বিএসএল লেভেল ৪ ল্যাব কাকে বলে ও এর ব্যবহার
বিএসএল (BSL) এর মানে হলো biosafety level ল্যাব। বিএসএল লেভেল ৪ ল্যাব মানে হচ্ছে Biosafety Level Lab-4 বা BSL Level-4.
বায়োসেফটি লেভেল ল্যাব হলো জীবাণু / সুরক্ষা মাত্রা সম্বলিত নিয়ন্ত্রিত পরীক্ষাগার, যা বিপদজনক জৈব পদার্থ ছড়াতে পারে না ,এমন সুরক্ষিত ব্যবস্থ্যা প্রদান করে । নিয়ন্ত্রণ অনুযায়ী সর্বনিম্ন লেভেল ১ থেকে সর্বোচ্চ বিএসএল লেভেল ৪ ল্যাব পর্যন্ত ল্যাব আছে ।
এই ল্যাবগুলোতে বায়োসেফটি কেবিনেট, বায়ু চলাচল মুক্ত কক্ষ থাকে। পিপিইউ ও সুনির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্যদের প্রবেশ নিষিদ্ধ । এর দরজা পাসওয়ার্ড ও ফিংগার প্রিন্ট নিয়ন্ত্রিত । বায়োসেফটি ল্যাব যেসব জীবাণু বা টক্সিন নিয়ে কাজ করে সেগুলোকে biohazard বলে । সেগুলোকে পরিবেশের ক্ষতির দিক দিয়ে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছে ।
বিএসএল-৪ হলো সর্বোচ্চ বিপদজ্জনক ভাইরাস, এগুলো নিয়ে নিরাপদে কাজ করা যায় এমন কোন ল্যাব। এই ল্যাবগুলো বিতর্কিত ও বটে ।
বিএসএল লেভেল ৪ ল্যাব এর বৈশিষ্ট্য
- বায়ু চলাচল মুক্ত কক্ষ
- বিশেষ ক্যাবিনেট
- গবেষকদের স্পেস স্যুট ব্যবহার
- ব্যাকটেরিয়া বা ভাইরাসের বায়ুরোধক বাক্স
- উচ্চ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন গ্লাভস
- কাজ শেষে কক্ষের বায়ু ও বর্জ্য বিশেষ ফিল্টারিং
- সুনির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্যদের প্রবেশ নিষিদ্ধ ।
Biosafety কেবিনেট
Biosafety স্যুট ।
BSL 4 বিএসএল লেভেল ৪ ল্যাব ল্যাব বিশ্বে ৫৪টির মতো আছে।
জাপান ১৯৮১ সালে BSL 4 বিএসএল লেভেল ৪ ল্যাব তৈরির পরও সঠিক নিরাপত্তা নিশ্চিত করে সেটা উদ্ভোধন করতে ২০১৫ সাল পর্যন্ত লেগেছে । চীনের উহান শহরে যে ল্যাব থেকে নভেল করোনা ভাইরাস ছড়িয়েছে বলে অনেকে সন্দেহ করছেন , সেটি আগে BSL 3 লেভেলের ছিলো । সেটিকে 2018 সালে BSL 4 এ উন্নীত করে sars ও pandemic influenza নিয়ে গবেষণা করা হয়। ভবিষ্যতে যদি কখনো প্রমাণিত হয়, বর্তমান নভেল করোনা ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়েছে তবে বিশ্বসম্প্রদায় এ ধরনের ল্যাব নিষিদ্ধ করতে বলবে ।
এই ল্যাবগুলো যে সমস্ত জীবাণু নিয়ে কাজ করে সেগুলো লেভেল অনুযায়ী দেয়া হলো ।
Biohazard level 1 – যে সমস্ত জীবাণু মানব শরীরে ক্ষতি করে না ।
যেমন:
- bacillus subtilis.
Biohazard level 2 – যে সমস্ত জীবাণুর সংস্পর্শ সুস্থ্যদেহে বিপদজনক ক্ষতি হতে পারে ।
যেমন
- HIV, salmonella, hepatitis B.
Biohazard level 3 – যে সমস্ত জীবাণু বাতাসের মাধ্যমে ছড়াতে পারে ও ব্যাপক ক্ষতি করতে পারে ।
যেমন,
- tuberculosis.
Biohazard level 4 – ভয়ানক ক্ষতিকর জীবাণু যেসব রোগের চিকিৎসা নেই বিএসএল লেভেল ৪ ল্যাব ।
যেমন
- Ebola virus, Marburg virus, and Hantavirus.
বায়োসেফটি লেভেল ল্যাবগুলো উক্ত লেভেলের biohazard নিয়ে কাজ করে । যেমন biohazard level 4 নিয়ে biosafety level lab 4 গুলোর কাজ ।