Vocabulary

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

ইংরেজির কিছু কনফিউজিং শব্দ।

ইংরেজি কনফিউজিং শব্দ: ভাষা বীজগণিতের তালে চলে না— তা সবারই জানা। তবে যত বেতালই হোক, ইংরেজির মতো আউরা-কাউরা ভাষা দুনিয়ায় আর থাকার কথা নয়। নিয়তই বিস্তর ঝামেলা বাধে শব্দ নিয়ে, অর্থ নিয়ে, উচ্চারণ নিয়ে। এমনিতেই ছাব্বিশ হরফে চুয়াল্লিশ রকম উচ্চারণের জ্বালা, তার উপর আবার ইন-এট-বাই-টু-অন ইত্যাদি মিলিয়ে এক শব্দের দুই-তিনশো ধরন ধারণ। সত্যিই, খুব এলোমেলো বিষয়। তাই আজকে “ইংরেজির ৪২২ টি কনফিউজিং শব্দ”  নিয়ে আসলাম আপনাদের জন্য।

 

 

  • Ad (বিজ্ঞাপন)
  • Add (যোগ করা)

 

  • Advice (উপদেশ)
  • Advise (উপদেশ দেওয়া)

 

  • Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া)
  • Adept (পারদর্শী / সুদক্ষ)
  • Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা)

 

  • Amend (সংশোধন করা / সংস্কার করা)
  • Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা)

 

  • Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা)
  • Apprise (জ্ঞাত করা / অবগত করান)

 

  • Accept (গ্রহন করা)
  • Except (ব্যতীত)

 

  • Aspect (দৃষ্টিভঙ্গি)
  • Expect (প্রত্যাশা করা)

 

  • Access (প্রবেশের অধিকার)
  • Excess (অতিরিক্ত)

 

  • Accede (রাজী হওয়া)
  • Exceed (অতিক্রম করা)

 

  • Ascent (আরহণ)
  • Assent (সম্মতি)

 

  • Assay (চেষ্টা করা / পরীক্ষা করা)
  • Essay (রচনা / প্রবন্ধ )

 

  • Affect (প্রভাব্ ফেলা)
  • Effect (ফল / পরিণতি)

 

  • Accomplice (দূস্কর্মে সহযোগী / দোসর)
  • Accomplish (সম্পাদন করা / সমাধান করা )

 

  • Angle (কোণ / দৃষ্টি কোণ)
  • Angel (ফেরেস্তা / দেবদূত)

 

  • Allusion (উল্লেখ / ইঙ্গিত)
  • Illusion (বিভ্রম / ঘোর)
 
  • Along (বরাবর)
  • Alone (একাকী)
 
  • Altar (বেদী)
  • Alter (পরিবর্তন করা)
 
  • Allowed (অনুমতি)
  • Aloud (সশব্দে / উচ্চ স্বরে )
  • Allude (পরক্ষভাবে উল্লেখ করা)
  • Elude (এড়িয়ে যাওয়া)
 
  • Bad (খারাপ)
  • Bed (বিছানা)
 
  • Bag (থলে / ব্যাগ)
  • Beg (প্রার্থনা করা)
 

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

  • Bat (খেলার ব্যাট / বাদুর)
  • Bet (বাজি ধরা)
 
  • Beat (প্রহার করা / আঘাত করা)
  • Beet (বীট / এক প্রকার সবজী)
 
  • Bare (খালি / নগ্ন / নাঙ্গা)
  • Bear (বহন / সহ্য করা / ভালুক)
 
  • Beach (সমুদ্র উপকুল)
  • Beech (বৃক্ষ বিশেষ)
  • Breach (লঙ্ঘন)
 
  • Beside (পাশে / নিকটে)
  • Besides (অধিকন্তু / তাছাড়া)
 
  • Brake (যানবাহনের গতিরোধ করিবার যন্ত্র)
  • Break (বিরতি / ভেঙ্গে যাওয়া)
 
  • Bone (হাড়)
  • Boon (অনুগ্রহ)
 
  • Born (জন্মগত / স্বভাবসিদ্ধ)
  • Borne (জন্মদেওয়া / বাহিত)
 
  • Board (কাষ্ঠফলক /সরকারি বিভাগ )
  • Bored (উদাস / বিষণ্ণ)
 
  • Birth (জন্ম / সূত্রপাত)
  • Berth (জাহাজ /ট্রেনে ঘুমানোর আসন, নোঙ্গরস্থান)
 
  • Capital (রাজধানী / প্রধান শহর)
  • Capitol (সরকারী ভবন / আইনসভা ভবন)
 
  • Canon (কানুন / বিধি)
  • Cannon (বড় কামান )

 

  • Career (পেশা / অগ্রগতি)
  • Carrier (বাহক / বহনকারী)

 

  • Calendar (পএিকা)
  • Calender (কাপড় ইস্ত্রীর যন্ত্র)

 

  • Council (পরিষদ / কমিটি )
  • Counsel (পরামর্শ / উপদেশ)

 

  • Confidant (অন্তরঙ্গ বন্ধু)
  • Confident (নিঃসংশয় / অতিবিশ্বাসী)

 

  • Complement (পূরক)
  • Compliment (প্রশংসা)

 

  • Contact (যোগাযোগ / সংযোগ)
  • Contract (চুক্তি / ঠিকা)

 

  • Corps (সৈন্যদল)
  • Corpse (মূতদেহ)

 

  • Coarse (সাদামাটা / মোটা)
  • Course (পথ / রুট)

 

  • Coma (অবচেতন অব্স্থা)
  • Comma (কমা / বিরাম চিহৃ)

 

  • Censure (নিন্দা / ভৎতসনা)
  • Censor (নিয়ন্ত্রণ / সম্পাদনা)

 

  • Currant (কিচমিচ)
  • Current (চলতি / প্রচলিত)

 

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

  • Childish (শিশু সূলব আচরণ)
  • Childlike (শিশুরমত সরল)

 

  • Check (নিয়ন্ত্রণ করা / পরীক্ষা করে দেখা)
  • Cheque (বাংকের চেক)

 

  • Custom (প্রথা)
  • Costume (পরিচ্ছেদ)

 

  • Dairy (দুগ্ধ খামার)
  • Diary (দিনলিপি / ডায়েরি)

 

  • Dear (প্রিয়)
  • Deer (হরিণ)

 

  • Deference (সশ্রদ্ধ বাধ্যতা / বশ্যতাস্বীকার)
  • Difference (পার্থক্য / ভিন্নতা / তফাৎ)
  • Different (বিভিন্ন / পৃথক / আলাদা)

 

  • Defer (স্থগিত রাখা / মুলতবি করা)
  • Differ (পৃথক হওয়া / ভিন্নমত হওয়া)

 

  • Defuse (নিরাপদে বিস্ফোরক অপসারণ)
  • Diffuse (বিকীর্ণ করা / ছড়ানো)

 

  • Device (যন্ত্র / নকশা)
  • Devise (উদ্ভাবন করা / উইল)

 

  • Desert (মরুভূমি)
  • Dessert (মিষ্টান্ন)

 

  • Die (মৃত্যুবরণ কর)
  • Dye (রং করা)

 

  • Disease (রোগ)
  • Decease (মৃত্যু)

 

  • Discreet (বিচক্ষণ)
  • Discrete (স্বতন্ত্র)

 

  • Dominate (আয়ত্তকরা)
  • Dominant (প্রভাবশালী)

 

  • Dual (দ্বৈত)
  • Duel (দ্বন্দ্ব)

 

  • Draft (খসড়া / মুসাবিদা)
  • Draught (এক চুমুকে / টানিয়া লত্তয়া)
  • Drought (খরা / অনাবৃষ্টি)

 

  • Envelop (মোড়ক দ্বারা আবৃত করা)
  • Envelope (খাম / মোড়ক)

 

  • Ensure (নিশ্চিত করা)
  • Insure (বীমা করা / নিরাপদ করা)

 

  • Eminent (বিশিষ্ট / প্রখ্যাত)
  • Imminent (আসন্ন)

 

  • Emerge (উত্থিত হওয়া)
  • Immerge (মুগ্ধ করা)

 

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

  • Elicit (প্রকাশ করা / টানিয়া বাহির করা)
  • Illicit (অবৈধ / নিষিদ্ধ)

 

  • Eligible (যোগ্য / উপযুক্ত)
  • Illegible (অস্পষ্ট / দুষ্পাঠ্য)

 

  • Fast (দ্রুত)
  • First (প্রথম)

 

  • Far (দূরবর্তী / দূরে)
  • Fur (পশম / পশুর লোম)

 

  • Fair (সুশ্রী / ন্যায্য / মেলা)
  • Fare (পাবলিক যানবাহন ভাড়া)

 

  • Farm (খামার / কৃষি চত্ত্বর)
  • Firm (দৃঢ় / ব্যবসা প্রতিষ্ঠান)

 

  • Farther (অধিক দূর / দূরবর্তী)
  • Further (আরও / অধিকতর)

 

  • Flash (আলোর ঝলক / বিদ্যুৎ চমকানি)
  • Flesh (মাংস / শারীরিক বৃত্তি)

 

  • Flu (ইনফ্লুঞ্জা)
  • Flue (চিমনী)
  • Flaw (ত্রুটি / খুঁত)

 

  • Form (গঠন / আকৃতি)
  • From (হইতে / থেকে)

 

  • Follow (অনুসরণ করা)
  • Flow (প্রবাহিত হওয়া)

 

  • Forbear (বিরত থাকা / রাখা)
  • Forebear (পূর্বপূরুষ)

 

  • Foreword (ভূমিকা / অনুক্রমণী)
  • Forward (অগ্রবর্তী / এগিয়ে যাওয়া)

 

  • Formerly (ইতিপূর্বে / সেকালে)
  • Formally (আনুষ্ঠানিকভাবে)

 

  • Flower (ফুল)
  • Flour (ময়দা)

 

  • Fraction(ভগ্নাংশ)
  • Friction (ঘষর্ণ /সংঘর্ষ)
  • Fiction (কল্পিত কাহিনী)
  • Faction (বিরোধ / দলাদলি)

 

  • Fussy (অত্যন্ত খুঁতখুতে)
  • Fuzzy (অস্পষ্ট / ঝাপসা)

 

  • Gender (লিঙ্গ /কোন ব্যক্তির পুংত্ত্ব বা স্ত্রী-ত্ব)
  • Gander (রাজহাঁস)

 

  • Gale (ঝড় / বাত্যা)
  • Goal (উদ্দেশ্য / লক্ষ্য)

 

  • Grate (ঘর্ষণ করা / বিরক্ত করা)
  • Great (মহান / বিশাল)

 

  • Gloss (চাকচিক্য / মসৃণ উজ্জলতা)
  • Gloze (দোষ ঢাকা / দোষ লাঘব করা)

 

  • Hang (ফাঁসি দেত্তয়া /সাময়িক কাযকারিতা হারানো)
  • Hung (ঝুলান / দেত্তয়ালে টাঙ্গান / উঁচুতে লাগানো)

 

  • Hard (কঠিন / শক্ত)
  • Herd (পশুর পাল / একত্র চালিত করা)

 

  • Hail (শিলাবৃষ্টি / তুষারবৃষ্টি)
  • Hale (সুস্থ / নীরোগ / শক্তিশালী)

 

  • Hole (গর্ত)
  • Whole (সমগ্র)

 

  • Hoard (গুপ্ত ভাণ্ডার /জমা করা )
  • Horde (বড় দল / যাযাবর জাতিবিশেষ)

 

  • Honorary (অবৈতনিক)
  • Honorarium (দক্ষিণা / সম্মানী)

 

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

  • Human (মানবীয়)
  • Humane (দয়ালু)

 

  • Historic (ইতিহাস প্রসৃদ্ধ)
  • Historical (ঐতিহাসিক)

 

  • Hear (শোনা / শ্রবণ)
  • Here (এখানে)

 

  • Instance (উদাহরণ / দৃষ্টান্ত)
  • Instant (ত্বরিত / তাত্ক্ষনিক)

 

  • Industrious (পরিশ্রমী)
  • Industrial (শিল্পসংক্রান্ত)

 

  • Indict (আইন অনুযায়ী অভিযুক্ত করা)
  • Indite (রচনা লেখা / চিঠি লেখা)

 

  • Immigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশ থেকে আগমনকারী / অভিবাসী)
  • Emigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশে গমনকারী / দেশান্তরী)

 

  • Jealous (হিংসা করা)
  • Zealous (প্রবল উদ্দিপনাপূর্ণ)

 

  • Karat (স্বর্ণের বিশুদ্ধতার একক)
  • Carat (মণিরত্নের মাপবিশেষ)
  • Carrot (গাজর)

 

  • Later (অধিকতর বিলেম্ব)
  • Latter (পরবর্তী)
  • Letter (চিঠি / বর্ণ)

 

  • Lay (শোয়ানো / স্থাপন করা / ডিমপাড়া)
  • Lie (মিথ্যা / শয়ন করা / হেলান দেত্তয়া)

 

  • Licence (অনুজ্ঞাপত্র)
  • License (অনুজ্ঞাপত্র দেত্তয়া)

 

  • Lessen (কমানো / হ্রাস করা)
  • Lesson (শিক্ষা / পাঠ দান)

 

  • Lifelong (আজীবন)
  • Livelong (সুদীর্ঘ)

 

  • Least (কমপক্ষে / অন্তত)
  • Lest (পাছে / নইলে)

 

  • Level (স্থর / সমতল)
  • Label (তথ্য সম্পর্কিত স্টিকার)

 

  • Leave (ত্যাগ করা / যাত্রা করা / ছুটি)
  • Live (বাস করা / জীবন্ত / সরাসরি)

 

  • Loss (ক্ষতি)
  • Lose (হারানো)
  • Loose (শিতিল)

 

  • Marry (বিয়ে করা)
  • Merry (প্রফুল্ল / হাসিখুশি)

 

  • Massage (মালিশ / অঙ্গমদর্ন)
  • Message (বার্তা / বাণী)

 

  • Main (প্রধান)
  • Mane (কেশর)

 

  • Meat (মাংস)
  • Meet (সাক্ষাত করা)

 

  • Meter (পরিমাপক / মিটার)
  • Metre (ছন্দ / মাত্রা)

 

  • Moral (নৈতিক)
  • Morale (মনোবল)

 

  • Miner (খনির শ্রমিক)
  • Minor (গৌণ / ছোট)

 

  • Naval (নৌবাহিনী-সংক্রান্ত / জাহাজী)
  • Navel (নাভি / কেন্দ্রবিন্দু)

 

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

  • Novel (উপন্যাস)
  • Nobel (নোবেল)
  • Noble (উন্নতচরিত্র)

 

  • Official (অফিসসম্বন্ধীয়)
  • Officious (অনধিকার চর্চা)

 

  • Ordinance (জারিকরা আদেশ / অধ্যাদেশ)
  • Ordnance (গোলাবারুদ / যুদ্ধাস্ত্র)

 

  • Opposite (বিরুদ্ধ / বিরোধী)
  • Apposite (যথায়োগ্য / প্রাসঙ্গিক)

 

  • Object (উদ্দেশ্য / কর্ম)
  • Abject (হতভাগা / নিতান্ত হীন)

 

  • Obstruct (ব্যাঘাত ঘটান / বাধা সূষ্টি করা)
  • Abstract (ভাববাচক / পৃথক্ করা)

 

  • Payroll (নিয়জিত কর্মচারির বেতনসহ তালিকা)
  • Parole (বন্দীর অঙ্গীকার / শর্তাধীন মুক্তি)

 

  • Part (অংশ / ভাগ)
  • Pert (অকালপক্ক / ধৃষ্ট)

 

  • Pair (জুড়ি / জোড়া)
  • Pare (ছাঁটা / কেটে ফেলা)

 

  • Peal (নিনাদ / উচ্চ শব্দ)
  • Peel (খোসা ছাড়ানো)
  • Pill (খাবার বড়ি)

 

  • Patrol (চৌকি)
  • Petrol (পেট্রল)

 

  • Personal (ব্যক্তিগত)
  • Personnel (নিয়জিত কর্মিবৃন্দ)

 

  • Personality (ব্যক্তিত্ব)
  • Personality (ব্যক্তিগত সম্পত্তি)

 

  • Precede (পূর্ববর্তী হওয়া)
  • Proceed (অগ্রসর হত্তয়া)

 

  • Precedent ( পূর্ব নজির / দৃষ্টান্ত)
  • President (রাষ্ট্রপতি / সভাপতি)

 

  • Prevision (দূর দৃষ্টি / পূর্বজ্ঞান)
  • Provision (ব্যবস্থা করে দেয়া /বিধান)

 

  • Plain (সমভূমি / রূপসজ্জাহীন)
  • Plane (সমতল / উড়োজাহাজ)

 

  • Plunk (সশব্দে পড়ে যাওয়া)
  • Plank (তক্তা)

 

  • Peak (সরু উপরিভাগ / চূড়া শিখর)
  • Peek (উঁকি মারা)

 

  • Pray (প্রার্থনা করা)
  • Prey (শিকার / লুন্ঠন)

 

  • Principle (নীতি)
  • Principal (প্রধান)

 

ইংরেজি কনফিউজিং শব্দ শিখুন

  • Presence (উপস্থিতি / হাজির)
  • Presents (উপহার)

 

  • Prescribe (ব্যবস্থা দেওয়া / বিধান করা)
  • Proscribe (নিষেধাজ্ঞা / বর্জনীয়)

 

  • Prophecy (ভবিষ্যদ্বাণী)
  • Prophesy (ভবিষ্যদ্বাণী করা)

 

  • Physic (ঔষুধ / চিকিত্সাবিজ্ঞান)
  • Physics (প্রদার্থবিদ্যা)
  • Physique (দেহের গঠন)

 

  • Pan (কড়াই)
  • Pen (কলম)

 

  • Pat (মৃদু আঘাত করা / চাপড়ান)
  • Pet (প্রিয় / সযত্নে লালিত / পোষা)

 

  • Peace (শান্তি)
  • Piece (টুকরা)

 

  • Paper (কাগজ)
  • Pepper (মরিচ)

 

  • Person (ব্যক্তি)
  • Parson (পাদ্রী)

 

  • Populous (জনবহুল)
  • Popular (জনপ্রিয়)

 

  • Pity (করুণা / দয়া)
  • Piety (ভক্তি / ধার্মিকতা)

 

  • Practice (অনুশীলন)
  • Practise (অনুশীলন করা)

 

  • Quiet (শান্ত)
  • Quite (সম্পূর্ণভাবে)

 

  • Rash (চুলকানি / হঠকারী)
  • Rush (দ্রুত ছুটে যাওয়া / নলখাগড়া)

 

  • Rear (লালন পালন করা)
  • Rare (দূর্লভ)

 

  • Register (তালিকা বা রেকর্ড বই)
  • Registrar (নিবন্ধরক্ষক / নিয়ামক)

 

  • Refuge (আশ্রয়স্থল)
  • Refuse (প্রত্যাখ্যান করা)

 

  • Rise (উদিত হওয়া / ওঠা)
  • Raise (উত্থাপন করা / মানোন্নয়ন করা)

 

  • Role (ভূমিকা / চরিত্র)
  • Roll (নামের তালিকা / ক্রমিক)

 

  • Rout (ছত্রভঙ্গ করা / সম্পূর্ণ পরাজিত করা)
  • Route (নিত্য যাতায়াতের পথ / গন্তব্য / রুট)

 

  • Sale (বিক্রয়)
  • Sell (বিক্রয় করা)

 

  • Set (স্থাপন করা / ঠিক করা)
  • Sit (বসা / উপবেশন করা)

 

  • See (দেখা)
  • Sea (সমুদ্র)

 

  • Seen (দেখা / দৃষ্ট)
  • Scene (দৃশ্য / ঘটনাস্থল)

 

  • Secret (গোপন / গুপ্ত)
  • Secrete (গোপন করা / নিঃসৃত করা)

 

  • Session (অধিবেশন / সভা / বৈঠক)
  • Cession (স্বত্বত্যাগ / ছেড়ে দেওয়া)

 

  • Sight (দৃষ্টিশক্তি / দৃশ্য)
  • Site (নির্মাণ-ভূমি / জায়গা)
  • Cite (উল্লেখ করা / উদ্ধৃত করা)

 

কনফিউজিং শব্দ শিখুন

  • Sweat (ঘাম)
  • Sweet (মিষ্টি)

 

  • Sometime (একদা)
  • Sometimes (কখনও কখনও)

 

  • Social (সামাজিক)
  • Sociable (মিশুক)

 

  • Soul (আত্না / প্রেরণাদাতা)
  • Sole (একমাত্র / জুতার তলি)

 

  • Steal (চুরি করা)
  • Steel (ইস্পাত / স্টীল)

 

  • Style (শৈলী / ধরণ)
  • Stile (প্রাচীরের সঙ্গে লাগানো মই)

 

  • Staff (প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী)
  • Stuff (উপাদান)

 

  • Story (গল্প / কাহিনী)
  • Storey (গৃহতল / তলা)

 

  • Straight (সোজা / সরল)
  • Strait (কঠোর / সঙ্কীর্ণ)

 

  • Stationary (স্থির / নিশ্চল)
  • Stationery (মনিহারী / স্টেশনারি)

 

  • Ship (সমুদ্রগামী জাহাজ)
  • Sheep (ভেড়া)

 

  • Suit (বিশেষ পোশাক / মকদ্দমা)
  • Suite (সেট / মানানসই / যন্ত্রসঙ্গীত)

 

  • Summary (সারাংশ / সংক্ষিপ্ত)
  • Summery (গ্রীষ্মের বৈশিষ্ট্যপূর্ণ)

 

  • Success (সফলতা)
  • Succeed (সফল হওয়া)

 

  • Special (বিশেষ / বিশিষ্ট / অসাধারণ)
  • Spatial (দূরত্বসংক্রান্ত / স্থান-সংক্রান্ত)

 

  • This (ইহা / এই)
  • These (এই সকল)

 

  • Their (তাদের)
  • There (সেখানে)

 

  • Then (পরে / তারপর / অতএব)
  • Than (চেয়ে / তুলনা বুঝাতে)

 

  • Taught (শেখানো)
  • Taut (শক্ত / আঁটো)

 

  • Tale (গল্প)
  • Tell (বলা)
  • Tail (লেজ / মুদ্রার উলটা দিক)

 

  • Test (পরীক্ষা)
  • Taste (স্বাদ)

 

  • Testy (খিটখিটে)
  • Tasty (সুস্বাদু)

 

  • Thrash (অত্যাধিক প্রহার করা)
  • Thresh (শস্য থেকে তুষ আলাদা করা)

 

  • Urban (শহুর সম্বন্ধীয় )
  • Urbane (ভদ্র ও রুচিশীল)

 

  • Unwanted (অনাবশ্যক / অবাঞ্চিত)
  • Unwonted (অনভ্যস্ত / বিরল)

 

  • Vacation (অবকাশ / ছুটি)
  • Vocation (পেশা / বৃত্তি)

 

  • Vertex (চূড়া / শীর্ষ)
  • Vortex (পানি বা বাতাশের ঘুরপাক গতি)

 

  • Vain (বৃথা / নিষ্ফল)
  • Vein (শিরা / ধমনী)

 

  • Wander (ঘুরে ঘুরে বেড়ানো)
  • Wonder (বিস্ময়)

 

  • Warship (রণতরী / যুদ্ধ-জাহাজ )
  • Worship (উপাসনা করা / পূজা করা)

 

  • Weak (দুর্বল / শক্তিহীন)
  • Week (সপ্তাহ)
  • Wick (পলতে / শলিত)

 

  • Wear (পরিধান করা)
  • Wire (তার)

 

  • Word (শব্দ / কখা)
  • Ward (ওয়ার্ড / এলাকা)

 

  • Wait (অপেক্ষা করা)
  • Wet (ভেজা / আর্দ্র)

 

কনফিউজিং শব্দ শিখুন

  • Whole (সমগ্র)
  • Hole (গর্ত)

 

  • Weather (আবহাওয়া)
  • Whether (কিনা)

 

  • Write (লেখা / লিখা)
  • Right (শুদ্ধ / সঠিক)

 

  • Yolk (ডিমের কুসুম)
Back to top button