Present Continuous Tense কি এবং এর গঠন
Table of Contents
Present Continuous Tense কি?
কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে, তাকে Present Continuous Tense বলে ।
গঠন: Subject + am/is/are + verb + ing+ Extension.
চেনার উপায় : যদি বাংলাক্রিয়ার শেষে যাচ্ছে, খাচ্ছে, দিচ্ছে, ঘুমাচ্ছে, ইত্যাদি থাকে তাহলে সেটা Present Continuous Tense হবে।
➡️Present continuous Tense এর গঠন:
Affirmative: Subject + am/is/are + verb+ ing+ Extension.
Negative: Subject+ am/is/are +not+ verb + ing + Extension.
Interrogative: Am/is/are + Subject + verb + ing + Extension?
Neg- Int : Ain’t isn’t/ aren’t + Subject+ verb+ ing+ Extension?
👉Note: Aint’t formal সাধারণত অর্থে ব্যবহৃত হয় না। Aint’t সাধারণত (Drama) নাটকে ব্যবহৃত হয়।
Examples:
- Hasan is doing the work.
হাসান কাজটি করছে ।
- Hasan is not doing the work.
হাসান কাজটি করছে না।
- Is Hasan doing the work?
হাসান কি কাজটি করছে?
- Isn’t Hasan doing the work?
হাসান কাজটি করছে না?
Note: I -এর পরে am বসে। He, She ও অন্যসব 3rd person singular number -এর they ও plural subject-এর পরে are বসে।
👉নিম্নলিখিত verb গুলি Continuous Tense হয় না।
যেমন:
-
- Verbs of sense: see, hear, smell, notice, recognize
-
- Verbs of emotion: want, desire, refuse, forgive, wish, care, love. feel, adore, like, dislike.
-
- Verb of thinking: think, feel, realize, understand, know, mean, suppose, believe. expect, remember, recollect, forget, trust, mind.
-
- Verbs Auxiliary: shall, will, should, would, can, could, may, might, must.
-
- Verb other: signify, appear, seem, belong, owe, own, posses, contain, keep, continue, concern, mother.
👉Note:কোন Adjective যখন ঘটমান/ চলমান -এর মত (progress) উন্নতি বুঝায় তখন being বসিয়ে Continuous form -এ করতে হয়।
যেমন :
-
- Hasan is being gentle day by day
হাসান দিন দিন ভদ্র হচ্ছে।
👉Note: কোন কাজ ঘটতে যাচ্ছে বুঝাতে going to -এর পরে verb বসবে। সাধারণত, নিকট ভবিষ্যৎ বুঝাতে এই রূপ verb ব্যবহার করা হয় । যে সকল ভবিষ্যৎ বাক্যের সময়ের উল্লেখ থাকে এদেরকে going to দ্বারা ইংরেজি করা যায় ।
Example:
-
- We are going to arrange a party
আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করকে যাচ্ছি।
👉Note: বর্তমান কালে কোন কাজ চলছে এরূপ ছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রে Present Continuous Tense ব্যবহৃত হয়। নিকট ভবিষ্যতের কাজ বুঝাতেঃ
-
- Hasan is coming tomorrow
- He will come tomorrow.
✔️যে সমস্ত শব্দের পরে Ing যোগ হয় না:
Agree, believe, assume, consider, contain, notice, recognize, appear, wish, hate, trust, mind, forgive, care, realize, recollect, won, owe, possess, love, hear, see, hope, except, feel, smell, seem, look, taste, want, wish, desire, refuse, prefer, disagree, know, suppose, consist of, belong to, remember, promise, think প্রভৃতি শব্দের পরে ing যুক্ত হয় না।
👉Note: ‘ing’ যোগ করার নিয়ম:
যখন verb-এর শেষে শুধুমাত্র একটি e থাকে তখন সেই verb টির শেষে ing যোগ করার সময় উঠে যায়।
👉Note: Verb- শেষে ee থাকলে ing যোগ করার সময় সেই ee অপরিবর্তিত থাকবে ।
যেমন:
-
- agree- agreeing
- free- freeing
- flee- fleeing
- tree- treeing.
👉Notes: Verb-এর শেষে একটি Consonant এবং তার পূর্বে একটি Vowel থাকলে তার শেষে ing যোগ করতে হলে Consonant টি দ্বিত বা double হয়ে যায়।
যেমন:
-
- admit-admitting
- allot -allotting
- begin-beginning.
- commit-committing
- control-controlling
- deter-deterring
- enroll-enrolling
- kidnap-kidnapping
- level-levelling
- model-modelling
- prefer-preferring
- permit-permitting
- put-putting
- run running
- submit-submitting
- swim-swimming
- signal-signaling
- travel-travelling.
👉Note: Verb-এর শেষে ‘ie’ থাকলে এবং তার শেষে ing যোগ করতে হলে ie উঠে y হবে এবং তার শেষে ing যোগ করতে হবে।
যেমন:
-
- lie-lying
- die-dying
- vie-vying
- tie-tying.
👉Note: কিছু কিছু verb এর শেষে y থাকা সত্ত্বেও সেসব verb -এর শেষে ing যোগ করার সময় বানানের এর কোন পরিবর্ত ন হয় না।
যেমন:
-
- apply-applying
- cry-crying
- copy-copying
- dry-drying
- enjoy enjoying.