

আমাকে একটি বিজ্ঞ সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ করা হলো।

 

  • I think, this business will not make any profit.

আমার মনে হয় এই ব্যবসাতে কোন লাভ হবে না।

 

  • Try to make progress in your final exam.

ফাইনাল পরীক্ষায় উন্নতি করার চেষ্টা করো।

See also  Tense বা কাল কত প্রকার ও কি কি?

 

  • She made a fervent appeal for financial help.

সে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন করলো।

 

  • We made necessary arrangement for his treatment.

আমরা তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলাম।

 

  • Why don’t you make attempt to solve the crisis.

সমস্যাটার সমাধান করতে তুমি পদক্ষেপ নাও না কেন।

 

  • Don’t try to make your father understand.

তোমার বাবাকে বুঝাতে চেষ্টা কর না।

 

  • I could not make him understand that he was wrong.

আমি তাকে বুঝাতে পারলাম না যে সে ভুল ছিলো।

 

  • His honesty made him popular

তার সততা তাকে জনপ্রিয় করলো।

 

  • Please make it sure whether you will come or not.

তুমি নিশ্চিত করে বলো আসবে কিনা।

 

  • She couldn’t make her husband happy.

সে তার স্বামীকে সুখি করতে পারলো না।

 

  • The incident made all of us cry.

ঘটনাটা আমাদের সবাইকে কাঁদালো।

 

 

Related Articles

Back to top button