Case কাকে বলে কত প্রকার ও Case এর ব্যবহার?
Table of Contents
Case কাকে বলে ও Case এর ব্যবহার?
Noun এর সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ককে Noun-এর Case বা কারক বলে।
More definition of Case
The relation in which a noun stands to some other word or the change of form by which this relation is indicated, is called its case.
-J.C. Nesfield
The relation between noun and other words is called a case.
-Dr. Sazzad Hossain
Case কত প্রকার ও কি কি?
আধুনিক ইংরেজিতে Case কে তিন ভাগে ভাগ করা হয়েছে।
যেমনঃ
- Nominative Case.
- Objective Case এবং
- Possessive Case.
Note: কোন কোন grammarian case কে ৫ ভাগে ভাগ করেছেন।
Nominative Case কাকে বলে?
যখন কোন noun বা pronoun কর্তারূপে বসে বা ব্যবহৃত হয়, তাকে Nominative case বলে।
যেমন:
- He threw a ball (Who threw a ball? He (subject))
Objective Case কাকে বলে?
যখন কোন Noun বা pronoun কর্মরূপে বসে বা ব্যবহৃত হয়, তখন তাকে Objective case বলে।
যেমন:
- He kicked the ball [what did he kick? = the ball ( object) |
Possessive Case কাকে বলে?
অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝাতে যে case ব্যবহৃত হয়, তাকে Possessive case বলে।
যেমনঃ
- This is Hasan’s pen. (Possession )
- Whose pen? = Hasan
Vocative case কাকে বলে?
Vocative case is practically a nominative of address. Vocative case বা সম্বধোন পদের দ্বারা সম্বধোন বোঝয়।
যেমন:
-
- Come here, Ram.
- Come on boys.
Note : Possessive case এবং Vocative case– কে ইংরেজিতে কারক বলা হলেও বাংলায় এগুলিকে কারক বলা হয় না।
ক্রিয়াপদের সঙ্গে এদের সম্বন্ধ না থাকায় এগুলিকে কারক না বলে যথাক্রমে সম্বন্ধ পদ এবং সম্বধোন পদ বলা হয়।
Use of Possessive Case এর ব্যাবহার
✔️জীবিত প্রাণীর ক্ষেত্রে ‘s বসে, জড়পদার্থের ক্ষেত্রে ‘s বসে না।
যেমনঃ
- The boys” school the girls school. কিন্তু, The leg of the table. [not, the table’s leg].
- The cover of the book [ not, the book’s cover!]
✔️ব্যক্তির স্বভাব আরোপিত হলে বস্তুর ক্ষেত্রেও s হয়।
যেমন : American’s car.
✔️সময়, দূরত্ব এবং ওজন প্রকাশক noun এর ক্ষেত্রে ‘s হয়।
যেমন: A day’s match.
✔️সাধারণত প্রাণীবাচক noun-এর শেষে (s) যোগ করে possessive case গঠন করা যায়
যেমন:
- Afzal’s pen.
- Masum’s computer.
✔️Plural noun-এর শেষে s থাকলে তারপর কেবল apostrophe(‘) যোগ করে possessive case গঠন করা।
যেমন:
- Boys’ college.
- Girls’ college.
✔️Plural noun-এর শেষে (‘s) না থাকলে (s) যোগ করে possessive case গঠন করা যায়।
যেমন:
- Children’s park.
- Women’s club etc.
✔️Proper noun এর শেষে (‘s) থাকলে সাধারণত (‘) যোগ করে possessive case গঠন করা যায়।
যেমন:
- Keats’ poetry.
- W.B Yeats’ poetry.
✔️Initials-এর পরে (‘s) যোগ করে possessive case গঠন করা যায়।
যেমনঃ
- The MP’s house,
- The PM’s office.
✔️যৌথ অধিকার বা মালিকানা বুঝালে দুই বা ততোধিক noun এর পরের noun-টির শেষে s যোগ করে possessive case গঠন করা যায়।
যেমনঃ
- Imran and Jaman’s factory. (One factory belonging to both),
কিন্তু পৃথক অধিকার বুঝালে প্রত্যেকটি noun এর শেষে (‘s) যোগ করে possessive case গঠন করতে হয়।
Possessive case এর গঠন
✔️জীবিতপ্রাণীর ক্ষেত্রে apostrophe s (‘s) বসে, noun একবচন হলে noun এর সঙ্গে ‘s বসে।
Example:
- Rani’s book, The boy’s pen, Father’ car.
✔️যেখানে একাধিক স–ধ্বনি থাকে সেখানে s না দিয়ে শুধু apostrophe comma বসানো হয়।
Example:
- For justice’ sake;
- for goodness’ sake;
- for conscience sake Moses’ laws;
- Keates’ poem.
✔️যেখানেnoun বহুবচন হয়, এবং nounএর শেষে s থাকে, সেখানে কেবলমাত্র এ্যাপস্ট্রফি কম হয়।
Example:
- Boys’ club;
- Girls’ school etc.
✔️যেখানেnoun plural হলেও শেষে s থাকে না, ‘s হয়।
Example:
- Men’s club;
- children’s books.