২য় ধাপের ফলাফল । প্রাইমারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২
২য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২২
বিষয়: প্রাইমারী শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়ােগ ২০২০” -এর লিখিত ২য় ধাপের ফলাফল প্রকাশ।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর গত ১৮ অক্টোবর ২০১০ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩,১১.০০৮.২০-১৫২ স্মারকে জারীকৃত বিজ্ঞাপনের আলােকে ২য় ধাপে ২০ মে ২০২২ তারিখে ২৯ জেলায় [৭ জেলার সম্পূর্ণ (রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাক্ষণবাড়ীয়া, চাঁদপুর, বরিশাল ও রংপুর) এবং ২২ জেলার আংশিক (নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশাের, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশােরগঞ্জ, টাংগাইল, রাজবাড়ী, কুমিল্লা, নােয়াখালী, পিরােজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধা)]
গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমােট ৫৩,৫৯৫ (তিপায় হাজার পাঁচশত পঁচানব্বই) জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছেঃ
ক. এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োেগ ২০২০” এর কোন শূন্য পদে নিয়ােগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না।
খ. প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন করার বা প্রয়ােজনবােধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
গ. কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গােপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।
ঘ. প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়ােগ বিধিমালা, ২০১৯’ অনুসরণপূর্বক নিয়ােগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
ঙ. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে প্রার্থীদের জানানাে হবে।
ট. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রােল নম্বর ক্রমানুসারে এতদসঙ্গে প্রদত্ত হলাে।
প্রাইমারী শিক্ষা অধিদপ্তর (DPE) ২য় ধাপের ফলাফল ২০২২ ডাউনলোড
অথবা, পিডিএফ ডাউনলোড করুন।
[su_button url=”https://mega.nz/file/Jt0mHIhZ#FXqCs4UJFmCVfuPqrgkr5OYZPMVeSATvLfh6lkUCjhc” target=”blank” style=”3d” size=”6″ center=”yes”]Download PDF[/su_button]
Keywords:
প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২( ২য় ধাপ)
প্রাইমারীর নিয়োগ দ্বিতীয় ধাপের ফলাফল ২০২২
সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফলাফল ২০২২
প্রাইমারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের ফলাফল ২০২২
প্রাথমিকে শিক্ষক নিয়োগ ২য় ধাপের ফলাফল ২০২২
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) নিয়োগ পরিক্ষার ফলাফল ২০২২
সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফলাফল ২০২২
ডিপিই ২য় ধাপের নিয়োগ পরিক্ষার ফলাফল ২০২২
সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরিক্ষার ফলাফল ২০২২
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফলাফল
২০২২ সালের সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষার ফলাফল ২০২২ দ্বিতীয় ধাপ