চাকরির পরিক্ষা সংক্রান্ত

CV আর RESUME – আলাদা নাকি একই?

সিভি এবং রিজিউম এর মধ্যে পার্থক্য

কথায় কথায় আমরা অনেকেই CV আর RESUME কে এক অর্থে বলে দেই। কিন্তু জানেন কি এ দুটোর মধ্যে আছে বিস্তর ফারাক? স্পেশ্যালি নর্থ আমেরিকায় CV ও Resume বলতে আলাদা করে বোঝায় কনটেক্সট ভেদে। আসুন তবে জেনে নেয়া যাক তফাত গুলো। এই নলেজ আপনার সারা জীবন কাজে লাগবে। বিশেষত দেশের বাইরে একাডেমিক পড়াশোনা শেষ করে, জব সার্চিং এর সময় সবচেয়ে বেশি লাগবে এই দুটোর পার্থক্য জানা।

 

CV: পুরো শব্দটি ল্যাটিন থেকে এসেছে – Curriculum Vitae. মানে হলো “জীবনের বর্ণনা”।

Resume: শব্দটি ফ্রেঞ্চ থেকে এসেছে। এর মানে হলো সামারি বা “সার-সংক্ষেপ”।

CV আর RESUME এর মূল পার্থক্য কি?

সিভিতে একজন ক্যান্ডিডেটের সম্পুর্ণ একাডেমিক ও প্রফেশনাল প্রোফাইলের বিস্তারিত বর্ণনা থাকতে হয়, সময়ানুযায়ী অর্থাৎ সবচেয়ে রিসেন্ট ডিগ্রি বা জব লিস্টে সবার উপরে থাকে, তারপর সময় অনুযায়ী বাকিগুলো। একটি সিভিতে প্রতিটা জব এর লিস্ট ও একাডেমিক ডিগ্রি (ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ইত্যাদি) এর লিস্ট, প্রতিটা স্কলারশিপ, পুরস্কার, রিসার্চ পেপার, কনফারেন্স /ওয়ার্কশপ প্রেজেন্টেশন, ভলান্টারিং ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটি সহ নানাবিধ বিস্তারিত তথ্য থাকতে হয়।

See also  প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে

মোট কথা CV হলো পুরো জীবনের কাগজের আয়না যেটা আমাদের সমস্ত কর্মকান্ড প্রতিফলিত করে! অন্যদিকে Resume এ লাইফের সব জব বা একাডেমিক ডিগ্রি দিতে হয় না। বরং যে পোস্টের জন্য এপ্লাই করছি, শুধু মাত্র সেই সংশ্লিষ্ট জব এক্সপেরিয়েন্স ও একাডেমিক ডিগ্রি ও আনুষঙ্গিক বিষয়গুলোর উল্লেখ থাকতে হয়। এজন্যেই এটাকে সার-সংক্ষেপ বলে।

 

কোনটা কত পেইজ লিখতে হয়?

একজন কর্পোরেট ম্যানেজার, প্রফেসর কিংবা পিএইচডি রিসার্চারের সিভি ২ পাতা থেকে শুরু করে ১০ পাতাও হতে পারে! কারণ সিভিতে তাদের প্রতিটা ডিগ্রি, জব, অর্জন ইত্যাদি উল্লেখ থাকে। তবে বাংলাদশের প্রেক্ষাপটে একজন এভারেজ ফ্রেশ আন্ডারগ্র্যাড বা মাস্টার্স স্টুডেন্ট যারা দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশুনার জন্য এপ্লাই করবে তাদের সিভি ২ পাতার বেশি হওয়া উচিত নয়।

Resume যেহেতু নাম শুনেই বোঝা যাচ্ছে সার-সংক্ষেপ তাই ১ পাতা হয়, শুধু মেইন মেইন জিনিস গুলো ওই ১ পাতায় হাইলাইট করা হয়। সর্বোচ্চ ২ পাতা, তাও এক্সেপশনাল কেইসে। Resume এ কম্প্যাক্ট স্টাইলে মেইন তথ্য গুলো বুলেট পয়েন্ট আকারে লিখা হয়, এতে কম জায়গায় সংশ্লিষ্ট তথ্যগুলো দেয়া যায়।

See also  প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে

 

CV আর RESUME কোথায় কোনটা ব্যবহার করা উচিত?

সাধারণত এটা নির্ভর করে রিক্রুটার যদি স্পেসিফিক্যালি কিছু বলে তাহলে তার উপর, কোন সন্দেহ হলে ইমেইল ইনকুয়ারি করে নেয়া ভালো। যদি না বলে তাহলে একাডেমিক ক্ষেত্রে অর্থাৎ স্কলারশিপ এপ্লিকেশন, ইউনিভার্সিটি এপ্লিকেশন, প্রফেসরকে ইমেইল করা তার রিসার্চ গ্রুপে জয়েন করার জন্য সহ যাবতীয় একাডেমিক কাজে CV ব্যবহার করা উচিত।

অন্যদিকে দেশের বাইরে পড়াশুনাকালীন, Co-op এ (পেইড ইন্টার্নশিপ টাইপের) এপ্লাই করতে চাইলে আগে ভাল করে দেখতে হবে রিক্রুটমেন্ট সার্কুলারে কী চেয়েছে সিভি, না Resume। বিশেষ করে দেশের বাইরে পড়া শেষ করে জব এপ্লিকেশনের সময়ে আগে ভালো করে জানতে হবে কোন পোস্টে এপ্লাই করছি, জব ডেস্ক্রিপশন কি, ইত্যাদি অনুযায়ী নিজের Resume কাস্টোমাইজ করে শুধু সেই পোস্ট রিলেটেড তথ্য ও এক্সপেরিয়েন্স দিতে হবে, বাকি সব এক্সট্রা তথ্য Resume থেকে বাদ যাবে।

 

CV আর RESUME কোনটার সাজ-সজ্জা কি রকম?

সিভি সিম্পল ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়াই ভালো। একেবারেই হালকা কোন কালার ইউজ করা যেতে পারে সর্বোচ্চ মেকাপ হিসেবে। অন্যদিকে Resume অনেক কালারফুল হতে পারে, অনেক এট্রাক্টিভ করা যেতে পারে।

See also  প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে

 

CV আর RESUME এর তথ্যের টাইম সিকুয়েন্স কেমন হবে?

সিভিতে সব কিছুই সময়ক্রম বজায় রাখা হয় (ক্রনোলোজিক্যাল) অর্থাৎ রিসেন্ট জব, ডিগ্রী ইত্যাদি সবার আগে লিস্টে স্থান পায়, তারপর বাকিগুলো।
Resume এ ক্রনোলোজি মেইন্টেন না হলেও ঘাবড়ানোর কিছু নাই। কারন Resume এ শুধু যে পোস্টে এপ্লাই করা হয় সেই রিলেটেড তথ্যাবলি থাকায় অনেক রিসেন্ট ইনফোর আগে পুরাতন কোন সংশ্লিষ্ট অভিজ্ঞতা আগে স্থান পেতে পারে। CV আর RESUME

Back to top button